![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো মেয়ে
"রাত্রি আমার নাম, রাতের অন্ধকারের মতো চেহারা আমার কালো ।"
হাবিব মেসেজটা পড়ে খানিক ধাক্কা খেলো, ফেইসবুকে মেয়েটার নিজের কোনো পিকচার নেই, অসম্ভব সুন্দর গল্প লিখে, ত্রিশ হাজারের কাছাকাছি ফলোয়ার, শুধু গল্প পড়ে হাজার হাজার ছেলেরা প্রেমে হাবুডুবু খাচ্ছে মেয়েটার।
হাবিব তাদেরই দলের একজন, সে আজকে আচমকা রাত্রিকে মেসেজ দিয়ে বসেছিল, 'রাত্রি আমি বহুদিন যাবত আপনার গল্প পড়ি, আমি আপনার গল্পে আসক্ত , আপনার গল্প না পড়লে আমার রাতে ঘুম আসেনা, নিয়মিত রাতে ঘুমানোর আগে আপনার টাইমলাইন ঘুরে গল্প পড়ি, বোধহয় আমি আপনার প্রেমে পড়ে গেছি।"
কিন্তু রাত্রি জানে পাঠকরা তার কালো চেহারা এখনও দেখেনি, কালো মেয়েদের কেউ ভালোবাসে না, কোনো তরুণ ঘুমোতে যেয়ে যখন কোল বালিশকে জরিয়ে ধরে তখন কোল বালিশের জায়গায় কালো মেয়েকে কল্পনা করেনা।
হাবিব আবার মেসেজ দিলো: "আমি দেখা করতে চাই আপনার সাথে, সব পুরুষের মতো আমি বর্ণ পূজারী না।"
-রাত্রি উত্তর দিলো: " আপনিই প্রথম আমার সাথে এভাবে কথা বলছেন না, আপনিই প্রথম আমার গল্প পড়ে প্রেমে পড়েননি, এর আগে অনেকেই আমার গল্প পড়ে প্রেমে পড়ার দাবী করেছে, কিন্তু দেখা করার পর আর যোগাযোগ করেনি, ফেইসবুকে ব্লক করে রেখেছে, নিজের চেহারা দেখিয়ে আমি আর একটাও পাঠক হারাতে চাই না হাবিব।"
-হাবিব আবার বলল: 'রাত্রি, বর্ণ দেখে যারা প্রেম করে তারা প্রেমিক হতে পারেনা, একজন বর্ণ গবেষক ভালোবাসার যোগ্য না । আমি আপনার গল্প পড়ে প্রেমে পড়েছি, কারণ গল্পতে আপনার চিন্তা - ভাবনা, কল্পনা, মানসিকতা প্রকাশ পেয়েছে, আমার বিশ্বাস কারো মন সুন্দর না হলে এতো সুন্দর করে গল্প লিখতে পারবেনা'
রাত্রি রিপ্লাই দিলো: 'আপনি এখন আবেগে কথা বলছেন, কালো মেয়েদের সাথে সম্পর্ক করলে বন্ধুমহলে পাড়া - প্রতিবেশীদের কাছে ছোট হতে হয়, অপমানিত হতে হয়, কালো মেয়েদের বিয়ে দিতে হয় অনেক টাকা - পয়সা যৌতুক দিয়ে।
হাবিব মেসেজ করলো: "না রাত্রি, এখনকার যুগে আর বর্ণ বৈষম্য তেমন একটা নেই, মানুষ শিক্ষিত হচ্ছে, বর্ণ পূজারী পুরুষ কমে যাচ্ছে।
রাত্রি খানিকটা হেসে রিপ্লাই দিলো: 'আপনি কখনো দেখেছেন কি বর্তমানে কোনো নাটকে, সিনেমায়, অনুষ্ঠান উপস্থাপনায়, সংবাদ পাঠে- কালো মেয়ে অংশ নিতে! গায়ের রঙ ফর্সা না অথচ খুব যোগ্যতা রাখে এই সকল বিষয়ে, এমন কেউ কাজ করার সুযোগ পেয়েছে দেখেছেন কি ? অবশ্যই বর্ণ বৈষম্য রয়ে গেছে হাবিব।
২০১৮ সালে এসেও আমাদের সমাজে কালো মেয়ে জন্মাতে না জন্মাতেই তার গায়ের রঙের কারণে হীনমন্যতায় ভুগতে হয়, "মেয়ের বিয়ে কী করে হবে, একে আদো পার করা যাবে কি না " মা - বাবাকে এটা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়, বড়লোকের মেয়েও কালো হলে এই ভাবনা থেকে রেহাই পায়না, টাকা - পয়সা যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়, অথবা নিজেদের অবস্থান থেকে নিচে নামতে হয়, তাছাড়া জন্মের পর থেকেই মা - বাবা মেয়েকে ফর্সা করার যুদ্ধে নেমে পড়েন; কাঁচা হলুদ, দুধের সর, ফেয়ার অ্যান্ড লাভলী ইত্যাদি ব্যবহারে নেমে পড়েন। হাজার স্বপ্ন ধূলিসাৎ হয় কাল রঙের চামড়ার জন্য, জানেন কালো মেয়েরাও ছেলেদের প্রেমে পড়ে, তাদেরও অনেক স্বপ্ন থাকে, কিন্তু পূরণ হয়না।
রাত্রির উত্তর কি দেবে হাবিব বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে একটা কালো মেয়ে বিভিন্নভাবে আহত হয়।
হাবিব কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, 'তাহলে কিভাবে আমি আপনাকে বিশ্বাস করবো যে আমি সুন্দরের পূজারী না, আমি তোমার সুন্দর মন দেখে প্রেমে পড়েছি।'
-রাত্রি উত্তর দিলো, 'আমিও একটা সুন্দর মন খুজছি ভালোবাসার জন্য, আপনার মন সুন্দর কিনা সেটার পরীক্ষা হলো আপনি আমাকে না দেখে বিয়ে করবেন, আমি এড্রেস দেবো, সেখানে ডাইরেক্ট বিয়ের সম্মন্ধ পাঠাবে, পারবে !?'
হাবিব খানিকটা মুচকি হেসে কোনোকিছু না ভেবেই বলল, 'হ্যা, এড্রেস দাও, কালই বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আব্বু - আম্মুকে পাঠাবো ।'
-রাত্রি এড্রেস দিলো, 'হাবিব যেভাবেই হোক মা - বাবাকে রাজি করে রাত্রির বাসায় পাঠালো ডাইরেক্ট বিয়ের দিন তারিখ ঠিক করে আসার জন্য।'
বিয়ের দিন তারিখ ঠিক হলো, আজ তাদের বাসর রাত, হাবিব রাত্রিকে দেখেনি, সে জানে রাত্রি রাতের অন্ধকারের মতো কালো, তারপরও সে খুব আগ্রহ নিয়ে রাত্রির ঘোমটা তুলে তাকালো, রাত্রির চেহারা দেখে সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেলো।
সে বিন্দুমাত্র এই চেহারার জন্য প্রস্তুত ছিলো না, রাত্রি বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে শুরু করলো, হাবিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, 'আপনি কি রাত্রি ?'
-রাত্রি খানিকটা ন্যাকামো করে বলল, 'জ্বী স্যার, আমি রাত্রি; আপনার বউ।'
-হাবিব আমতা আমতা করে বলল, 'কিন্তু আপনি যে বলছিলেন, আপনার চেহারা রাত্রির মতো কালো, কিন্তু এখন তো দেখছি আপনি চান্দের মতো সুন্দর।
-রাত্রি এবার একটু গম্ভীরমুখ করে বলল, 'সেটা আমি সবাইকে বলতাম, ফেইসবুকে যারাই আমাকে প্রপোজ করতো সবাইকে বলতাম আমি দেখতে খুব কালো, আমাকে ভালোবেসে থাকলে না দেখে ডাইরেক্ট বিয়ের সম্মন্ধ পাঠাতে হবে, জানেন ! আপনি ছাড়া কেউ এভাবে রাজি হয়নি, শুধু আপনিই রাজি হলেন, আমি এতোদিন আপনার মতোই একটা ছেলেকে বর হিসেবে খুজছিলাম।'
হাবিব চোখের পানি ফেলতে ফেলতে রাত্রিকে জরিয়ে ধরে চুমু খেতে লাগলো, রাত্রি হাবিবের কানের কাছে মুখ নিয়ে বলল, 'ব্যস্ত হয়ে পড়লে কেন হাবিব, আমি তো আছিই।'
লেখকঃ jobrul islam habib
©somewhere in net ltd.