![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের শেষদিন পর্যন্ত জেনে যাব, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ।
শাহবাগ , আমার বাসার খুব কাছাকাছি না হলেও মোটামুটি কাছে হওয়ায় একটু পর পর আমি শুনতে পাচ্ছি - পুলিশের গাড়ির সাইরেনের শব্দ । গতকাল রাত হতে সারাদিন ধরে চলতে থাকা প্রতিবাদী গান , স্লোগান , মশাল মিছিলের আহ্বান - এসব সরাসরি কর্ণকুহরে না পৌঁছালেও হৃদয়ের মাঝে পৌঁছে গিয়েছে তখন থেকেই । শুনছি আর একটু পর পর মনে আশা নিয়ে ভাবছি - ইতিহাস তাহলে কি হয়েই যাচ্ছে ?
সর্বস্তরের মানুষ এখানে জমায়েত হচ্ছে এখন শাহবাগ স্কয়ারে - এটা এখন আর কারও কাছে অজানা নয় । এমনকি যারা পড়ছেন তাদেরও হয়ত অনেকেই গিয়ে থাকবেন সেখানে ।
এই অভূতপূর্ব আন্দোলনের শুরুটা ভালই হয়েছে , শুধু তাই নয় চলবেও আশা করি ।
তবে আজ দুপুরের পর ক্ষমতাসীনদের কারও কারও কথাবার্তা কেমন যেন সন্দেহজনক মনে হয় । এবং এ অবস্থাকে তাদের সাঙ্গপাঙ্গদের দলীয়করনের প্রচেষ্টায় সক্রিয়তা দেখে সেই পুরোনো দীর্ঘ নিঃশ্বাসখানা আরেকবার ফেলার উপক্রম হয়েছে । আচ্ছা , সব কিছুতেই কি তোদের নোংরা নাক না গলালেই না? আমার অল্প স্বল্প জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুলোচ্ছে তাতে মনে হচ্ছে এই আন্দোলন শেষ পর্যন্ত কত টুকু নির্দলীয় থাকবে - এখন সেটাই প্রশ্ন ।
শেষ কথা : আমরা বাঙ্গালিরা আসলে বোকার রাজ্যে বাস করি । এরা আমাদের বোকা বানায় আর আমরা বোকা হই বা কখনও কখনও হতে বাধ্য হই । তবুও বলছি - আমি আশাবাদীদের দলে । এবার আর বোকা হতে চাই না ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
জলঝিরি বলেছেন: এই মনোভাব , একাত্মতা যেন সকলের মাঝে থাকে ঠিক এই ভাবেই । দুর্গন্ধময় রাজনীতির আড়ালে যেন হারিয়ে না যায় ।
অনেক ধন্যবাদ ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
রানার ব্লগ বলেছেন: দেখেনি তরুন রেসকোর্স মাঠে মার্চের দিন সাত, জন্মেছে ওরা যুদ্ধকালের পরে, তবু সাহসীরা কাঁধে কাঁধ রেখে মিলিয়েছে হাতে হাত, অত্যাচারীর বুক কেঁপে গেছে ডরে.. তরুন তরুনী, যুবক, বৃদ্ধ, নারী ও পুরষ সকলে, এক সমুদ্র জনতা আজকে একসাথে কোন কথা বলে? চাইছে আজকে হত্যাকরীর প্রকাশ্যে হোক ফাঁসী, গাইছে আমার সোনার বাংলা, তোমাকেই ভালবাসি... এই ভালোবাসা দলবাজী নয়, এটাই আসল রাজনীতি, এই চেতনাই দিয়েছে মুক্তি, দুর করে সব ভয়ভীতি.. এটাই স্বদেশ, এটাই বাংলা, এরাই আমার ভাই ও বোন, লড়ে যাক ওরা , যুদ্ধাপরাধী করবে আত্মসমর্পন, এখানেই হবে বিচার ওদের, এখানেই হবে শেষ, এখানেই হবে বিজয়ের গান, জিতবে বাংলাদেশ!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
জলঝিরি বলেছেন: খুব সুন্দর বলেছেন । প্রতিটি অক্ষর-ই হোক আমাদের সকলের হৃদয়-বার্তা ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
লুবনা ইয়াসমিন বলেছেন: আমি একটা লেখা লিখে প্রথম পাতায় গিয়ে দেখছিলাম যে লেখাটি প্রথম পাতায় এলো কিনা। ঠিক তখনই আপনার একটি লেখা দেখলাম। পড়তে গিয়ে দেখি লেখাটি নাই। কি ব্যাপার বলুন তো !?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
জলঝিরি বলেছেন: লেখাটিকে অসম্পূর্ণ মনে হয়েছিল বলে ড্রাফট করে রেখেছি । কিছুক্ষন পর-ই পাবলিশ করব ।
ধন্যবাদ লুবনা
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে । ++++++