নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাফিজুর রহমান গাজী

Funny

মোঃ হাফিজুর রহমান গাজী › বিস্তারিত পোস্টঃ

ঘুরি বাংলাদেশ

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

ঘুরি বাংলাদেশঃ

-------------------

অসাধারণ বংলাদেশ কে ঘুরে দেখার ইচ্ছা থেকেই জন্ম “ঘুরি বাংলাদেশ” এর। ঘুরি বাংলাদেশ এর মুল উদ্দেশ্য দেশ কে ঘুরে দেখা আর বাংলার সৌন্দর্য কে বাঁচিয়ে রাখা।



২০১০ এর নভেম্বর এ ১১ জন ভ্রমনপ্রেমীর কেওক্রাডং অভিযান দিয়ে ঘুরি বাংলাদেশ ক্লাবের যাত্রা শুরু। এর আগে একই বছরের ফেব্রুয়ারী মাসে কক্সবাজার ও সেন্ট মার্টিন ভ্রমন এ আমাদের পরিচয় হয় সেন্ট মার্টিন অধিবাসী গায়ক আব্দুর রশিদ ভাই এর সাথে। জন্ম সুত্রে বার্মিজ এই শিল্পীর লেখা, সুর করা ও গাওয়া অসাধারন গান "ও ভাই ঘুরি বাংলাদেশ" আমাদের মুগ্ধ করে, আর আমরা সিদ্ধান্ত নেই "ঘুরি বাংলাদেশ" নামে একটা ভ্রমন সংগঠন গড়ে তোলার। এর পর একে একে চলতে থাকে ঘুরি বাংলাদেশের ঘোরাঘুরি।



আসুন দেশ কে ঘুরে দেখি, প্রকৃতি কে পরিষ্কার রাখি, বাংলাদেশ এর সৌন্দর্য কে বাঁচিয়ে রাখি।



বিঃ দ্রঃ

--------

*** "ঘুরি বাংলাদেশ" কোন ট্যুর অপারেটর নয় এবং এর কর্মকাণ্ড কোন প্রকার ব্যবসায়িক উদ্দেশ্যে নয় ***







২০ ফেব্রুয়ারি একটি সুন্দর ট্যুর এর আয়োজন করার ছোট্ট প্রয়াস-





ট্যুরের উদ্দেশ্যঃ

-----------------

- বগালেক দেখা

- বাদুড় গুহা দেখা

- চিংড়ী ঝর্না দেখা

- কেউক্রাডং এ রাতে থাকা, সূর্যদয় ও সকালের দৃশ্য উপভোগ করা

- জাদিপাই ঝর্না দেখা

- বগালেকে বার বি কিউ





যাত্রার দিনঃ ২০ ফেব্রুয়ারী ২০১৩

---------------------------------------

(রাত) ১০.০০ : ঢাকা থেকে যাত্রা শুরুঃ (নন এসি বাস)



১ম দিনঃ ২১ ফেব্রুয়ারী ২০১৩

---------------------------------

(সকাল) ০৭.০০ : বান্দারবান পৌঁছানো, সকালের নাস্তা

(সকাল) ০৮.৩০ : চান্দের গাড়ী তে বগালেকের উদ্দেশ্যে রওনা

(দুপুর) ১২.০০ : বগালেক পৌঁছানো

(দুপুর) ০১.০০ : বাদুড় গুহার উদ্দেশ্যে ট্রেকিং শুরু

(দুপুর) ০২.৩০ : বাদুড় গুহাতে পৌঁছানো

(বিকাল) ০৪.০০ : বাদুড় গুহা থেকে বগালেকের উদ্দেশ্যে রওনা

(সন্ধ্যা) ০৬.০০ : বগালেক পৌঁছানো

: (রাতে বগালেকে অবস্থান করা)



২য় দিনঃ ২২ ফেব্রুয়ারী ২০১৩

----------------------------------

(সকাল) ০৭.০০ : নাস্তা

(সকাল) ০৮.০০ : কেউক্রাডং এর উদ্দেশ্যে ট্রেকিং শুরু

(বেলা) ১১.০০ : কেউক্রাডং পৌঁছানো

(দুপুর) ১২.০০ : জাদিপাই ঝর্নার উদ্দেশ্যে ট্রেকিং শুরু

(দুপুর) ০২.০০ : জাদিপাই ঝর্নাতে পৌঁছানো

(বিকাল) ০৪.০০ : জাদিপাই থেকে কেউক্রাডং এর উদ্দেশ্যে রওনা

(সন্ধ্যা) ০৬.৩০ : কেউক্রাডং পৌঁছানো

: (রাতে কেউক্রাডং অবস্থান করা)



৩য় দিনঃ ২৩ ফেব্রুয়ারী ২০১৩

-----------------------------------

(ভোর) ০৫.০০ : কেউক্রাডং থেকে সূর্যদয় ও সকালের দৃশ্য উপভোগ করা

(সকাল) ০৭.০০ : নাস্তা

(সকাল) ০৯.০০ : বগালেকের উদ্দেশ্যে ট্রেকিং শুরু

(দুপুর) ০১.০০ : বগালেক পৌঁছানো

(রাত) ১০.০০ : বার বি কিউ

: (রাতে বগালেকে অবস্থান করা)



৪র্থ দিনঃ ২৪ ফেব্রুয়ারী ২০১৩

----------------------------------

বান্দারবান - চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা (নন এসি বাস)







যা যা অবশ্যই নিতে হবেঃ

০১ - কাঁধে ঝুলানো ব্যাগ (HAVERSACK/BACKPACK)

০২ - কেডস/স্যান্ডেল (অবশ্যই ভালো GRIP থাকতে হবে), সাথে কমপক্ষে ২ জোড়া মোজা

০৩ - ট্রাউজার, থ্রি-কোয়ার্টার প্যান্ট, টি-শার্ট, সুয়েটার/জ্যাকেট

০৪ - গামছা (তোয়ালে নয়)

০৫ - টর্চ (সাথে কমপক্ষে ২ জোড়া অতিরিক্ত ব্যাটারি)

০৬ - ক্যাপ

০৭ - স্যালাইন (৫ প্যাকেট), গ্লুকোজ (ছোট ১ প্যাক),

০৮ - বিস্কুট, খেজুর/আমসত্ত, চকলেট, অন্যান্য শুকনা খাবার

০৯ - টুথ ব্রাশ, পেস্ট, মিনি প্যাক শ্যাম্পু, ছোট সাবান

১০ - পলিথিন ব্যাগ (ভিজা কাপড় রাখার জন্য/অন্যান্য কাজে)



ঔষধঃ

০১ - পেইন কিলার (নাপা/প্যারাসিটামল/এইস-প্লাস)

০২ - অডোমস (ছোট ১ টিউব)

০৩ - ফ্লাজিল/মেট্রোজিল (১ পাতা)

০৪ - ব্যান্ড এইড, ব্যান্ডেজ

০৫ - স্যাভলন/ডেটল/এন্টিসেপ্টিক ক্রিম



অন্যান্যঃ (না নিলেও চলবে)

০১ - মোবাইল (সাথে চার্জার)

০২ - ক্যামেরা (সাথে অতিরিক্ত ব্যাটারি)

০৩ - মশার কয়েল ও ম্যাচ

০৪ - ছোট ছুরি

০৫ - সানগ্লাস





আনুমানিক খরচঃ

জন প্রতি ৪৫০০ টাকা +/-





আগ্রহী ভাই/বোন যোগাযোগ করতে পারেন।



মোঃ হাফিজুর রহমান গাজী

ম্যানেজার

ঘুরি বাংলাদেশ

০১৯২৩৬৩৮১৯৫



আমাদের ফেসবুক ফ্যান পেজ -

https://www.facebook.com/groups/ghuri.bd/

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

অজানাবন্ধু বলেছেন: কিছু তথ্য জানাবেন কি?

১। ৪৫০০ টাকায় কি থাকা, খাওয়া, পরিবহন ইত্যাদি সকল খরচ অর্ন্তভুক্ত?

২। ২১ ও ২২ দুই দিন অফিস বন্ধ এখন ২৩ তারিখে ছুটি নিয়ে ২৪ তারিখে অফিস করা যাবে কিনা।

৩। পাচঁ ওয়াক্ত নামাজ সময় মত পড়া যাবে কিনা?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মোঃ হাফিজুর রহমান গাজী বলেছেন: লেখক বলেছেন: ভাই, ৪৫০০ টাকায় থাকা,খাওয়া, পরিবহন সকল খরচ অন্তর্ভুক্ত। কিন্তু আপনার নিজের খরচ যেমনঃ ধূমপান, চা, পানি, স্যালাইন, ইত্যাদি টুকটাক খরচ নিজেকেই বহন করতে হবে।

২৪ তারিখ ৯৯% ধারনা অফিস করতে পারবেন না। তার পরও আমি আপনাকে এটা ১৫ ফেব্রুয়ারি জানাতে পারব।

আপনার ৩ নং প্রশ্ন টা বুঝি নাই, লেখা হিজিবিজি আসছে।

ধন্যবাদ

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

এন ইউ এমিল বলেছেন: ঘুরার খুব ইচ্ছা বাট সময় সুযোগ হয় না,

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মোঃ হাফিজুর রহমান গাজী বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হয় :)

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.