![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোতলজাত পানির কোম্পানিগুলো বাজারে ছোট বোতলের সরবরাহ কমিয়ে দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চাহিদা মতো বোতলজাত পানি সরবরাহ না করাতে হঠাৎ করে বেড়ে গেছে প্রতিটি ব্রান্ডের বোতলজাত পানির দাম। বিগত প্রায় ১০/১২ দিন ধরে সব কোম্পানির বোতলজাত পানির দাম বাড়ানো হয়েছে। আগে মেঘনা গ্রুপের ২ লিটারের প্রতি কার্টনের (৬ বোতল পানি) দাম ছিল ছিল ১১৫ টাকা। এখন তা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। একইভাবে ৯৬ টাকার আধা লিটারের কার্টন (১২ বোতল) এখন ১৩০ টাকা, ৯৬ টাকার দেড় লিটারের কার্টন (৬ বোতল) ১২০ টাকা এবং ১৮০ টাকার ৫ লিটারের কার্টন (৪ বোতল) ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আগে আধা লিটার মাম পানির কার্টনের দাম ছিল ২১০ টাকা (২৪ বোতল)। বর্তমানে তা ২৬৬ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১৮০ টাকার দেড় লিটারের কার্টন (১২ বোতল) এখন ২২৫ টাকায় এবং ৫ লিটারের ২০০ টাকার কার্টন (৪ বোতল) এখন ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আর
খুচরা পর্যায়ে ফ্রেশ পানির আধা লিটারের ১০ ও ১২ টাকার বোতল ১৫ টাকায়, দেড় লিটারের ২৫ টাকার বোতল ৩০ টাকায় এবং ২ লিটারের ২৫ টাকার বোতল ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মাম কোম্পানির ১২ টাকার আধা লিটারের বোতল ১৫ টাকায়, ২০ টাকার দেড় লিটারের বোতল ২৫ টাকায় এবং ৬০ টাকার ৫ লিটারের বোতল এখন ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
বোতলজাত পানির দাম বাড়ানোর ব্যাপারে পারটেক্স গ্রুপের মালিকানাধীন মাম ব্র্যান্ডের কর্তৃপক্ষ জানান প্যাকেজিং খরচ বেড়ে যাওয়ায় পানির দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া জ্বালানির দাম বেড়ে যাওয়ায়ও তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তা ছাড়া বোতলজাত পানির ওপর সরকার ট্যাক্স বসানোর কারণে উত্পাদক কোম্পানিগুলো দাম বাড়িয়েছে।
বোতলজাত পানির দাম বেড়ে যাওয়ায় বিক্রি অনেক কমেছে। লোকজন এখন বোতলের পানি না খেয়ে এক টাকা দিয়ে জারের পানি কিনে খাচ্ছেন। আর বোতলজাত পানির দাম বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে। আগে আধা লিটারের এক বোতল পানি বিক্রি করে ৪ টাকা লাভ থাকত। এখন দাম বেড়ে যাওয়ায় মাত্র আড়াই টাকা লাভ থাকছে। তা ছাড়া শীতকালে বোতলজাত পানি কম চলে। এর মধ্যে কোম্পানি দাম বাড়িয়ে দেয়ায় বিক্রি অনেক কমে গেছে। ফ্রেশ পানির এক পরিবেশক জানান আগে দৈনিক তিনি ২০০ থেকে ৩০০ কার্টন পানি বিক্রি করতেন। এখন মাত্র ১০ থেকে ১৫ কার্টন বিক্রি হচ্ছে। তিনি বলেন, প্রতি কার্টনে পানিতে তারা ১০ টাকা কমিশন পেতেন। এর মধ্যে ৪ টাকা লেবার খরচ হতো। সব মিলে কার্টনে ৪ টাকা লাভ থাকত। তার প্রশ্ন— পানি তো আর আমদানি করে আনতে হয় না। তাহলে কোন যুক্তিতে দাম বাড়ানো হলো? এই প্রশ্ন আমাদেরও। এই আক্রার বাজারে ১৫ টাকার হাফ লিটার দুটি পানির দাম এখন হাফ লিটার দুধের সমান হয়ে গেছে।
তা হলে আমরা কি পানি ছেড়ে দুধ পানে মনোনিবেশ করবো? তৃষ্ঞা নিবারন সাথে পুষ্টি বোনাস !!
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪২
জারনো বলেছেন:
প্যাকেটজাত দুধে কী থাকে? আমরাতো জানি দুধই প্যাকেটজাত হয়!
সব কিছুতে এতো সন্ধেহ থাকলেতো সরাসারি গুরুর বানে ঢু মারতে হবে কী বলেন ?
এমন হলে কেমন হতো ?
২| ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:৪৩
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ঘুমন্ত আমি বলেছেন: পানি ছেড়ে প্যাকেটজাত দুধ খাওয়াই তো ভালো তবে তাতে যদিও দুধ থাকে না ।
ঠিক বলেছেন
০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:১১
জারনো বলেছেন:
ঘুমন্ত আমি না হয় সরাসরি গরুর বানে ঢু মারবেন, আপনিও কী তার পদাঙ্ক অনুসরণ করবেন?
স্বাদ ও টাটকা পাবেন, আর পুষ্টিও হবে।
৩| ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৩
মামুণ বলেছেন: কি জমানা আইলো পানিও কিইন্যা খাইতে হয়।
০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৫
জারনো বলেছেন:
বিশুদ্ধ পানির অপর নাম জীবন! সুতরাং জীবন বাঁচায় যে পানি তাকে কিনে খেতে এমন অনিহা কেন? মরুভূমিতে বুঝা যায় পানির কদর। আমাদের এখানে অযাচিত ভাবে পানি পাচ্ছেন বলেই এমন বলতে পারলেন। তবে এমন একদিন আসবে যখন তেল কিংবা গ্যাস নয় যুদ্ধ হবে পানির মালিকানা নিয়ে। আলামত শুরু হয়ে গেছে। মমতা এখনই পানি দিতে চাচ্ছেনা।
দেখতে পারেণ এখানেঃ
তেল বা গ্যাস নয়, আগামীতে যুদ্ধ হবে পানি নিয়ে
Click This Link
৪| ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:০০
আমি অতি সাধারণ বলেছেন: যত কথাই বলেন। পানির স্বাদ দুধে মিটানো সম্ভব না । তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে পানির মালিকানা নিয়ে। চারিদিকে এখনই অনেক আলামত দেখা যাচ্ছে !
০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৯
জারনো বলেছেন:
সাধারণভাবে কথাটাতো বলেই দিলেন যে পানির স্বাদ দুধে মিটেনা। তবে এ কথাও তো শুনেছেন যে দুধের স্বাদ ঘোলে মিটে। তেমনি বান্দবীর উষ্ঞ সহচার্য পাবেন রোবটের মাঝে।
কী আর করবেন বলেন, সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে ব্যার্থ হলেই মানুষ বিকল্প পথে তার স্বাধ মিটাতে চায়। তবে এ কথা সত্যি যে আগামীতে তেল বা গ্যাস নয় যুদ্ধ হবে পানি নিয়ে।
Click This Link
৫| ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:৫২
চাটিকিয়াং রুমান বলেছেন:
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩
জারনো বলেছেন:
:-&
৬| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৭
ফয়সাল তূর্য বলেছেন: মাম তো আজকেও ১২ টাকা দিয়েই কিনলাম!!
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৪
জারনো বলেছেন:
সবাইতো আর আপনার মতো ভাগ্যবান নন যে আগের রেটেই পানি পান করতে পারছে !
হয়তো আগরে দামেই আপনাকে দিয়েছে, তবে অতিসত্বর বাড়তি দামে আপনাকেও কিনতে হবে।
ও ভালো কথা আপনি কোথা থেকে মাম পানিটি ক্রয় করছেন জানালে বুঝতে সুবিধা হতো।
৭| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: সেইদিক থেকে আমরা গাজীপুরবাসী ভাগ্যবান এখনো পানি কিনে খেতে হয় না। তবে কতদিন এ অবস্থা থাকে তাই হলো বিষয়।
কবে না যেন পানিযুদ্ধ শুরু হয়।
০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৭
জারনো বলেছেন:
গাজীপুর যেহেতু বাংলাদেশ নয় আর বাংলাদেশ যেহেতু বিশ্ব নয় তাই খুশি হবার বিশেষ কোন কারণ নাই। কারন মহৎ যারা তারা কোন এলাকা নিয়ে চিন্তিত নয়। তাদের ভাবনার বিষয়
দেশ কিংবা পৃথিবী নিয়ে। যা হোক তার পরেও আপনি ভাগ্যবান। তবে গাজীপুরেরই কেউ কেউ যে পানি ক্রয় করে পান করেন তা নিশ্চিত। ভাবনাটা তাদের
৮| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯
ফয়সাল তূর্য বলেছেন: উত্তরা।
০২ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:৩৩
জারনো বলেছেন:
উত্তরাতে তো ইফেক্ট হবার কথা !!
হয়ে যাবে দুঃশ্চিন্তার কোন কারণ
নাই। :-&
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:৪০
ঘুমন্ত আমি বলেছেন: পানি ছেড়ে প্যাকেটজাত দুধ খাওয়াই তো ভালো তবে তাতে যদিও দুধ থাকে না ।