![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কেমন আছো?
বড় বেশি জানতে ইচ্ছে করে
তুমি কি আগের মতোই
পাগলামি করো?
নাকি শান্ত শিষ্ট হয়ে গেছো?
খুব দেখতে ইচ্ছে করে।
মাঝে মাঝে মনটা বড়ই
বেশি ব্যাকুল হয়ে উঠে...
মন চায়
তোমাকে যদি কাছে পেতাম
সাধ মিটিয়ে মনের সব কষ্টের
কথাগুলো বলে দিতাম...
জানি এসবে তোমার কোন
ভ্রুক্ষেপও নেই...
তবুও তো আমার ছিলে একদিন
একটুখানি হলেও
তো ভালোবেসেছিলে..
সেটুকুরই দাবি নাহয় একটু করলাম...
আগে তোমার কান
ঝালাপালা করে তুলতাম...
বার বার জানতে চাইতাম কেমন
আছো?
বিরক্ত হয়ে যেতে তুমি...
আজ বড়
বেশি জানতে ইচ্ছে করছে...
সত্যিই তুমি ভালো আছো তো?
আমার কথা একটি বারের জন্যও
কি মনে পড়ে?
বড়ই জানতে ইচ্ছে করে.............
(গত কাল আমার ৩য় বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু আজ আমার বউ আমার থেকে অনেক দূরে , আমার বউয়ের পরিবার আমার থেকে ছারিয়ে নিছে। আমার ছাত্র জীবনে বিয়ে করি। কিন্তু আমরা অনেক ভালো ছিলাম। আমি আমার বউ কে অনেক ভালোবাসি। আমি তাকে আবার ফিরে পেতে চাই আমার ভুবনে। আমার এখন কি করা উচিত কেউ একটু বলবেন)
©somewhere in net ltd.