নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ বলেছে যাবো যাবো

সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।

চতুষ্কোণ

সময়ে সময়ে নীরবতা, কথার চেয়েও বড় কিছুর সুযোগ করে দেয়।

চতুষ্কোণ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন আহমেদ রাকিব !:#P !:#P

২৩ শে মে, ২০১০ রাত ১২:২৭

রাকিবের সাথে পরত্থম দেখা এক্লগে একই বিল্ডিংয়ে ওরা চার্তালায় আম্রা দুতালায় উঠার্পর। তখনও স্কুলে ভর্তি হই নাই। দুইদিন বাদেই দেখি ও বই খাতা নিয়া বান্দরের মতো নাচ্তে নাচ্তে স্কুলে যায় আর আমারে দেক্লেই গা জ্বালানি হাসি মারে। আমি মনে মনে কই খাড়াও আগে ভর্তি লই তার্পর তুমার হাসি ছুটামু।



পর্দিন আমিও বাপের্হাত ধই্রা স্কুলে গেলাম। যদিও যাওয়ার্কুনু ইচ্চাই আচ্লিনা। বান্দর্টারে শায়েস্তা খাণের চেহারা মুব্রার্ক দেখানির্লিগাই যাওয়া। :D স্কুলে ঢুকার্লগে লগে বান্দর্টার আবার সেই গা জ্বালানি হাসি। ইচ্চাকর্ল নাকসি'টায় ঘুষি দিয়া ওর থোতা মুখটা ভুতা কই্রা দেই। লেকিন ম্যাডাম্রে (কামরুন নাহার আপা, উনার রিকশার টায়ার ফাটানোর রেকর্ড আচে) দেইখা সাহস হৈলনা :|। ম্যাডাম কৈল, সিটে বসো। আর্কিআশ্চর্য! রাকু সই্রাগিয়া আমারে জায়গা কই্রাদিল। সেই থিকা আম্রা দুস্ত। নেংটাকালের্দুস্ত না হইলেও হাফপ্যান্ট কালের্দোস্ত তো কওনই যায়।:)



আমার এই দোস্তের আবার হড়বড় কই্রা কথা কওনের অভ্যাস আছে। মুলতঃ আমাদের আড্ডা সেই জমায়া রাখে। চাপাবাজ হৈলে যা হয় আর্কি। ;) তো এইবারের থার্টিফার্স্ট নাইটে মুখ পুস্তিকায় (face book) সে লেক্ল, ২০০৯ আমার সবচেয়ে কম কথা বলার বচ্ছর। ইদানিং আর কুনু কথাই বলতে ইচ্চা করে না। কিচুই বলতে ইচ্চা করে না।



আম্রার আরেক বন্ধু তায়েফ তার জবাব দিছিল, কুনু কথা না বইলাই যে হারে মাথার পোক নামাইছ, কথা বলতে ইচ্চা করলে না জানি কি হৈত! তুমার্যেন আর কুনুদিনই কিছু বলতে ইচ্চা না করে। :P



কলোনীর খেলা ধুলাতেও রাকিবের ছিল ঐতিহাসিক ভূমিকা। ডান্ডা-গুল্লি থিকা শুরু কই্রা তাস খেলার নামে বিল্ডিং এর কুনায় কুনায় টান্কিবাজি, ;) বৌচি খেলার বৌ হইতে ফুটবল খেলার লাইন্সম্নে সব জায়গাতেই তার ছিল উজ্জ্বল পারপর্মেন্স। B-)



তো আমার এই হাফপ্যান্ট কালের বন্ধুটাই ২৭ বসন্ত পার কৈরা দিল, মাগর এখনো কুনু কোকিলার সুমিষ্ট ডাক শুন্তে পাইলো না। :| চ্রমাপ্সুস!! আসেন আম্রা তার এই শুভ দিনে একটা বদ্দোয়া দেই, আগামি জন্মদিনে যেন তারে আর কাউয়ার্ডাক শুনিয়া কাটাইতে না হয়, কুনু কোকিলা সুমিষ্ট স্বরে ডাকিয়া তাহার্ঘুম ভাঙাক, কুহু.. কুহুহুহুহুহুহু.....রবে...

সবাই বলেন, আমিন। :D











শুভ জন্মদিন

রাকিব









মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩০

রাজসোহান বলেছেন: পুত্তুম শুভেচ্ছা B-)

২৪ শে মে, ২০১০ রাত ২:০৬

চতুষ্কোণ বলেছেন: পুত্তুম ধইন্যা

২| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভ জন্মদিন রাকিব....

২৪ শে মে, ২০১০ রাত ২:০৭

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন রাকিব

৩| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩৩

হেমায়েতপুরী বলেছেন: শুভ জন্মদিন আহমেদ রাকিব

২৪ শে মে, ২০১০ রাত ২:০৮

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন

৪| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩৪

শিরীষ বলেছেন: হেপি বাড্ডে গল্পকার -ছবিকার :)

২৪ শে মে, ২০১০ রাত ২:০৯

চতুষ্কোণ বলেছেন: হেপি বাড্ডে গল্পকার- ক্যামরাম্যান

৫| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৩৫

বাবুনি সুপ্তি বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া :)

২৪ শে মে, ২০১০ রাত ২:১০

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন :)

৬| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৪১

মেহেরুবা বলেছেন: শুভ জন্মদিন রাকিব ভাইয়া...
চতুষ্কোণ ভাইয়ার কথামত একটা কেক উইথ কোকিলা হাজির করলাম:D

২৪ শে মে, ২০১০ রাত ২:০২

চতুষ্কোণ বলেছেন: কেকটা বড়ই সৌন্দর্য হৈছে :D

৭| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৪১

শ।মসীর বলেছেন: ভালা পুলা, কথা কইলে শুনে, তয় অল্পতেই চেইটা যাই, চান্স পাইলে আমার গুস্ঠী উদ্ধার কইরা ফালায় ......।

শুভ জন্মদিন- শুভ কামনা প্রতিদিন । ।

২৪ শে মে, ২০১০ রাত ২:১১

চতুষ্কোণ বলেছেন: হ, পুলাডা অল্পেই চেইটা যায়, লেকিন ভালো পুলা :)

৮| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৪৪

তায়েফ আহমাদ বলেছেন: থার্টিফার্ষ্ট নাইটে আমি এইরকম হৃদয়হীন কথা কৈছিলাম নাকি!
ঠিক হয় নাই!:(:(:(

২৩ শে মে, ২০১০ রাত ১২:৪৯

চতুষ্কোণ বলেছেন: এফবি তে বলছিলা। খেয়াল কৈরা:)

২৩ শে মে, ২০১০ রাত ১:০৭

চতুষ্কোণ বলেছেন: তুমি মিঞা সত্যই বেরসিক আচো। কোথায় জন্মদিনের শুভেচ্চা দিবা তা না মুখ গোমড়া কৈরা বইসা রইছো। :|

৯| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৫৪

সুরঞ্জনা বলেছেন: শুভজন্মদিন রাকিব।

২৪ শে মে, ২০১০ রাত ২:২০

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন রাকিব

১০| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৫৫

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: শুভ জন্মদিন
রাকিব

২৪ শে মে, ২০১০ সকাল ১০:৫৫

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন

১১| ২৩ শে মে, ২০১০ রাত ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: জন্মদিনের পোস্ট অতি উপাদেয় হয়েছে :#) শুভ জন্মদিন রাকিবরে! কিন্তু হে গ্যালো কই?

২৩ শে মে, ২০১০ সকাল ১১:৪৫

চতুষ্কোণ বলেছেন: বার্থডে বয় কৈ গ্যালো! :|

১২| ২৩ শে মে, ২০১০ রাত ১:০৭

সমুদ্র কন্যা বলেছেন: শুভ জন্মদিন রাকিব।

এইবার কোন কোকিলার সুমিষ্ট কন্ঠে কুহু কুহু গান শুনতে পান এই কামনা করছি;)

২৪ শে মে, ২০১০ সকাল ১১:০৫

চতুষ্কোণ বলেছেন: ;);)

১৩| ২৩ শে মে, ২০১০ সকাল ১১:১৯

ঘাসফুল বলেছেন: শুভ জন্মদিন রাকিব... :)

অটঃ প্রোফাইল পিক্টা চমৎকার হৈছে...

২৩ শে মে, ২০১০ সকাল ১১:২৫

চতুষ্কোণ বলেছেন: থ্যাংকস! :)

১৪| ২৩ শে মে, ২০১০ সকাল ১১:২২

নীল-দর্পণ বলেছেন: শুভ জন্মদিন রাকিব ভাইয়া :)

২৪ শে মে, ২০১০ সকাল ১১:১৩

চতুষ্কোণ বলেছেন: শুভজন্মদিন ভাইয়া :)

১৫| ২৩ শে মে, ২০১০ দুপুর ১২:২৭

অজন্তা তাজরীন বলেছেন: শুভ জন্মদিন

২৪ শে মে, ২০১০ সকাল ১১:২৮

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন

১৬| ২৩ শে মে, ২০১০ দুপুর ১:২৩

জেরী বলেছেন: শুভ জন্মদিন রাকিব :)

২৪ শে মে, ২০১০ সকাল ১১:৩৭

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন রাকিব :)

১৭| ২৩ শে মে, ২০১০ দুপুর ২:১৬

মোহাম্মদ লোমান বলেছেন:
লেখাটা সুন্দর হৈছে। শুভ জন্মদিন এবং আমীন।। ;)

২৪ শে মে, ২০১০ সকাল ১১:৩৮

চতুষ্কোণ বলেছেন: সুম্মামিন ;)

১৮| ২৩ শে মে, ২০১০ দুপুর ২:৩৮

ভাঙ্গন বলেছেন: আবারও জন্মদিনের শুভেচ্ছা রাকিবকে।

(অট: খাইছে, আমার পরিকল্পনা নস্যাৎ করে দেবার জন্য আপনারে মাইলাস! ঘাসফুল জুনিয়র কিউটিটারে আমি নিতে চাইছিলাম।:( )

২৪ শে মে, ২০১০ সকাল ১১:৩৯

চতুষ্কোণ বলেছেন: ভাগ্যিস! আগেই নিয়া ফেলছি :)

১৯| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪১

আহমেদ রাকিব বলেছেন: জনি, মাঝ রাতে অফিস থেইকা এত কষ্ট কইরা আইসা এই পোষ্ট দেয়ার জন্য তোরে অনেক ধইন্যা। :)

রাজসোহান, মনসুর, হেমায়েতপুরী, শিরীষ, সুপ্তি, মেহরুবা---অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। :)

২৭ শে মে, ২০১০ সকাল ১০:২৯

চতুষ্কোণ বলেছেন: উত্তর দেয়ার্লিগা আপ্নেরেও ধইন্যা

২০| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪২

আহমেদ রাকিব বলেছেন: শামসীর ভাই, তায়েফ, সুরঞ্জনা, হ্যামিলনের বাশিওয়ালা -- অনেক অনেক ধন্যবাদ।

হামা---- এইযে আমি। :) আপনাকেও অনেক ধন্যবাদ।

২১| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

আহমেদ রাকিব বলেছেন: সমুদ্র কন্যা, ঘাসফুল, নীলু, অজন্তা, জেরী-- অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।

২২| ২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

আহমেদ রাকিব বলেছেন: লোমান ভাই আর রুকু, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও। :)

২৩| ২৩ শে মে, ২০১০ রাত ৯:৪৬

বড় বিলাই বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল রাকিবের জন্য।

২৭ শে মে, ২০১০ সকাল ১০:২৮

চতুষ্কোণ বলেছেন: গিফটুডা পছন্দ হৈছে। মাইরা দিমু কিনা বুঝতাছি না :D

২৪| ২৩ শে মে, ২০১০ রাত ৯:৫৭

আহমেদ রাকিব বলেছেন: বিলাপুকে অনেক ধন্যবাদ। :)

২৩ শে মে, ২০১০ রাত ১১:৫৩

চতুষ্কোণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।:)

২৫| ২৪ শে মে, ২০১০ রাত ১:১৬

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: বন্ধু রে ...আগে দেহি নাই, অহন দেক্লাম ...
হ্যাফী বাড্ডে ...

২৭ শে মে, ২০১০ সকাল ১০:৩৮

চতুষ্কোণ বলেছেন: হ্যাফী বাড্ডে ...

২৬| ২৯ শে মে, ২০১০ দুপুর ২:৪৫

প্রতীক্ষা বলেছেন: আর কত শুভেচ্ছা ! /:) :P

২৯ শে মে, ২০১০ বিকাল ৪:২০

চতুষ্কোণ বলেছেন: তোমার জিবলায় কামড় দেয়ার অভ্যাস আজো গেলো না :P

কৈছিলা এতদিন। দেখি নাই!

২৭| ০৫ ই জুন, ২০১০ রাত ১২:৩১

অগ্নিলা বলেছেন: হায় হায়!!! রাকু তুই নি এই কাম করস? আর আমারে কস আমি বেশি কথা কই? :P :P :P :P :P

কলোনীর খেলা ধুলাতেও রাকিবের ছিল ঐতিহাসিক ভূমিকা। ডান্ডা-গুল্লি থিকা শুরু কই্রা তাস খেলার নামে বিল্ডিং এর কুনায় কুনায় টান্কিবাজি, ;) বৌচি খেলার বৌ হইতে ফুটবল খেলার লাইন্সম্নে সব জায়গাতেই তার ছিল উজ্জ্বল পারপর্মেন্স। B-)
পোষ্টটা আমার বিয়াপক পছন্দ হইসে!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আমি একবার বার্থ ডে উইশ করসি, সেই বাবদ কেক ও পাই নাই (এই জন্যই সে ছোট মানুষের মনও ছোটই হয়) তাই আর করতাম না।

নানা, তুমি কি কর? রাকু তোমারে শাসায় আর তুমি চাইয়া চাইয়া দেখ? ধইরা তুইলা আছাড় মারবা, না পাড়লে আমারে খালি একটা ডাক দিবা :-< ওরে আছাড় মারা একটা কাম হইল নি?

২৮| ০৫ ই জুন, ২০১০ বিকাল ৩:২২

চতুষ্কোণ বলেছেন: @ অগ্নিলা , :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.