![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিছানায় হিসু করা ছেড়েছি সেই ল্যাংটা কালে, কিন্তু আজ ঘুম থেকে উঠে এটা কি দেখছি! আমার প্যান্ট, বিছানা, কম্বল সবকিছু ভেজা।
নাদিয়া আর নিয়তি যদি ঘুনাক্ষরে টের পায় আমি বিছানায় হিসু করেছি একদম ইজ্জতের সাড়ে বারোটা বেজে যাবে। এমনিতেই মা - মেয়ে আমার সাথে সারাক্ষণ ঝগড়ার ইস্যু খুজে। খেয়াল করে দেখলাম দু'টাই ঘুমোচ্ছে।
আমি চুপিচুপি কম্বলটা ছাদে শুকোতে দিলাম, আর বিছানা শুকনো কাপড় দিয়ে মুছে বাথরুমে গোসল করতে গেলাম। কিন্তু ঠান্ডা পানি দেখে গোসল না করে কাপড় চেঞ্জ করে আবার চলে আসলাম।
ঠান্ডা পানিতে আমার ছোট বেলা থেকেই ভয়, শীত আসলে আমি দু'সপ্তাহে একবার গরম পানি দিয়ে গোসল করতাম, বিয়ের পর সপ্তাহে একবার করি।
শীতকালে কেউ যদি আমার সামনে ঠান্ডা পানি ধরে বলে, 'যা কিছু আছে দিয়ে দে, না হলে এই মারলাম পানি ! আমি ভয়ে কাপতে কাপতে সবকিছু দিতে রাজি হয়ে যাবো।'
বাথরুম থেকে বের হয়ে আন্দাজ করলাম নাদিয়া আর নিয়তি কম্বল দিয়ে মুখ ঘুরে হাসছে।
বুঝলামনা কিছু, বিরোধী দল হাসছে কেন! এদের হাসি শুনলে ভয় লাগে৷ কখন কি করে বসছে কে জানে।
-'নিয়তি মামণি আমার, তুমি না আইসক্রিম খেতে বলছিলা, আব্বুর সাথে বাহিরে চলো।'
নিয়তি আইসক্রিমের কথা শুনেই বিছানা থেকে দৌড়ে এসে আমার হাত ধরলো। আমি নিয়তিকে নিয়ে বাহিরে গেলাম, ওর হাতে একটা আইসক্রিম দিয়ে বললাম, 'মামণি আব্বুকে একটা সত্য কথা বলবা' ?
-'নিয়তি আইসক্রিম চুষতে চুষতে বলল, 'হ্যা বলবো।'
-'আচ্ছা মামণি আমি যখন বাথরুম থেকে বেরোলাম তখন তুমি আর তোমার আম্মু কম্বল দিয়ে মুখ ঘুরে হাসছিলে কেন ?'
-'আব্বু তুমি গোসল করোনা তাই আম্মু তোমার আশেপাশে পানি ঢেলে দিছে, যাতে তুমি হিসু করছো মনে করে গোসল করো, হি হি হি।'
এই জল্লাদ মহিলার নির্যাতনে আমি শেষ । বিয়ের আগেই ভাবছিলাম এরকম হবে, তাই বিয়ে করতে চাইনি। বন্ধুরা বলতো বিয়ে করলে নাকি প্রতিদিন সকালে গোসল করতে হয়! সেই ভয়ে আমি বিয়ে করতে চাইনি। কিন্তু একদিন শীতের সকালে আব্বু - আম্মু ঠান্ডা পানি নিয়ে আমার পেছন পেছন আসছেন, আর আমি উরাধুরা দৌড়াচ্ছি, সামনে তাকিয়ে দেখি আপু - দুলাভাইও ঠান্ডা পানি নিয়ে আমার সামনে। পরলাম মহাবিপদে; আমি ঠান্ডা পানি দেখে ভয়ে কাপতে কাপতে বললাম, 'তোমরা কি চাও আমার কাছে ?'
-'তারা সামনে পানি ধরে বললেন, তুই বিয়ে করবি গরম লেপের কসম করে বল, না হলে এই পানি মারলাম।'
আমি কোনো কথা না বলে দাড়িয়ে আছি। দুলাভাই ঠান্ডা পানি রেখে আমাকে কানে কানে বললেন, শালা বাবু বিয়ে করে ফেল 'শীত যখন আসবে ঝেপে, বউকে ধরতে পারবি চেপে।'
দুলাভাইর কথা শুনে ভাবলাম শীত ঝেপে আসলে আমি বউকে চেপে ধরমু এতে শীত কম লাগবে। তাই প্রমিজ করে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। কিন্তু আফসোস, রাতে যখন নাদিয়াকে চেপে ধরি, সকালে নাদিয়া নিজে গোসল করে এসে ঠান্ডা হাত আমার গালে দিয়ে বলে, 'এই হাবিব, গোসল করবেনা! তাড়াতাড়ি উঠে গোসল করো। না হলে বারবার গালে ঠান্ডা হাত দেবো।'
লেখক: jobrul islam habib
©somewhere in net ltd.