নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধের লাঠি

অন্ধকার মানুষ

অন্ধকার মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমরা একটা অদ্ভুত ব্যবস্থার উপর বাস করছি!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১১

আমরা একটা অদ্ভুত ব্যবস্থার উপর বাস করছি!

চারদিকে শুধু ব্যাংক তৈরি করার হিড়িক পড়েছে! বিশেষ করে, রাজনীতিবিদরা ব্যাংক নিয়ে উঠে পড়ে লেগেছে।
কারণ কি?

ব্যাংকগুলো আপনাকে লোভনীয় অফার দিচ্ছে। বলছে আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন ব্যাংক জমাকৃত টাকার উপর আপনাকে ১০-১২% সুদ দেবে, মূল টাকার বাইরে, যেটা FDR নামে পরিচিত।

বাহ! ব্যাংকে অলস টাকা ঢুকানোর জন্য কি সুন্দর ব্যবস্থা!

সেই একই টাকা যদি আপনি নেন, আপনার কাছে ব্যাংক নেবে ১৫-১৯% সুদ! নিজের টাকা দিয়ে নিজের পায়ে কুড়াল মারা!

আর, আপনার টাকাই যদি নাই হয়, প্রতি মাসে আপনি দেবেন ১০০ টাকায় ১১৯ টাকা এক্সট্রা!

এক দিকে ব্যাংক আপনাকে টাকা জমিয়ে রাখতে উৎসাহিত করছে, অন্যদিকে একই টাকা আপনাকে নিতে অনুৎসাহিত করছে!

বাংলাদেশের কোন কোটিপতি সমস্ত ঋণ শোধ করছে? কে বা কাহারা?

কেউ না।

কোটিপতিরা কি করে? হাজার হাজার কোটি ব্যাংক থেকে নেয়, ওই টাকার ইন্টারেস্ট শোধ করতে থাকে কিন্তু মূল টাকা কখনোই দেয় না।

বেশিদূর যাওয়া লাগবে না, এক হলমার্ক দেখলেই যথেষ্ট।

আমি হলপ করে বলতে পারি, বাংলাদেশের কোন নাগরিক, কোন ছোট ব্যবসায়ী, কোন বড় উদ্যেক্তা, কোন চাকুরীজীবি ১৯% সুদে টাকা নিয়ে সেই টাকা দিয়ে লাভবান হয়ে দেনা শোধ করতে পারবে না, শুধুই আমাদের ব্যাংক মালিকদের উচ্চ লভ্যাংশের সুযোগের কারণে।

আমি ব্যাক্তিগত ভাবে কিছু দফা পেশ করছি বাংলাদেশ ব্যাংক@ Bangladesh Bank কর্তৃপক্ষের কাছেঃ

১. FDR সুদ ২-৩% এর মধ্যে সীমাবদ্ধ রাখা হোক।

২. সাধারণ ব্যাংক ঋণ এর সুদ যেন কোনভাবেই ৭-৮% এর বেশি না হয়।

৩. সকল ব্যাংককে একই চেকের আওতায় আনা জরুরী। যেমন এক ক্যাশ চেক অন্য ব্যাংকে এলাউ নয়, যাতে সব ব্যাংকে সব চেক গ্রহণ করা হয়।

৪. সপ্তাহের ৭ দিনই ব্যাংকিং প্রচলন রাখা প্রয়োজন। কেননা দেখা যায়, শুক্র-শনিবার দুই দিনের জন্য বন্দরে ২ দিনের পেমেন্ট বেশি নেয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

নিলু বলেছেন: লিখে যান

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

ল্যাটিচুড বলেছেন: লিখেছেন ভালো - তবে যারা আপনার প্রস্তাব বাস্তবায়ন করতে পারে তাদের (প্রায়) সকলে ব্যাংক ব্যবসার সাথে জড়িত সুতারাং .......... :P :P :P

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

ইমরান আশফাক বলেছেন: একমত, আবারও বলছি একমত। কিন্তু কোন লাভ হবে না এই যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.