![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আমি :) https://www.facebook.com/shuvro.shiser
কেউ কথা রাখেনি......
কেউ কথা রাখেনি, সাতটি বছর কাটলো, কেউ কথা রাখেনি
ফ্রেন্ড লিস্টের এক ললনা এড হয়ে Chat করতে করতে বলেছিল বন্ধু হবে?
তারপর কত অনলাইন অফলাইন চলে গেলো, কিন্তু সেই ললনা
আর বন্ধু হল না।
এখন তার ফ্রেন্ড লিস্টের বাইরে আছি।
আমার বন্ধু কাদের আলী বলেছিল, স্মাট হও মামা
তোমাকে আমি তিন-চার খানা প্রেম করিয়ে দিবো
যেখানে প্লে-বয় হয়ে খেলবে খেলা, এখনো দেবদাসও হতে পারিনি,
কাদের আলী, আমি আর কত স্মাট হবো? আমার আতঁলামিতে আজ অতিষ্ঠ সবাই
তারপর তুমি আমায় আর স্মাট হতে বলবে??
একটাও রিলেশনশিপ স্ট্যাটাস দিতে পারিনি কখনো
ফটোশপ এডিট করা ছবি দেখিয়ে দেখিয়ে মেয়ে পটিয়েছে হাফপ্যান্ট পরা ছেলেরা
বোকার মতন হোমপেজে দেখেছি
লুল কমেন্টের রাস-উৎসব!
কত হাই ফাই সুবর্ণ স্কাট পরা ফর্সা রমণীরা
কত রকম কমেন্টে হেসেছে
আমার ট্যাগে তারা ফিরেও চায়নি!
আমার ওয়ালে পোষ্ট করে জরিনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন রিলেশনশিপ স্ট্যাটাস দিবে!
ভালোবাসার জন্য আমি লাইক দিয়েছি অহেতুক লুল কমেন্টেস স্ট্যাটাসের বন্যা!
দুষ্ট ছেলেদের সাথে করেছি কত ক্যাচাল, খেয়েছি কত লুল ট্যাগ।
পুরো ফেসবুক তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা ভালবাসার এপ্লিকেশন।
তবু কথা রাখেনি জরিনা, এখন সে অন্যের প্রেমিকা, আর আমি দুষ্ট ছেলে..
ⓔপ্যারোডি- আমি।
(মূল কবিতাঃ কেউ কথা রাখেনি By-সুনীল গঙ্গোপাধ্যায়)ⓝ
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
নূর আদনান বলেছেন:
৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
এম ই জাভেদ বলেছেন:
৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
হৃদয় এর স্পন্দন বলেছেন: ভালো লিখেছেন