![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আমি :) https://www.facebook.com/shuvro.shiser
প্রায় দেড় ঘণ্টার কোচিং কইরা বাহির হইলাম. . .
মোবাইলের দিকে তাকাইয়া দেখি ৫.৩০ বাজে, স্যারের লেকচার যেন এখনো কানে ভনভন করতেছে :-&
মাথা তুইলা যেই সামনে তাকাইলাম এক অতীব লাস্যময়ী মানবী খুব উদার নয়নে তাকাইয়া আছে, ঠিক তাকাইয়া না মানে পাশ দিয়ে যাইতেছে But আমার দিকে তাকাইয়া তাকাইয়া।
আমিও নিশ্বাস বন্ধ কইরা হা কইরা তাকাইয়া আছি
দুই সেকেন্ডের জন্য মুখ লাল হইয়া গেল আর ভাবতেছি আজকে মনে হয় একটু বেশী স্মাট লাগতেছে যদিও মুখ ফ্যাকাসে হইয়া রইছে।
সেই ভাবনা পুরাপুরি শেষ করতে পারি নাই ! কইত্তে দৌড়াইয়া দুইটা পোলা আইসা দাঁড়াইল একটা আরেকটার হাত ধইরা চিৎকার কইরা কইতেছে মামা এই মাইয়া আমার চাইয়ে চাই,,,
আমি যা বুঝার বুইঝা গেলাম মেয়েটা রাস্তা দিয়া আসতে যতগুলা পোলা দেখছে সবাইর দিকে একটু লুল ভাবে তাকাইয়া তাকায়া আইছে আর তেনারতো ভাবছে উনাগোরে সালমান খানের মতো লাগতাছে
ছেলে গুলা মোটামুটি টিজ করতে করতে পিছু পিছু হাটতেছে.. মেয়েটা একটু পর পর পিছনে ফিরে কি যেন বলতেছে আর একটু জোরে পা চালাইতেছে।
আমি সিউর হয়তো ছেলে গুলা মেয়েটার বাসা পর্যন্ত পিছু নিবো। কয়দিন জ্বালাইব আর লটারির ভাগ্য হইলে পটাইয়াও ফেলতে পারে, এমনিই কি লাভ স্টোরি হয় ?? খোদাই জানে যদিও পোলা দুইটারে বস্তির পোলা ছাড়া ভাল কিছু মনে হয় নাই।
প্রীতমের একটা গানের দুই লাইন মনে পইড়া গেল:- বালিকা তোমার প্রেমের পদ্ম দিয় না এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে ! পুরাই একটা দীর্ঘশ্বাস অতঃপর আমি হাটা ধরলাম. . . মাইয়ার পিছে না বাসার উদ্দেশ্যে,
এবার আসল কথায় আসি যারা মনে করেন শুধু মেয়ে দেখলে ছেলেরাই টিজ করে, এইটা একটা পুরাই মিছা কথা, কিছু কিছু মেয়েও আছেন যারা চায় উনাদের পিছনে ছেলেরা ঘুর ঘুর করুক, তাই ইশারা ইঙ্গিতে ছেলেদের আকর্ষণ করে। আর সেই সব লুল পোলা-পাইন গুলারে কইতেছি মাইয়ার পিছে পিছে ঘুরলেই তুমি প্রেমদাস হইয়া যাইবা না. বরং তোমারে নাকে দড়ি লাগানো গরু মনে হয় যেটা মাইয়াটা অনেক আনন্দের সাথে তোমারে তার পিছে পিছে টাইনা নিয়া যাইতেছে সময় থাকতে ভাল হও।।
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
জলারণ্য বলেছেন: আহা!
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
মোমের মানুষ বলেছেন: আপনার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছিল ! কন কি ! তাড়াতাড়ি একটা পার্টি দেন, পরে শুনব বাকি কথা
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
পুংটা বলেছেন: কোন মেয়েকে যদি ছেলেরা কিছু না বলে তাহলে সেই মেয়ে নিজেকে অসুন্দরী মনে করে। তার মন খুব খ্রাপ থাকে। আবার কিছু বললেও দোষ। কই যাই...
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: কি দিন যে আইলো! আহা বেচারা সালমান খানেরা!