![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার শহরে প্রেম - ভালোবাসার বড্ড অভাব চলছে, তোমার যদি দেয়ার খুব শখ জাগে তুমি একটু প্রেম - ভালোবাসা দিতে পারো সমস্যা নেই ।
কিন্তু খবরদার ! আমার শহরটা নদীমাতৃক, এটা ইট - পাথরের শহর না, আমার অন্তর জ্বলে আঁখির বাঁধ ভেঙে জল গড়ালে বন্যা হতে পারে, দয়া করে জ্বালাবেন না, এই শহরের মানুষ নিজের জলেই নিজে ডুবে মরে, তোমার উটকো জল আবার কোথায় রাখবে বলো ? তুমি নিজেই বলো, কোথায় রাখবো তারা জ্বলে জল গড়ালে !?
~jobrul islam habib
©somewhere in net ltd.