![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখবো বুঝে উঠতে পারছি না। সামু'তে অনেক বাঘা বাঘা ব্লগার আছেন। অনেক জনপ্রিয় ব্লগারও আছেন। কিন্তু ইমন ভাইয়ের মত নির্ভেজাল, নিরপেক্ষ, প্রচারবিমুখ আর কেউ ছিলেন বলে আমার মনে হয়না। কি পরিমাণে নিরলস আর জ্ঞানস্পৃহা থাকলে একটা মানুষ একের পর এক টপক্লাস পোস্ট পাবলিশ করে যেতে পারে, তা কারো পক্ষে আন্দাজ করাও কষ্টকর। দিনরাত পড়াশুনা নিয়ে পড়ে থাকতেন। কোন ক্যাচাল পোস্টে গিয়ে জ্ঞান ফলানোর মত কাজ কখনোই করতে দেখিনি ওনাকে।
২০০৭ সালে আমার একবার সৌভাগ্য হয়েছিল ইমন ভাইয়ের বাসায় যাওয়ার, অনেকটা দৈবক্রমেই। একই বিল্ডিং এ থাকতাম। মাঝে মাঝেই লিফটে নামার সময় ওনার ফ্লোরে লিফট থামলে দেখতাম কানে হেডফোন গুঁজে লম্বা করিডোর ধরে পায়চারী করছেন আপন মনে। আমি তখন সবে এইচএসসি পাশ করেছি। উনি ব্ল্যাকের লিরিসিস্ট জেনে আর একই বিল্ডিং এ থাকি বলে দেখা করার লোভ সামলাতে পারিনি। কিন্তু প্রথম দেখায় বিশ্বাসই হচ্ছিলো না ব্ল্যাকের মত একটা অল্টারনেটিভ ব্যান্ডের লিরিক্স যে মানুষটা লিখে সে মানুষটার বয়স এরকম হতে পারে। কথা বলে বুঝতে পারলাম, মানুষটার বয়স তার দেহে হালকা আঁচড় ফেলতে পারলেও মনের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনাই। আমার বাঁশী বাজানোর অভ্যাস আছে শুনে আমাকে জুবায়ের ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিলেন (উনি আরেক জুবায়ের, ইমন ভাইয়ের বন্ধু। স্বপ্নচূড়া ১,২,৩ এলবামে পূর্ব-পশ্চিম ব্যান্ডের যে ইনস্ট্রুমেন্টাল ট্র্যাকগুলো আছে, সেগুলোতে বাঁশী বাজিয়েছেন। এছাড়া ব্ল্যাকের যেসব গানে বাঁশীর কাজ আছে, সবই ওনার)। লেখা এলোমেলো হয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম, আমি তখন একেবারে বাচ্চা ছেলে। ইমন ভাই এতবড় মাপের ব্লগার জানা তো দুরের কথা, ব্লগ কাকে বলে সেই সম্পর্কেই আমার কোন ধারণা ছিল না তখন। কিন্তু তার রুমে আমি বইয়ের যে স্তূপ দেখেছি, এরকম বই সম্ভবত নীলক্ষেতের কোন পুরনো বইয়ের দোকানেও দেখা যাবেনা। মনে মনে তখন ভেবেছি এই লোক কি আসলেই এত বই পড়ে নাকি কেউ বাসায় আসলে তাকে চমকায় দেওয়ার জন্য এই বুদ্ধি। বলা তো যায় না, ক্রিয়েটিভ মানুষ। অনেকরকমের বাতিকই থাকতে পারে। পরে যখন ২০১০-১১ এর দিকে ব্লগে ঢুকে ওনার খোঁজ পেলাম তখন বুঝলাম আমার ধারণা কি পরিমাণে ভুল ছিল। ততদিনে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে সিলেট চলে এসেছি। পরে বাসাও চেঞ্জ করলাম শান্তিনগর থেকে। ইমন ভাইয়ের সাথে খুব একটা দেখা হয়নাই। যে ১-২বার দেখা হয়েছে, ভয়ে কথা আটকে গেছে মুখে। এতকিছু জানা একটা মানুষের সাথে কথা বলার সাহস হয়ে উঠেনি। যদিও ভালভাবেই জানতাম উনি কতটা সোজা-সাপ্টা সহজ মানুষ, তারপরও সাহস জুগিয়ে উঠতে পারতাম না কেন জানি।
ওনার মত একজন ব্লগারের চলে যাওয়ার ক্ষতি আসলেই বাংলা ব্লগ কখনোই কাটিয়ে উঠতে পারবে না। যা আমরা পারবো, উনি যে সম্মানটুকু ডীজার্ভ করেন আমাদের কাছে, তা প্রদর্শন করা। জানি আগামী কয়দিন সামু'র ব্যানার পাল্টাবে। এটা সামু'র অফিশিয়াল সম্মাননা প্রদর্শন। আরেকটা অনুরোধ আমি জানাবো সামু'র প্রতি। ওনার ১৫০০ পোস্ট সংকলন করা কোন ব্লগারের পক্ষে প্রায় অসম্ভব একটা কাজ। সামু'র পক্ষ থেকে কি এই পোস্টগুলো বিষয়ভিত্তিকভাবে ভাগ করে পিডিএফ আকারে সংকলন করা যায় না? তাহলে নতুন ব্লগার/অতিথিদের সাথে সহজেই শেয়ার করা যায় ইমন ভাইয়ের লেখাগুলো।
আমরা নিজেরাও কি পারিনা নিজেদের ব্যক্তিগত সম্মানটা প্রদর্শন করতে, ওনাকে উৎসর্গ করে আমাদের ফেবু প্রোপিক/কভারে জায়গা দিয়ে। ইমন জুবায়ের ভাইয়ের কথা ব্লগের বাইরে খুব কম মানুষই জানে। ওনার মত একজন পরিশ্রমী লেখকের কথা কি আমরা ছড়িয়ে দিতে পারিনা আমাদের ফ্রেন্ডলিস্টের সবার সাথে? আমার ফেবু/ ব্লগের প্রোফাইল, কভারে আমি এরই মধ্যে উপরের ছবি দুইটা যোগ করে দিয়েছি। ব্লগার টিপু মারা যাওয়ার পর আমরা দেখেছি কিভাবে সামু'র সব ব্লগার একসাথে ডিসপ্লে পিক টিপুর প্রতি উৎসর্গ করেছিল। ইমন ভাইয়ের এ সম্মানটুকু অবশ্যই প্রাপ্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
joos বলেছেন: ব্লগার অণৃণ্য এর পোস্টটা দেখে মন আবারও খারাপ হয়ে গেল। চামেলীবাগ মসজিদে প্রতিদিন জুম্মার নামাজ পড়তে গিয়ে এই খাটিয়াটা দেখতাম। ভাবতাম কত জনের শেষ যাত্রার বাহন হয়েছে এই খাটিয়া। কিন্তু ইমন ভাইকে যে এই খাটিয়ায় করে শেষ যাত্রা শুরু করতে হবে ঘুণাক্ষরেও কল্পনা করিনি কখনো।
ইমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল একবারই, কমেন্ট চালাচালিও খুব বেশি একটা হয়নি। কিন্তু মনের ভিতর ওনার যে জায়গাটা দখল করেছিলেন তিনি তা আর কখনো কেউ পূরণ করতে পারবে না বাংলা ব্লগোস্ফিয়ারের আর কেউ।
সময় কাটানোর মত কিছু না পেলে আনমনে সামু'র URL এর শেষে benqt60 লিখে ঢুকে পড়তাম ওনার ব্লগে পুরনো পোস্টগুলো পড়ার জন্য কিংবা নতুন কোন লেখা চোখ এড়িয়ে গেছে কিনা দেখার জন্য।
কিন্তু হায়, এই গুণী মানুষটা আমাদের জন্য আর কিছু লিখবে না।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
লোনলিফাইটার বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
joos বলেছেন:
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল পোস্ট, কিন্তু মন খারাপ করে দিয়ে গেল।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
joos বলেছেন: আসলেই মন খারাপ করার মত ব্যাপার।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭
ডি মুন বলেছেন: ইমন ভাইকে মনে পড়ে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
এম.ডি জামান বলেছেন: khub sundorvabe apnar onuvutigulo prokash korechen.Unar atmar shanti kamona korchi.