নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ নতুনের কেতন ওড়ে ..

বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত ....

কালবৈশাখীর ঝড়

আমার আগের নিক 'হাসান কালবৈশাখী' বিকল হয়ে যাওয়াতে এই ২য় নিক।

কালবৈশাখীর ঝড় › বিস্তারিত পোস্টঃ

কে এই রানা?

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

কে এই রানা?



রানা প্লাজার সোহেল রানা। সোহেল রানার পিতা আব্দুল খালেক তেলের ঘানির শ্রমিক (কলু) মানিকগঞ্জে বাড়ির কাছে গ্রামে তেল ফেরি করতেন। সেজন্য মানিকগঞ্জের গ্রামে তারা কলু পরিবার হিসেবে পরিচিত।

১৯৮৯ সালে মানিকগঞ্জ থেকে সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন ছোট বলিমেহের মৌজার ১৫,১৬, ১৭ ও ২৩ নম্বর দাগের কিছু জমি ক্রয় করে সাভার চলে আসেন আবদুল খালেকের পরিবার। এসে তেলের ঘানি স্থাপন করেন, পুরনো ব্যবসার সুত্র ধরে।



১৯৯৪ সালে জাকির ড্রাইভার নামক এক বন্ধুর মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও সাভার কলেজের ভিপি হেলাল উদ্দিনের সঙ্গে তার সখ্যতা হয়। জাকির ছিল ছাত্রদলের সন্ত্রাসী হেলালউদ্দিনের বডিগার্ড ও গাড়ির ড্রাইভার। রানা তখন এক সাধারন ছিঁচকে সন্ত্রাসী। ৮ম শ্রেনীর পর লেখপড়ায় ইস্তফা। ছাত্রদলে যোগ দেয়ার যোগ্যতাও নেই।

ড্রাইভার জাকিরের সঙ্গে রানার বোন সুফিয়া আক্তারের প্রেম থেকে পরে বিয়েও হয় এবং এরপর হেলালের সঙ্গে যোগসুত্র আরো বেড়ে যায়।

ছাত্রদল নেতা হেলালউদ্দিন ও দেহরক্ষী ড্রাইভার জাকিরের মদদে সাভারে রানা হয়ে যায় একজন ছাত্রদল-যুবলদলের মালদার টেরর।



২০০১ সালে বিএনপি নেতা আবদুল খালেকের ছেলে সোহেল রানা জোর করে নামমাত্র মুল্যে ২৭ শতাংশ জমি দখল করেন। জমির মালিক রবীন্দ্রনাথ সরকার মামলা করলে বিএনপি-জামাতের ক্ষমতার প্রভাবে সাভার ছাড়া হতে হয় তাকে।

পরে বিএনপি-জামাতের প্রভাবে এই হিন্দু পরিবারের কাছ থেকে নামমাত্র অর্থ দিয়ে এই জলাভূমিটি নিজের নামে লিখে নেন। জলাভূমিতেই নির্মাণ শুরু করেন রানা প্লাজার কাজ।

রানা প্লাজার অনুমোদন পায় ২০০৫ সালে, পৌরসভার নির্মান অনুমতি পায় পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের সুপারিশে সাভার পৌরসভার মাধ্যমে ।

২০০৬ সালে ৬ তলা ভবনের কাজ শুরু, কিন্তু ডেভোলপারের সাথে দন্ধে ২তালার পর কাজ বন্ধ হয়ে যায়। ২০০৭এ কাজ শুরু হয়, তার আগে নিয়ম ভঙ্গ করে অনুমোদন ৬ তলা থেকে ৯ তলায় পরিনত করা হয় বিএনপি সমর্থক পৌরসভার মাধ্যমে।

এই অনিয়মকে বৈধ করতে বিএনপি সমর্থক পৌরসভা, মির্জা আব্বাস ও স্থানীয় বিএনপি নেতাদের কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল। রানা বিয়েও করেছিলেন প্রভাবশালি বিএনপি নেতা ও সাভার পৌর কমিশনার (কাউনসিলার) এর মেয়ে কে।

রানাপ্লাজায় ভাড়ানেয়া নিউ ওয়েভ বটমস লিমিটেডের মালিক বজলুস সামাদ আদনান, নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও ইথার টেক্সের চেয়ারম্যান আনিসুর রহমান, এরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

২০০৯ এ আওয়ামীলীগ নির্বাচনে জয়লাভ করলে ছাত্রদলের হেলালুদ্দিনের ক্ষমতা খর্ব হয়, তখন রানা কিছুদিন নিষ্ক্রিয় থাকে।



২০১০এ রানাপ্লাজার দোকান ভাড়ার এডভান্স নিয়ে শালিশি বৈঠকে স্থানীয় MP তৌহিদ জং মুরাদ এর সাথে তার পরিচয়, এর পর হয়ে যায় যুবলীগের ক্যাডার,

হতেই হবে। আত্নসাত করা অবৈধ সম্পদ রক্ষা করার এটাই সর্বত্তম উপায়। কিছুদিন পরে বনে যান যুবলীগের নেতা।



রানা প্লাজা ধ্বংশের দায় আমি সবটা রানাকে দিবনা। যারা অনুমোদন দিল, ৬ তালাকে ৯ তালার অনুমতি দিল, ২৩ তারিখে একটি পিলারে ক্রাক দেখা দিলে সবাইকে ভবন খালি করে UNO, OC ও উপজেলা পোর চেয়ারম্যান, পৌর প্রকৌশলিদের ডাকে। তারা চেক করে বলে, এটা জটিল এবং আমার আওতার বাইরে। বুয়েট ও রাজুকের এক্সপার্ট ছাড়া সিদ্ধান্ত দেয়া যাচ্ছেনা। এরপর UNO বলে কাল বুয়েট থেকে টিম আসবে।

এরপর সে তার দলবল নিয়ে চলে যায়, ভবনটি তালাবদ্ধ না করেই।



আমার মতে দায়ী যারা, তালিকা।



১। UNO সবচেয়ে বেশী দায়ী।



২। সাভার পৌর সভার চেয়ারম্যান, পদাধিকার বলে ৬ কে ৯ তালা করার অনুমোদন ক্ষমতা তার।



৩। গার্মেন্টস মালিকেরা ৬, ৭, ৮ ও ৯ তলার। যারা জেনেশুনে অর্থ লোভে সেদিন কারখানা চালু করেছিলেন।



৪। রানা অবস্যই দায়ী, কিন্তু কতটুকু?



রানা বরং হরতালের প্রথম দিন ভবন খালি করে পৌর টিম ও ইউএনও কে এনেছিলেন পিলার ফাটা ভবনটির একটা বিহিত করার চেষ্টায়, কিন্তু গার্মেন্টস মালিকেরা শুনেনি।



পদাধিকার বলে UNO সবচেয়ে বেশী দায়ী, কারন সে জেনেশুনেও ভবন সিগালা করেনি। তার ফাসি হওয়া উচিত!



কেউ কেউ বলছে রানা হরতাল বানচাল দেখাতে কারখানা চালু করেছিলেন। কিন্তু গার্মেন্টস সেক্টর যারা জরিত তারা ভালভাবেই জানেন এই গার্মেন্টস প্রডাকশান খাত সব আমলেই হরতালের আওতা মুক্ত। এটা অলিখিত চুক্তি। সাভার, আশূলিয়া গাজিপুর অন্চলে সবাই জানে।

তাই গার্মেন্টস চালু রেখে হরতাল বানচাল চেষ্টা হয়েছে বলা হলে ভুল হবে। এসব এখানে ফাল্তু অযুহাত।



হয়তো সময়ই বলে দিবে কে কে দায়ী।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

শিরোনাম বলেছেন: কে এই রানা?












৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

কালবৈশাখীর ঝড় বলেছেন: - :|

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

শিরোনাম বলেছেন: আমাদের মিথ্যুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে অস্বীকার করেছিলো রানা যুবলীগের কেউ না।

ছবি কথা বলে।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
প্রধানমন্ত্রী বক্তব্য রাজনৈতিক।

রানা যুবলীগেরই নেতা

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

আসফি আজাদ বলেছেন: যারা মাননীয় প্রধানমন্ত্রীর মুখের জবানের কোন মূল্য দেয় না, তাদের মত দুষ্টদের পক্ষেই উপরের ছবিগুলো এভাবে প্রচার করা সম্ভব। উনারা বুঝতে পারছেন না, এভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমানের মাধ্যমে পক্ষন্তরে উনারা দেশ এবং জাতিকে অপমানিত করছেন। যেখানে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সমূহ একযোগে দেশের সম্মান রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, সেখানে এই সমস্ত বিবেকহীনদের অন্যায় কাজ দেশের কপালে কোন কলঙ্ক লাগাতে পারবে না। তাদের শীঘ্রই হুশ ফিরুক সেই কামনাই করছি। জাতির এই ক্রান্তিলগ্নে অতীতের সঠিক জায়গায় লাইট ফোকাসের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

কালবৈশাখীর ঝড় বলেছেন: :| 8-|

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

হ্যারিয়ার টু বলেছেন:
যুবলীগের ক্যাডার?

হতেই হবে। আত্নসাত করা অবৈধ সম্পদ রক্ষা করার এটাই সর্বত্তম উপায়।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
অবৈধ সম্পদ রক্ষা করার এটাই সর্বত্তম উপায়।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

খেজুরে আলাপ বলেছেন: প্রধানমন্ত্রীর আবার রাজনৈতিক বক্তব্য হয় নাকি!!!!!!যত্তসব আবাল.................

০২ রা মে, ২০১৩ বিকাল ৪:১২

কালবৈশাখীর ঝড় বলেছেন: হয়।
এদেশে সবই হয়।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

বাঙলি বলেছেন: সন্ত্রাসী, লুটেরাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকে না। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা সব সময় ক্ষমতাশীলদের দলে ভিড়ে যায়। ব্যর্থতা রাজনৈতিক নেতাদের যারা এ সব সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেন।

এভাবেই রানা বিএনপি আমলে বিএনপি'র আশ্রয়ে জমি দখল করেছে, নিয়ম না মেনে ভবন নির্মাণ করেছে এবং বর্তমানে আ.লীগের আশ্রয়ে নিজের অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে।

মাঝখান থেকে মারা পড়ল শত শত নিরীহ সাধারণ মানুষ।

তাই রানার রাজনৈতিক পরিচয় না খুঁজে, সন্ত্রাসী রানার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

কালবৈশাখীর ঝড় বলেছেন:
আপনার সুন্দর ও সঠিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

ইসটুপিড বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
দুষী লিস্টে রানারে ৪ নাম্বারে দেইখা যা বুঝার বুইঝা নিলাম। আপনে পারেনও :D

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

কালবৈশাখীর ঝড় বলেছেন:
আবেগ বাদ দিয়ে সুধু আইন মেনে রানাকে আদালতে খুব একটা শাস্তি দেয়া যাবে না।
তার আইনজীবি বলবে - সরকারী এজেন্সি, স্থানীয় সরকারের প্রকৌশল সংন্থা অনুমদন দিয়েছে, আমার মক্কেল রানা তো আর ইঞ্জিনিয়ার না। উনি নিয়ম মেনে রেজিষ্টার্ড ও কমপ্লায়েন্ট গার্মেন্টস কম্পানীদের ভাড়া দিয়েছেন। আইন মেনে চলেছেন।
বেকসুর খালাসও হয়ে গেলে অবাক হবনা।

এইটা সরকারও জানে। এই জন্য ফেন্সিডিল সহ গ্রেফতার দেখানো হইছে। যাতে ছুটে গেলেও মাদক মামলায় জেলে রাখতে পারে।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

চাচু বলেছেন: দোষীর তালিকায় ৪ নম্বরে রানাকে রেখে ইনিয়ে বিনিয়ে না বলে গোয়া উদাম করে বললেই তো হয়


রানা যুবলীগের তাই সে নির্দোষ
রানা যুবলীগের তাই সে নির্দোষ
রানা যুবলীগের তাই সে নির্দোষ
রানা যুবলীগের তাই সে নির্দোষ


০১ লা মে, ২০১৩ দুপুর ২:১০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই দুএকটা ফালতু সন্ত্রাসী মায়নাস করলে BAL এর কিছু আসে যায় না

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রানা বিএনপি আমলে বিএনপি'র আশ্রয়ে জমি দখল করেছে, নিয়ম না মেনে ভবন নির্মাণ করেছে।

বর্তমানে আ.লীগের আশ্রয়ে নিজের অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে।

রাজনৈতিক পরিচয় না খুঁজে, সন্ত্রাসী রানার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।

০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৫২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
সন্ত্রাসী রানার একটা বিচার আফটারঅল হবেই, যেহেতু ধরেছে

১০| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:১৩

আখাউরা পূলা বলেছেন: আমি আপনার সাথে সপূর্ণ একমত হলাম...

০২ রা মে, ২০১৩ বিকাল ৫:১৬

কালবৈশাখীর ঝড় বলেছেন: ।- ধন্যবাদ

ছবি উল্টা ...কেন?

১১| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৩২

লেজ কাটা শেয়াল বলেছেন: রানা দেশপ্রেমিক!

০২ রা মে, ২০১৩ রাত ১২:৩১

কালবৈশাখীর ঝড় বলেছেন: X(( ..?

১২| ১৮ ই মে, ২০১৩ সকাল ৯:৩০

ভবগুরে ছেলেটা বলেছেন: নেক তথ্যবহুল লিখার জন্য ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৩ রাত ২:৩২

কালবৈশাখীর ঝড় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.