নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন আমরা বাংলায় কথা বলি

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

জারনো

[email protected]

জারনো › বিস্তারিত পোস্টঃ

শুক্রবার জুম্মার নামাজের সময়ে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট কী জন স্বার্থে ?

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০৬



শুক্রবার জুম্মার নামাজের সময়ে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট কী জন স্বার্থে ? নাকি কিছু মানুষকে শুক্রবারের জুম্মার নামাজ পড়ায় নিরুৎসাহিত করছে গ্রামীণফোন? গ্রামীণফোন গণমানুষের ফোন না হয়ে নাম দিয়েছে হারামীর ফোন। সুতরাং যথা সম্ভব দূরে থাকুন।

বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হলেও জনসংখ্যার দিক দিযে মুসলিম ধর্মের লোক সংখ্যা ৮৩.৩%। আর মুসলিম প্রধান দেশ হিসেবে সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবারটি অন্যান্য দিনের তুলনায় বিশেষ তাৎপর্য বহন করে মুসলমানদের জন্য। কথায় বলে শুক্রবার দিনটি হলো গরীব মুসলমানদের হজ্বের দিন। এই দিনে যে সকল মুসলমান দৈনিক ৫ ওয়াক্ত নামাজ নাও পড়েন তারাও শুক্রবারের জুম্মার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। শিশু থেকে তরুন-যুবা বৃদ্ধ নির্বিশেষে অধিকাংশ মুসলমান হাজির হন মসজিদে নামাজ পড়ার জন্য। আর এর জন্য জুম্মার নামাজের আযান দেবার পর থেকেই প্রস্তুতি নিতে থাকেন। অথচ

প্রতি শুক্রবার জুম্মার নামাজের আজান প্রচারিত হবার সাথে সাথে অর্থাৎ ১২:৩০ মিনিট থেকে পর্যায় ক্রমে গ্রামীণফোন তাদের কল রেট সর্ব নিম্ন পর্যায়ে নিয়ে আসেন। ফলশ্রুতিতে কিছু সুবিধাবাদী মুসলমান মসজিদে আসার পরিবর্তে গ্রামীণফোনে কথা বলতে বেশী আগ্রহী হন। গ্রামীণফোন কোন এক বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য ১২:৩০ মিনিট থেকে দুপার ২;০০ মিনিন পর্যন্ত ১:৫০ পয়সা মিনিটের ট্যারিফ ০.৬০ পয়সা থেকে পর্যায়ক্রমে সর্বনিম্ন পর্যায় অর্থাৎ ০,২৫ পয়সায় নামিয়ে আনে। আর এই সুযোগটি ব্যবহার করার জন্য অনেকে শুক্রবারের নামাজকে পরিহার করে কথা বলার কাজে ব্যবহার করে। যার কারণে শুক্রবারের নামাজ পড়ায় নিরুৎসাহিত হযে পড়ছেন অনেকে। যদিও গ্রামীণফোন রাত ১২:৩০ মিনিট থেকে সকাল ০:৭টা পর্যন্ত এই সুযোগ দিয়ে যুবক যুবতীদের ঘুমের ব্যাঘাৎ ঘটিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। অনেকে হয়তো বলবেন যারা প্রকৃত নামাজী তারা এই লোভে পাঁ দিবেন না, এবং নামাজ ছেড়েও দিবেনা। এটা সত্যি তাবে আমি তাদের কথা বলছি না, বলছি তাদের কথা যারা বিনা পয়সার খিচুরির জন্য নামাজ ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করে না। শুক্রবার নামাজের পরে খিচুরি বিতরণের ব্যবস্থা থাকলে অনেকেই শুধু ফরজ ২ রাকাত নামাজ পড়েই লাইনে দাড়ান খিচুরির জন্য। অথচ ৪ রাকাত বাদাল জুম্মা পড়া ওয়াজিব।



গ্রামীণফোনের এই সর্ব নিম্ন কলরেটের ফাঁদে ফেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে তেমনি শুক্রবার মুসলমানদের জন্য একটি পবিত্র দিনে বিশেষ সময়ে সর্বনিম্ন কল রেটের সুযোগ দিয়ে ধর্মীয় উপাসনা থেকে বিরত রাখছে কতিপয় যুবক ও তরুনদের যাতে করে তারা নষ্ট করছে তাদের ধর্মীয় স্বাস্থ্য। যদি শুক্রবারের মতো পবিত্র দিনে গ্রামীনফোন সর্ব নিম্ন কল রেটের সুযোগ দিয়ে নেকী হাসেলের মহতী উদ্দ্যোগ নিতে চান তা হলে তারা শুকৃবারের জুম্মার নামাজ পড়ার শেষে অর্থৎ বিকাল ২:০০ থেকে ৫:০০ পর্যন্ত যে কোন সময়ে এক ঘন্টা এই শুযোগ দিতে পারে। তাতে করে তাদের উদ্দেশ্য সাধিত হবে এবং অন্য দিকে তরুন যুবাদের নামাজ পড়ায় বিঘ্ন না ঘটাবার জন্যও সওয়াব হাসিল করতে পারে। আর তখনই গ্রামীণ ফোন হবে আমার ফোন এবং সবাই এর কাছাকাছি থাকবে। তা না হলে গ্রামীণফোনকে সবাই বলবে হারামীর ফোন আর থাকতে বলবে দূরে।

মন্তব্য ৯৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১০

পাকাচুল বলেছেন: প্রতি শুক্রবার জুম্মার নামাজের আজান প্রচারিত হবার সাথে সাথে অর্থাৎ ১২:৩০ মিনিট থেকে পর্যায় ক্রমে গ্রামীণফোন তাদের কল রেট সর্ব নিম্ন পর্যায়ে নিয়ে আসেন। ফলশ্রুতিতে কিছু সুবিধাবাদী মুসলমান মসজিদে আসার পরিবর্তে গ্রামীণফোনে কথা বলতে বেশী আগ্রহী হন।


আপনার এই কথার সাথে আমি কোনো ভাবেই একমত নই। যে নামাজ পড়ার, সে নামাজের টাইমে ফ্রী কল পেলেও নামাজে যাবে। যে যাবে না, সে এমনিতেই যাবে না।


সবকিছুতে ধর্মকে টেনে আনাকে সমর্থন করি না।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৮

জারনো বলেছেন:
ভাইজান চুল পাকাইয়া ফেল্লেন অথচ আবেগ দিয়ে কথা বলেন। আমি বলছি কিছু সুবিধাবাদী মুসলমান যারা সুবিধা পেলে নামাজ ছেড়ে দিয়ে বিনা মূল্যের খিচুরী খাবারের জন্য লাইন ধরে। তা ছাড়া শয়তানের ধোঁকায় কে না পড়েছে বলেন? আর কোন কারনে শুক্রবার ঐ সময়টাকে বেছে নেয় গ্রামীণফোন ? আগে পড়ে দিলে ক্ষতি কী? যে নামাজ পড়বে সে পড়বেই এ কথা যেমন সত্যি তেমনি সারা সপ্তাহ যারা নামাজের কাছে যায়না তারাও কিন্তু শুক্রবারে মসজিদ মূখী হয়। তবে নামাজ আর বিনা পয়সায় খাবার অফার দিয়ে দেখবেন শুক্রবারের নামাজীরা খাবারের লাইনে বেশী থাকবে।
ধন্যবাদ আপনাকে নামাজীদের দৃঢ় মনোবলে সমর্থন দেবার জন্য।

২| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১১

সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: এরকম মুসলিম থাকার চেয়ে না থাকাই কি ভাল না?

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৩

জারনো বলেছেন:
তার পরেও থাকবে মুসলমান। মুসলমানতো আর এক ধরণের না !
কেউ গরু খাওয়া মুসলমান, কেই শুনে আর কেউবা মুসলমানের ঘরে
জন্মেছে বলে বাইচাঞ্চ মুসলমান। আর সবাই যদি খাটি মুসলমান হতে
পারতাম তা হলে যুগে যুগে নবী রসুল(সঃ) এর আবির্ভাব হতো না।
শয়তানের ধোঁকা থাকবেই আর তার থেকে আমাদের বেঁচে থাকতে হবে
তাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ধোঁকা প্রতারণার ফাঁদ
তা বুঝে আমাদের চলতে হবে। সত্য ও সুন্দরের সন্ধানে।

৩| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১১

এন ইউ এমিল বলেছেন: দুরে থাকুন

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৪

জারনো বলেছেন:
লোভ লালাসা আর ধোঁকা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন-

৪| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১২

ফায়ারউলফ বলেছেন: হ্যালো হ্যালো হ্যাল
সব ভেসে গেলো,
ঢাকা থেকে পুবাইলে
ফোন করি মোবাইলে,
কত গুলো গরু এসে কত ধান খেলো।

হ্যালো হ্যালো হ্যালো
সব গরু খোঁয়াড়েতে
জমা দিয়ে ফেল।

হ্যালো হ্যালো হ্যালো
তুমি নাকি সারাদিন ভ্যান গাড়ি ঠেলো,
ঘরে নেই চাল ডাল
সরিষার তেল ও,
ধার করে টিকেট কিনে কোন খেলা খেল।
হ্যালো হ্যালো হ্যালো।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩১

জারনো বলেছেন:

ফোনরে ও ফোন
মান নিলি, ধন নিলি
এবার গেল জান।

ঘরের বউ, কৃষক কন্যা
রাত জাগে লোভে পড়ে
ফোন হাতে নিশি কন্যা,


৫| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৩

রাইসুল জুহালা বলেছেন: পাকাচুলের সাথে একমত।

তারপরও বিষয়টা একটু রহস্যজনক! কি কারনে ঠিক এই দেড় ঘন্টার জন্য কলরেট এত কম? এই দেড় ঘন্টা এত বিশেষ কিছু কেন?

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৭

জারনো বলেছেন:
সমস্যার মূলে দৃষ্টিপাত করার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।
প্রকৃত মুসলমানদের কোন লোভ, লালসা স্পর্স করতে না পারলেও
আমার মতো ঠুনকো ও হালকা ঈমানের অনেক মুসলমান আছেন
যারা লোভের কাছে নতি স্বীকার করি। তাই আমাদের মতো
নির্বোধ মুসলমানদের লোভে ফেলে তারা তাদের কার্য সি্দ্ধি করে।
আমরা যেন আরো সচেতন হই।

৬| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:১৯

ফায়ারউলফ বলেছেন: রাইসুল জুহলা অনেকে সন্দেহ করে তুমি নাকি মডু জাতির অন্তর্গত।আমার স্ট্যাটসটা সেফ মোডে আনো তো ভাইয়া অনেকদিন যাবৎ ব্যান খাওয়া জেনারেল...দেখো তো কিছু করতে পরো কি না।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫২

জারনো বলেছেন:
কাউকে ব্যক্তিগত আক্রমন কাম্য নহে।
আমি আমার মতামত প্রকাশ করছি
সন্ধেহ হয়েছে তাই জানিয়েছি।
এর সাথে সবার একমত হতে হবে এমন
দিব্যি দেই নাই। সুতরাং যে যার মতামত
ব্যক্ত করতেই পারে। বি জেন্টেল

৭| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২০

সত্য সবার উপর বলেছেন: যে প্রকৃতপক্ষে নামাজ পড়েন সে কখনো ফোন কলের সর্বনিম্ন রেটের জন্য বসে থাকে না। এই পোস্ট হচ্ছে একশ্রেণীর সুবিধাবাদীদের তৈরি। নামাজের সাথে কল রেটের কোন সম্পর্ক নেই, ফালতু কথা।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৪

জারনো বলেছেন:
তাই যদি হতো তা হলে প্রতি ওয়াক্তে নামাজীদের দেখা যেতো মসজিদে।
শুক্রবারে মৌসুমী নামাজীদের ঠেলায় মসজিদ থেতে মাঠে স্থানন্তিরত হতে
হতো না। যায়গা পাইনা কেন শুক্রবার মসজিদে ?

৮| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২১

সবখানে সবাই আছে বলেছেন: তাদের ইচ্ছা হইসে দিবে, আপনার নামাজ পড়তে ইচ্ছে করলে পড়বেন, না পড়লে পড়বেন না।
@ রাইসুল জুহালাঃ ওই সময় ওই প্যাকেজ দেয়া হইসে মুসলমানদের ঈমান টেস্ট করার জন্য। আমাদের মুমিন মুসলমানদের উচিত সেই ডাকা সাড়া দিয়ে গ্রামীন ফোন বর্জন করা। ইহুদী নাসারাদের এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ঈমান টেস্টিং এ যে ফেল করবে সে সারা জীবনের জন্য ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যাবে।

সর্বপরি এটা একটা ফালতু পোস্ট হইসে। খানিকটা বাল পোস্টও বটে।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৯

জারনো বলেছেন:
আপনার ইচ্ছা হলেই আপনি সব কিছু করতে পারেন না।
যেমন আপনার টাকা বলে আপনি সেই টাকা ছিঁড়ে ফেলতে
পারেন না। পাবলিক ন্যুইসেন্স বলে একটা কথা আছে,
আপনার ১০০ ওয়াটের ক্যাসেট প্লেয়ার আছে বলে আপনি
প্রতিবেশীর জন্য বিরক্তির কারণ হয় এমন জোরে বাজাতে
পারেন না। যাদের বা---------কাটার মতো পয়সা নাই তারাই
কথায় কথায় ওটার কথা প্রকাশ করে ক্ষেধ নির্বাপিত করে।
ছাগলদের কানে ধরে জঙ্গলে নির্বাসন দেওয়া উচিৎ

৯| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৩

মানবিক ৩০ বলেছেন: ফালতু পোষ্ট ..........যে নামায পড়ার সে ..........শণ্য কল রেট হলে্ও নামায পড়বে,,,,,,,,,,,আর যে বেনামাযী তাকে পয়সা দিয়্ওে নামায পড়ানো যাবে না

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৭

জারনো বলেছেন:
আপনার মতো ঈমানী শক্তি বা রুহানী শক্তি আমার নাই।
আমার লোভ আছে লালশা আছে, ভুল করি, তবে তার জন্য
ক্ষমাও চাই। আপেনিতো ভাই ফেরেশতা সমপর্যায়ের মানুষ
কোন লোভ লালশা আপনাকে স্পর্স করেনা। আপনাকে
সাধুবাদ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও
ক্ষমা পেতে পারি,লোভ ললশা থেকে দূরে থাকতে পারি।

১০| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৪

পথভোলা বলেছেন: জোহরের নামাজ আছরের নামাজ পড়ছেন? মুমিন মুসলমান হইলে সত্য কথা বলবেন।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৯

জারনো বলেছেন:
জোহর পেরেছি এখন আছর পড়বো। ৳:২৫ মিনিটে আসর পড়া যায়না।
আমার মনে হয় আপনি আগেভাগেই পড়ে ফেলছেন।

১১| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৫

খামোশ বলেছেন: পাশ কাটাবেন না, রহস্যজনক ! কেন শুক্রবারকে বেছে নিল? তাও আবার দুপুর ১২:৩০-২.০০টা পর্যন্ত সময়টাকে ??

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১১

জারনো বলেছেন:
আমারও তো সেই একই প্রশ্ন ! কেন ওই সময়টাকেই বেছে নেওয়া হলো?
তাও আবার শুক্রবার , শনি কিংবা রবিবার কেন নয়। অথবা প্রতিদিন
কেন নয়? দিন যায় কথা থাকে !!

১২| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৬

ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:




ফলশ্রুতিতে কিছু সুবিধাবাদী মুসলমান মসজিদে আসার পরিবর্তে গ্রামীণফোনে কথা বলতে বেশী আগ্রহী হন।







যে বা যারা নামাজ পড়ার চেয়ে ফোনে সাশ্রয়ী রেটে কথা বলাকে গুরুত্বপূর্ণ মনে করে, হোক জুম্মা বা আসর, মাগরিব, সেই মানুষ (!) আবার মুসলমান হয় কিভাবে!!!!!! ব্যাখ্যা দেবেন ভাই??


মুমিনের ইমান রক্ষা করা তো ফোন কোম্পানির না।


দুঃখিত। একমত হতে পারলাম্না। গ্রামীন ফোন বা অন্য কেউকে আপনি এই জন্য দায়ী করতে পারেননা। আর যদি আপনার অন্য কোন স্বার্থ থেকে থাকে তবে স্যরি।


ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১৯

জারনো বলেছেন: ১। যে বা যারা নামাজ পড়ার চেয়ে ফোনে সাশ্রয়ী রেটে কথা বলাকে গুরুত্বপূর্ণ মনে করে, হোক জুম্মা বা আসর, মাগরিব, সেই মানুষ (!) আবার মুসলমান হয় কিভাবে!!

যারা চুরি, ডাকাতি ছিনতাই,প্রতারনা এবং ধর্ষনের মতো ইসলাম বিরোধী কাজ করেও মুসলমান

২। মুমিনের ইমান রক্ষা করা তো ফোন কোম্পানির না।

মুমিন না হলেও কিছু পাবলিক ন্যুইসেন্স এর কারনে নামাজের সময় মাইক বাজানো যায়না, কিছু অলিখিত নিয়ম মেনে চলতে হয় সবাইকে।

একমত হতেই হবে এমন দিব্যি দেওয়া হয়নাই। যে চুরি করে তার ও একটা যুক্তি থাকে, যে পান করে (!!) তার একটা যু্ক্তি থাকে। তবে সব যুক্তি সবার কাছে গ্রহনযোগ্য তা কিন্তু নয়। কেউ দুধ বিক্রি করে মদ পান করে আবার কেই মদ বিক্রি করে দুধ পান করে।

১৩| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩০

কান্টি টুটুল বলেছেন:

গ্রামীনফোনের উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে এবং এটিই আমার প্রথম বিবেচ্য বিষয়,

ধন্যবাদ জারনো বিষয়টি নজরে আনার জন্য।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৬

জারনো বলেছেন:

আপনাকেও ধন্যবাদ।
রবির একটি টিভিসি সম্পর্কেও আমার আপত্তি আছে,
যদিও সংশ্লিষ্ট টিভিসির সেই অংশটি এখন আর প্রদর্শিত হয় না।
দেখতে পারেন নিচের লিংক এ
ঈভ টিজিং এ যোগ হেলো নতুন মাত্রাঃ সেল কোম্পানী রবির দাবী ম্যজিক ভযেস তাদের অভিনব সেবা

১৪| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৬

অপ্রিয় বলেছেন: ছাগলেরা, যখন কল সবচেয়ে কম হয় তখনই কলরেটে ছাড় দেওয়া হয় - এর সাথে নামাজ জুম্মার সম্পর্ক নাই। দেশের অর্ধেক মানুষ নারী, তারা জুম্মা পড়ে না ও এই সময় বান্ধবীদের নাথে কম খরচে বলতে পারে।

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৫

জারনো বলেছেন:
শনিবার রবিবার কিংবা সপ্তাহের অন্যান্য দিনে কেন এই ঘটনাটি ঘটে না জনাব ?
তা ছাড়া অন্যান্য কোম্পানীর বেলাতেই বা কেন এই ঘটনাটি ঘটে না।
পাগল ভাবে সে ছাড়া আর সকলেই পাগল। আর যারা কানে কম শুনে তারাই
জোরে জোরে কথা বলে, কারণ তার ধারণা সবাই কানে কম শোনে। ছাগলের বেলায় কী ঘটে
জানিনা, তারা কি সকলকে ছাগল মনে করে ?

১৫| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৯

ফায়ারউলফ বলেছেন: অপ্রিয় বলেছেন: ছাগলেরা@@@ ভাই আপনি কাকে ছাগল বললেন?

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৭

জারনো বলেছেন:

পাগল নিজেকে ছাড়া সবাইকে পাগল মনে করে
আর যে কানে কম শুনে সে জোরে জোরে কথা বলে।
সে মনে করে সবার বোধ হয়ে শুনতে সমস্যা হয়।
ছাগলেরা কী মনে করে জানিনা, কেউ জানলে
আওয়াজ দিবে ন !!

১৬| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪০

যুবাইর বলেছেন: পথভোলা @ জোহরের নামাজ পড়লাম..আছরের নামাজও পড়ব ইনশাললাহ!!

আচ্ছা এটাকি Dynamic Pricing কথা বলছে? যদি তাই হয় তবে এসময় নেটওয়ার্ক ফ্রি থাকে তাই ট্যারিফ কম থাকে বোধহয়!

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৪

জারনো বলেছেন:
এই ঘনটনা তা হলে অন্য অপারেটরের বেলাতেও প্রযোজ্য হতো।
তারা কিন্তু শুক্রবারে ঠিক নামাজের সময় এমন গর্হিত কাজটি
করেনা। তাদের বেলাতে কি Dynamic Pricing হয় না?
কম বুঝিতো তাই পারলে বুঝিয়ে দিবেন।

১৭| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৭

হারানো ওয়াছিম বলেছেন: এটা একটা অটো সিস্টেম। আপনার ফোন যদি মাইজোন করা থাকে তবে তখনই আপনার ফোনে ৮৩% পাবেন যখন খুব কম লোক কথা বলার জন্য কল দেয়। এর সাথে নির্দিষ্ট কোন টাইম সম্পৃক্ত নয়।

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৯

জারনো বলেছেন:
২৪ ঘণ্টার মধ্যে রাত ১২টার পরে আর শুক্রবার নামাজের সময় এমন হয় তাইতো?
আমিও তো সেই কথা বুঝাবার চেষ্টা করছি। তা হলে আর এফএনএফ নাম্বারে
.২৫ পয়সা রেটে কথা বলা যেতো না।

১৮| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৭

টুনা বলেছেন: প্রত্যেকটা অফারের পিছনে ব্যবসায়িক উদ্দেশ্য থাকে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ । সারা সপ্তাহ নামাজ না পড়লেও জুমার নামাজে যাবে।সুতরাং এসময়ে তাদের পোর্ট গুলি অব্যবহৃত থাকে।তাই সুযোগে অফার দিয়ে পয়সা কামানোর ধান্ধা।পরিশেষে পাকাচুলের সাথে একমত।

ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১১

জারনো বলেছেন:
ধান্ধাটা শুক্রবার না হয়ে অন্য দিন হলে আরো বেশী মানুষ উপকৃত হতো।
আসলে তারা চায়না বেশী মানুষ সুযোগ লাভ করুক, আর শেষ কথা কিছু
লোক তো লোভে পড়তেই পারে !! যার কারণে তার নামাজ পড়তে অনীহা
আসতে পারে।

১৯| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৯

মাইন রানা বলেছেন: জুম্মার নামাজের সময় কম টাকার কল রেইট তাও আবার দুপুর ১২:৩০-২.০০টা !!!


ব্যাপারটা আসলেই খুব সন্দহজনক। ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে

আমাদের ইসলামি আন্দোলন গড়ে তুলতে হবে যাতে মানুষ এই সব ফাদে পা না দিয়ে কথা বলার চেয়ে নামাজের প্রতি আগ্রহী হয়। এই জন্য সবাইকে ইসলাম প্রচারে দাওয়াতের কাজে লেগে যেতে হবে

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৪

জারনো বলেছেন:
অনেক দিন যাবৎ ব্যাপারটা আমাকে ভাবিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এটা সত্যি হতেও পারে আবার না হতেও পারে। তবে দু'একজন যে এ ব্যাপারটা নিয়ে
ভাবছেন তাতেই সার্থকতা।

২০| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫১

দা লর্ড বলেছেন: সবকিছুতে ধর্মকে টেনে আনাকে সমর্থন করি না।

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৫

জারনো বলেছেন:
আমিও তাই মনে করি, তবে যদিনা প্রতি শুক্রবার ঠিক একই ঘটনাটির পুনরাবৃত্তি না ঘটতো!

২১| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৪

হাসির বাক্স বলেছেন: তাইলে টিভি চ্যানেল গুলা কি কর্তাছে? :-B

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৬

জারনো বলেছেন:
ঐসময় টিভি দেখলে বা না দেখলে সরাসরি কোন আর্থিক লাভ লোকসান নাই।
কিন্তি যেখানে আর্থিক লাভ জড়িত তাকে উপেক্ষা করা সবার পক্ষ্যে কি সম্ভব?

২২| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৬

খালি ব্যান খাই বলেছেন: একেবারে ঠিক কথা....

আমি নিজেও দেখেছি... একটু দেরী করে নামাজ পড়তে গিয়ে দেখলাম যে একেবারে ০.২৫ পয়সা দেয়

কিন্তু নামাজ পড়ে আসার পর দেখি যে সেটা আর থাকে না...

(মুখে যে কি ভাষা আসতাছে তা প্রকাশ করলে নির্ঘাত ব্যান খামু) X(( X(( X((

তীব্র নিন্দা এ ধরনের সিদ্ধান্তের

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৮

জারনো বলেছেন:
তা হলে একটু হলেও আপনাকে একদনি দেরী করিয়ে দিয়েছে। আপনার ঈমানী জোর মজবুত বলে দেরী হলেও নামাজ পরে নিয়েছেন, তবে যাদের রুহানী শক্তি কম তারা যদি নামাজ মিস করে তা হরে দায়ভার
কে নিবে?

২৩| ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৬

...নিপুণ কথন... বলেছেন:
পাকাচুল বোলেচেন, সবকিছুতে ধর্মকে টেনে আনাকে সমর্থন করি না।

অফারটা সম্পর্কে অবগত ছিলাম না, আপনাকে ধন্যবাদ । উপকার করলেন । B-) B-)

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২১

জারনো বলেছেন:
.নিপুণ কথন... বলেছেন:
অফারটা সম্পর্কে অবগত ছিলাম না, আপনাকে ধন্যবাদ । উপকার করলেন ।

ভাই নিপুন, অফারটা সম্পর্কে অবগত করে দিয়ে যদি আপনাকে উপকার করি আর ফলশ্রুতিতে আপনি শুক্রবারের জুম্মার নামাজ কাজা করেন তা হলে দ্বায়ভার কে নিবে? গ্রামীণফোন নাকি আমার উপর বর্তাবে? দয়া করে আমাকে পাপের ভাগী করবেন না প্লিজ !!

২৪| ২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

্ূূূূূূ্সাইফুল বলেছেন: আসলে নামাজের কারনে নয় ।এটা একটা software program ।এক একটা BTS এর আওতায় যখন user (কথা বলা অবস্থা) কমে যায় তখন
automatic call rate কমে যায় ।সাধারনত জুমার নামাজের সময় user খুব কম থাকে তাই call rate automatically কমে যায় ।

২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

জারনো বলেছেন:
এই সফটওয়ারটি অন্য কোন অপারেটরে কাজ করে না? জানতে খুব মঞ্চায় !!
রাত ১২টায় কি খুব বেশী মানুষ কথা বলে? তখনও তো রেট এত কমে না।
তা হলে এমন একটা software program করা দরকার যেমন প্রতি শুক্রবার
জুম্মার নামাজের আযান হবার সাথে সাথে রিভার্স অর্থাৎ কথা বলা যখন কমে যাবে
তখন হাই রেট হবে। যাতে মানুষ নামাজ ছেড়ে কথা বলতে উৎসাহ না পায়।

২৫| ২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

এম. মাসুদ আলম. বলেছেন: সত্য সবার উপর বলেছেন: যে প্রকৃতপক্ষে নামাজ পড়েন সে কখনো ফোন কলের সর্বনিম্ন রেটের জন্য বসে থাকে না। এই পোস্ট হচ্ছে একশ্রেণীর সুবিধাবাদীদের তৈরি। নামাজের সাথে কল রেটের কোন সম্পর্ক নেই, ফালতু কথা।

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০৩

জারনো বলেছেন:
তা হলেতো ভাই আমাদের দেশটা স্বর্গে পরিনত হতো।
মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীদের বলাৎকার করতো না।
মওলানা জঙ্গি হতো না, গো আজম, সাঈদীরা যুদ্ধাপরাধী
আর খুনী হতো না। তা হলে কী তারা নামাজ পড়েন না?

২৬| ২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

আহমাদ জাদীদ বলেছেন: আপনার এই কথার সাথে আমি কোনো ভাবেই একমত নই। যে নামাজ পড়ার, সে নামাজের টাইমে ফ্রী কল পেলেও নামাজে যাবে। যে যাবে না, সে এমনিতেই যাবে না।

গাধার সামনে মুলা ঝুলানো আর মানুষের সামনে মুলা ঝুলানোর মাঝে পার্থক্য থাকা উচিত......

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০৫

জারনো বলেছেন:
গাধারা মুলার লোভে বোঝা বয়, তেমনি
অনেক মানুষরূপী গাধা আছে যে জেনে
শুনে অন্যায় করে, পাপ কাজে লিপ্ত হয়।

প্রতারণার ফাঁদ পাতা ভূবনে
কখন কে ধরা পড়ে কে জানে !

২৭| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০০

ফায়ারউলফ বলেছেন: সাইফুল বলেছেন: আসলে নামাজের কারনে নয় ।এটা একটা software program ।এক একটা BTS এর আওতায় যখন user (কথা বলা অবস্থা) কমে যায় তখন
automatic call rate কমে যায় ।সাধারনত জুমার নামাজের সময় user খুব কম থাকে তাই call rate automatically কমে যায় ।@@ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০৮

জারনো বলেছেন:
হতেই পারে, তারা একটা software program ব্যবহার করছে, এই software program টি অন্যান্য অপারেটররা কেন ব্যবহার করেনা। তা ছাড়া ইউজার কমে গেলে রেট কমাতে হবে কেন? তার চেয়ে বেশী ইউজার ব্যবহৃত সময়ে কল রেট কম হলো তো তাদের লাভ বেশী হতো।

এতে হাসির কিছু নাই। সম্ভবত সাইফুল গ্রামীণফোনের সাথে সংশ্লিষ্ট অথবা তার আপনজন কেউ আছেন গ্রামীণফোনে। তার মাধ্যমে আমার নিবেদন, অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখতে বলবেন।

২৮| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০৩

১১স্টার বলেছেন: শুক্রবারে দেড়ঘন্টায় ২৫ পয়সা মিনিট এ কথা বল্লেও যদি কোম্পানীর লস না হয় তাহলে তারা অন্যান্য সময় আমাদের থেকে কি পরিমান লাভ করে তাহলে ভেবে দেখুন। আমার মনে হয় গ্রামীন ফোনের এই অফার টা ননমুসলিমদের জন্য ভালো হয়েছে আসুন আমরা মুসলমানরা নামাজ ধরে রাখি ঐ সময় কল না করি তাহলে তাদের টনক নড়বে আর অন্য সময়ে এই অফার শিপট করবে।

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:১১

জারনো বলেছেন:
গ্রামীনফোন ইচ্ছা করলে ২৪ ঘণ্টা ০.২৫ মিনিট কলরেট করতে পারে তার আন্তঃসংযোগে। যেমন করছে সিটিসেল। সিটিসেল তার সীমিত গ্রাহক নিয়ে যদি ০.২৫ কলরেট করতে পারে ২৪ ঘণ্টা তা হলে গ্রামীণফোনের মতো এতে বিশাল গ্রাহক নিয়ে কেন তা পারছেনা। আসলে এটা তাদের সদিচ্ছার অভাব। আসুন দাবী জানাই ০.২৫ পয়সা কলরেট তার আন্তঃব্যবহারকারীদের জন্য।

২৯| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০৫

দিগন্ত নীল বলেছেন: এই বিষয়টা অনেকদিন ধরে খেয়াল করছি ।এটা নিয়ে কিছু লিখবো লিখবো করে লিখা হয় না ।
যাক কেউ একজন তো লিখছে ।
ধন্যবাদ আর এই লন

২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৮

জারনো বলেছেন:
যা হোক বিষয়টি যে আপনাকেও নাড়া দিয়েছে তার জন্য
আপনাকেও ধন্যবাদ। তবে এটা শুধ নিছক মুষ্টিমেয়
মৌসুমী নামাজীদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃত মুসলমান
কখনোই কোন লোভের বশবর্তী হয়ে সৃষ্টিকর্তার আদেশ
পালনে গাফিলতি করেনা। আমার ঈমান অত দৃঢ় নয়
বলেই আমাকে এই বিষয়টি চিন্তিত করেছে। কেহ
এই ফাঁদে না পড়ে যেন নামাজ ছেড়ে না দেয় সেই
প্রার্থনা থাকলো।

৩০| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:০৯

নাফীস কাজী বলেছেন: আপনার এই কথার সাথে আমি কোনো ভাবেই একমত নই। যে নামাজ পড়ার, সে নামাজের টাইমে ফ্রী কল পেলেও নামাজে যাবে। যে যাবে না, সে এমনিতেই যাবে না.........


২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:১৯

জারনো বলেছেন:
ঘুষ মানুষ খায়না,
তবে কত খায়না
সেটা একটা বিষয় বটে।

নামাজীরা কি অন্যায় করেনা?
ঘুষ খায়না, চুরি করেনা।

আর আমি পোস্টে বলেছি "ফলশ্রুতিতে কিছু সুবিধাবাদী মুসলমান মসজিদে আসার পরিবর্তে গ্রামীণফোনে কথা বলতে বেশী আগ্রহী হন।"

আসলে আমরা যথাযথ ভাবে পোস্ট না পড়েই, নিজের গাঁ বাচাতে পক্ষপাতিত্ব অবলম্বন করি, যে দল ভারী সেই দল ভারী করি। অনেক সময় সেই দল ভারী দেলের মন্তব্য কপি করি পোস্ট করি। যাতে শাপও বাচল, লাঠিও অর্ক্ষত রইলো।

৩১| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:১৭

রমিত বলেছেন: Click This Link
আজকের কালপুরুষ

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:২১

জারনো বলেছেন:
জনতার শেষ আশা, রুদ্র বোশেখীর ঝড় হয়ে
নেমে আসবে এক স্বপ্নের কালপুরুষ,
ব্যঘ্র হুংকারে, তীব্র ঝাঁকুনিতে,
ফেরাবে জাতির হুশ।

এমন এক কালপুরুষের অপেক্ষায় রইলাম

৩২| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:৩১

কালীদাস বলেছেন: আপনার চিন্তার কোন কারণ নাই; ফোনে কথা বলার জন্য কারো নামাজ মিস হলে, মসজিদে যেতে দেরি হলে সেটা তার আখিরাতের প্রবলেম; আপনার সমস্যা কি? আর এত অল্পতেই সন্তুষ্ট লোকজন নামাজ না পড়লে আল্লাহতায়ালার খুব বেশি যাবে আসবে বলে আমার মনে হয়না। এই লোকগুলা এমনিতেও খুব কাউন্টের বিষয় না।

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:৪২

জারনো বলেছেন:
তাতো বটেই। সুতরাং কোন প্রকার অসংগতি বা অন্যায় হলে তার প্রতিবাদ করা থেকে বিরত থাকুন।
যে কোন অন্যায়ের বিচারের ভার সৃষ্টিকর্তার উপর দিয়ে চুপচাপ থাকুন। যা কিছু হবে, যা কিছু হচ্ছে
তা একমাত্র তার ইচ্ছাতেই হচ্ছে এই ভাবতে পারলে আর কোন হাউকাউ হবেনা। তবে
এই কলরেটের হেরফের যেমন প্রকৃত নামাজীদের কোন ক্ষতি করবেনা "যা আমি আমার পোস্টে উল্লেখ করেছি" তবে মৌসুমী নামাজীদের যে নিরুৎসাহিত করছে তা অনস্বীকার্য।

৩৩| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:৩৭

স্বাধীনতার বার্তা বলেছেন: এরকম কোন অফার আছে নাকি? জানতাম না। :(

২৪ শে মার্চ, ২০১২ রাত ৮:৪৩

জারনো বলেছেন:
আমি চাইনা আপনি শুক্রবারের জুম্মার নামাজ বাদ দিয়ে তা পরিক্ষা করেন।
আগে নামাজ তার পরে অন্য কাজ।

৩৪| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:০৭

স্বপ্নডানা বলেছেন: খুব চিন্তার বিষয়,

এইরাম রামছাগলও দেশে আছে!

২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৩

জারনো বলেছেন:
কী আর করা সবাইতো আর একরকম প্রতিভা নিয়ে আসেনা।
কিছু ছাগল আছে বলেই কিছু প্রতারক ভণ্ডরা তাদের মাথায়
কাঠাল ভাঙ্গে।

৩৫| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:১৪

কান্টি টুটুল বলেছেন:

এর আগেও ৯০% মুসলমানের দেশে এই গ্রামীনফোনই আমাদের মুনাজাত করা শিখাই ছিলো ;)

২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৪১

জারনো বলেছেন:

গ্রামীণফোন আমদের অভিনব কায়দায় মোনাজাত করতে শিক্ষা দিলো।

৩৬| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:২০

নেট পন্ডিত বলেছেন: অনেক মন্তব্যকারী লেখকের সাথে একমত হতে পারেন নাই এই জন্য যে যারা প্রকৃতপক্ষে নামাজ পড়েন তারা কখনো ফোন কলের সর্বনিম্ন রেটের জন্য বসে থাকে না।
এই মন্তব্যের প্রতি উত্তরে লেকক খুব সুন্দর বলেছেন।

তা হলেতো ভাই আমাদের দেশটা স্বর্গে পরিনত হতো।
মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীদের বলাৎকার করতো না।
মওলানা জঙ্গি হতো না, গো আজম, সাঈদীরা যুদ্ধাপরাধী
আর খুনী হতো না। তা হলে কী তারা নামাজ পড়েন না?

২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:০০

জারনো বলেছেন:
আমি আমার সীমিত জ্ঞানে যা বুঝেছি তাই উপস্থাপন করেছি,
অনেকের দ্বিমত থাকতেই পারে, তারা যুক্তি দিয়ে বুঝাতে পারে
তাকে কোন সমস্যা হবার কথা নয়, যেমন আমি ধন্যবাদ জানাই
্ূূূূূূ্সাইফুল এর সুন্দর মন্তব্যের জন্য।
আর আমার বক্তব্য তাদের জন্য নয় যারা ঈমানী শক্তিতে
দৃঢ়। আমার বক্তব্য তাদের জন্য যাদের ঈমান আমর মতো
দূর্বল। হয়তো যে কোন সময় আমি লোভে পড়ে সৃষ্টিকর্তার আদেশ
অমান্য করতে পারি, আমার মতো কেউ যেন এই লোভে না পড়ে
সেই জন্য সকলকে সতর্ক করা, যাতে তার ঈমান মজবুত হয়।
ধন্যবাদ আপনাকে

৩৭| ২৪ শে মার্চ, ২০১২ রাত ৯:৫৭

সাকিন উল আলম ইভান বলেছেন: আমি আজকে জানলাম :(

২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:০৩

জারনো বলেছেন:
আমরা অনেকেই অনেক কিছু জানিনা, তবে না জানা দোষের নয়,
দোষ হলো জানতে না চাওয়া। ধন্যবাদ আপনাকে তবে অনুরোধ
জানতে গিয়ে নামাজ ছেড়ে দেবেন না যেনো। ২:০০ পর্যন্ত অফারটি
থাকে, আর নামাজও শেষ হতে ২টা বেজে যায়।

৩৮| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:০২

জিন্নাহ্ বলেছেন: সর্বনিম্ম কলরেটে কথা বলার জন্য কেউ নামায পড়তে আসবে কি আসবেনা তা বিবেচ্য নয়। কথা হল হারামী ফোনের ঐ সময়ে সর্ব্বনিম্ম কলরেটের জন্য ঐ সময়টাকে বেছে নায়ার উদ্দেশ্যটা যে ভাল নয় তা তো বুঝেন , না কি? আমরা এগুলাতে আস্তে-আস্তে অভ্যস্ত হয়ে উঠলে আরো বড় কিছু আসবে। এবং এটা সম ফ্রন্ত থেকেই। গ্রামীন-ফোন একা নয়।

২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:০৮

জারনো বলেছেন:
এই সাধারণ কথাটি বুঝাতে আমি অক্ষম হয়ে অনেকের বিরাগভাজন হয়েছি।
আসলে আমার মতো করে কেউ বুঝতে চায়নি বলেই সমস্যা।

৩৯| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:০২

কান্টি টুটুল বলেছেন:

আপনার নতুন পোষ্ট ২ বার দেখলাম প্রথম পাতায় আসার পর পরই হাওয়া হয়ে যাচ্ছে,
কে করছে এটা?

সেফ আছেন তো?

২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:০৬

জারনো বলেছেন:
সব প্রশংসা আল্লাহর জন্য। আপনাদের দোয়ায় সেফ আছি। গ্রামীণফোনের অভিনব মোনাজাতের ছবিটা আপলোড করতে সমস্যা হচ্ছিলো। এখন সক্ষম হলাম আপলোড করতে। দেখুন মুষ্টিবদ্ধ প্রার্থনা। আরও কত কি যে দেখবো তাদের কল্যানে একমাত্র আল্লাই ভালো জানেন। ধন্যবাদ আপনার উদ্বিগ্নতার জন্য।

৪০| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১০:১৭

আইজাক_নিউটন বলেছেন: ভুদাই, এইটা একটা সফটওয়্যার। নেটওয়ার্ক ফাঁকা থাকলে অটোমেটিক কলরেট কমে যায়। জুম্মার কারণে, পূঁজার কারণে নাকি সবাই ছাগু চোদায় ব্যাস্ত থাকার কারণে নেটওয়ার্ক ফাঁকা সেটা বোঝার ক্ষমতা এর নাই।

ক্ষেতের কাম শেষ কইরা আইসা ব্লগে বসলে এইরকম বালপুস্টই প্রসব করবা শালা নিরক্ষর কোথাকার।

২৫ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৯

জারনো বলেছেন:
নিউটন তোমার আদ্দিকালের থিউরি বর্তমানে অচল। নিজেকে পাক্কা মুসলমান ঠাউরাও নাকি যিশু ভাবো নিজেকে। কয়দিন মসজিদ মন্দির অথবা গির্জায় গেছো। তুমি যদি খৃষ্ট্রান হও তা হলে তোমার ফাদার কত দিন সেই গির্জায় তোমার সিস্টারদের সাথে আদিম খেলায় মত্ত হয়েছে তার পরিসংখ্যান তোমার কাছে আছে? আমেরিকাতে যত ধর্ষণ হয় তার একটা বিরাট অংশ হয়ে থাকে গির্জাতে। সুতরাং তোমার ঈমানী ঝান্ডা পরাজিত হয় আদি দণ্ডের কাছে বুঝতে পারো? আর এতো সামন্য প্রলোভন। তোমার ভাষা ব্যবহারে বোঝা গেছে তুমি রানুর কোন আত্মীয়, তোমার পারিবারিক শিক্ষায় জাতি গর্বিত। শিক্ষিত আর শালীন এক কথা নয়। শিক্ষিত দূর্জন মূর্খের চেয়ে উৎকৃষ্ট। তুমি একজন জ্ঞানপাপী তাই নিজেকে নিউটন ভাবো। কানা ছেলের নাম পদ্মলোচন। তোমাকে এর অধিক কহিবার নাই।
তা জনাব নিউটন তোমার সেই সফটওয়ারটা অন্যসময় কেন ব্যবহার করা হয় না? সফটওয়ার দিয়ে কেন অন্য অপারেটররা এমন সুযোগ দেয় না? নাছারা বেদুইনদের কাজই হলো ধোকা দেওয়া, শয়তানের মতো। লোভে ফেলে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টায় থাকে রাত দিন। দূরে গিয়ে মর X( :|

৪১| ২৫ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩

যুবাইর বলেছেন: Dynamic Pricing কি অন্য অপেরেটর চালু করেছে? মনে হয় না! আর সবকিছুতে ধর্মকে টেনে আনাকে কেউ সমর্থন করে না। আর আপনার ভালো লাগুক আর না লাগুক গ্রামীনফোনের যা করার তা করবেই... আপনি পারলে একটা মেইল করেন [email protected] এ! আপনার মতামত তা জানান। আমি নিশ্চিত আপনার উদ্বেগের অনেকটাই তারা কমাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে!
আর নামাযীদের এতো খেলো করে দেখবেন না! আমি তর্কে জড়াতে চাইছি না আর এটা কোন বুদ্ধিমানের কাজ নয়। শুধু বলব...আপনি গ্রামীনকে পছন্দ না করতে পারেন...কিন্তু অন্যদের বিভ্রান্ত না করাটাই সমীচীন!
/:) /:)

১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯

জারনো বলেছেন:
আমি পছন্দ করলেই বা কী আর না করলেই বা কী?
ব্যবসায়ীরা ব্যবসা করে যাবে কোন রীতি নিতির
ধারে না ধারেই। তা না হলে যারা নিয়মের মাঝে
থেকে নিরবিচ্ছিন্নভাবে তাদের সার্ভিস চালু রাখে
তাদের জন্য কোন সুযোগ দেয় না। অথচ যারা সিম
বন্ধ রাখে তাদের জন্য থাকে নানাবিধ সুবিধা।
আমার কথা ছিলো কিছু সুবিধাবাদী মৌসুমী নামাজীদের নিয়ে। প্রকৃত মুসলমান কখনোই কোন প্রলোভনে নামাজ ছাড়েনা তবে শুক্রবারের কিছু মৌসুমী মুসলমান আছে যারা এই দিনে নামাজের জন্য আসে। তাদেরকে কোন লোভ দেখালে তারা নামাজ ছাড়তে দ্বিধা করেনা। তা না হলে প্রতিদিনই তো একই সময়ে শুক্রবারের ন্যায় জোহরের নামাজ হয় তবে কেন সেই দিন মসজিদে উপচে পড়া নামাজী থাকেনা ? তা হলে শুক্রবারের মতো অন্যান্য দিনও গ্রামীণফোন তাদের তথাকথিত Dynamic Pricing সফটওয়্যার চালু করতে বাধ্য হতো।

৪২| ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৫

সুজন দেহলভী বলেছেন: একজন প্রকৃত মুসলমান কোন সময়ে আমল করেন না বলতে পারেন? .........২৪ ঘন্টাই আমল করতে পারেন।ইসলাম র্ধমকে নিয়ে এত সস্তা বাণী দিয়ে আমাদের র্ধমকে ভিন্নধর্মীদের অবমুল্যায়ন করার সুযোগ দিবন না। মোবাইলে কম রেটে কথা বলার জন্য কেউ জুম্মার নামাজ বাদ দেয় এমন কথা আমি বিশ্বাস করি না। আমারা তৃতীয় বিশ্বের মুসলমান হতে পারি, আমাদের ঈমান তৃতীয় শ্রেনীর না। দয়া করে কোন গোত্রকে অঘাত করার জন্য নিজের ধর্মকে ব্যবহার করবেন না। আর যাই হোক নিজের ধর্মকে সমুন্নত রাখি।

১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৩

জারনো বলেছেন:
বাঙ্গালীর স্বভাব মাইক হাতে পেলে সবাই বড় বক্তা হয়ে যায়। মাইক ছাড়তেই চায়না। আমার কথা ছিলো কিছু সুবিধাবাদী মৌসুমী নামাজীদের নিয়ে। প্রকৃত মুসলমান কখনোই কোন প্রলোভনে নামাজ ছাড়েনা তবে শুক্রবারের কিছু মৌসুমী মুসলমান আছে যারা এই দিনে নামাজের জন্য আসে। তাদেরকে কোন লোভ দেখালে তারা নামাজ ছাড়তে দ্বিধা করেনা। তা না হলে প্রতিদিনই তো একই সময়ে শুক্রবারের ন্যায় জোহরের নামাজ হয় তবে কেন সেই দিন মসজিদে উপচে পড়া নামাজী থাকেনা ? তা হলে শুক্রবারের মতো অন্যান্য দিনও গ্রামীণফোন তাদের তথাকথিত Dynamic Pricing সফটওয়্যার চালু করতে বাধ্য হতো। কথা বুঝতে চেষ্টা করবেন আগে তার পরে মন্তব্য !! শুভেচ্চা রইলো এতদিন পরেও এখানে ভিজিট করার জন্য।

৪৩| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৪

সুজন দেহলভী বলেছেন: কোন সুস্থ মস্তিকের মানুষ এই যুক্তি বিশ্বাস করবে না। আপনি পরিষ্কার করে বলুন সমস্যাটা কাকে নিয়ে? অনিয়মিত নামাজী না গ্রামীনফোন অফার ? আপনি আপনার বক্তব্যটি স্থির করুন তারপর মাইক ধরুন। আত্মসমালোচনার জন্য ধন্যবাদ।

আপনি বলেছেন "শুক্রবারের ন্যায় জোহরের নামাজ হয় তবে কেন সেই দিন মসজিদে উপচে পড়া নামাজী থাকেনা" । আপনার ১ম যুক্তি অনযায়ী নিশ্চই জোহরের নামাজের সময়ও সবাই কোন স্পোশাল প্রইজিং অফারে ফোনে ব্যাস্ত থাকার কারনে নামাজ পড়ার কথা না। অথচ আপনিই বলেন যে জোহরের নামাজের সময় কোন ডায়নামিক প্রইজিং অফার নেই। সাপ্তাহে সাতদিন জোহরের নামাজের নামাজী রেখে শুধু জুম্মার নামাজীদের পিছনে লাগাটা কি লাভজনক? আর নামাজীদের পেছনে লাগার কারনে বার্ষিক আয় কতো বেশী হতে পারে?

২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১৬

জারনো বলেছেন:
আপনিতো আসল ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে ভজকট করে ফেললেন। আমরা সবাই যদি পাক্কা ঈমানদার হতাম তা হলে শুক্রবার আর শনিবারে কোন পার্থক্য করতাম না। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ আমাদের কাছে হতো অবশ্য পালণীয়। আমরা কী তা করি? অথচ যে সারা সপ্তাহে নামাজ না পড়ে সেও কিন্তু শুক্রবারের জুম্মার নামাজে শরিক হতে চেষ্টা করে।

তা হলে এই যে অতিরিক্ত মুসল্লী (!) তারা কী পাক্কা নামাজী ? আমি এমনও দেখেছি শুধু খিচুরি খাবার জন্য জুম্মাবারে দুই রাকাত ফরজ নামাজের পরেই লাইনে দাড়িয়ে যায় অথচ ৪ রাকাত বা'দাল জুম্মা পড়া ওয়াজিব।
তর্কের খাতিরে তর্ক নয়, অন্তর্নিহিত অর্থ বুঝবার চেষ্টা করেন, সিটিসেলতো তার কাষ্টমাররদের জন্য দিন রাত সবসময়ের জন্য Dynamic Pricing সফটওয়্যার চালু করে রেখেছে। তাই এ নিয়ে কোন প্রশ্র উঠছেনা।

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৪

সুজন দেহলভী বলেছেন: সিটিসেল কি নামাজীদের সুবিদার্থে এ অফার দিয়েছে?

২৪ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫১

জারনো বলেছেন:
না তারা সব সময় সব শ্রেনীর কাষ্টমারদের জন্য একই সুবিধা প্রদান করছে। তাই তাদের নিয়ে কোন প্রশ্ন উঠছেনা। আর নামাজের সময়ে তাদের ব্যাপারে কোন কথাও উঠছেনা।

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৭

সবুজ ভীমরুল বলেছেন: শুনেন ভাই, আমরা নামায পড়ি কারন এটা আল্লাহর হুকুম, আমরা কলরেট দেখে সালাত পড়তে বসিনা। আর যারা কল রেটের জন্য সালাত পড়ে না (যদি এমন পাবলিক থাকে) তাহলে সে আর যাই হোক মুনাফেক ছাড়া আর কিছুনা।


আর যারা শুধু শুক্রবার জুমআ পড়তে যায়, তাদের সাথে ক্রিশ্চানদের রবিবারে চার্চে যাবার কোন পার্থ্যক্য দেখিনা।

আর আপনি সালাত নিয়ে এত চিন্তিত? প্রভা নিয়ে আপনার চিন্তাও তো কম না?

২৪ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২২

জারনো বলেছেন:
আমি ভাই সকল অসংগতির প্রতিবাদ করি আর মানবতার জয়গান গাই।
সুতরাং কারো যদি তাতে বিশেষ কো্ন কারণে আমার প্রতি রুষ্ট হন তা হলে
আমার বলার কিছু নাই।

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জারনো ভাই, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি খুব ভাল ব্লগার, আমি দেখি আপনি নিয়মিত পোস্ট করেন, দেশ ও দশের কথা ভাবেন। খুব ভাল। তবে একটা ব্যাপার জানেন কি, কারো জ্ঞান যখন খুব বেশী হয়ে যায় এবং সেটা উপচে পরে তখন তাদের বলা হয় "আতেল"। এবং এই আতেলদের মানুষ তখন আর দাম দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে।

আপনি কিন্তু নিজেকে এখন এক প্রকার আতেলের পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাই আমার মনে হয় আপনার এখনই লাগাম টেনে ধরা দরকার। কেন দরকার সেটা আমার পরের প্যারা পড়ার পরই বুঝতে পারবেন।

আপনি গ্রামীনফোনের যেই নেটওয়ার্ক ফিচারটির কথা বলেছেন সেটাকে বলা হয় My Zone অফার। আর ট্যাকনিক্যাল টার্মে ডাকলে বলা হয় Dynamic Pricing, যেটা আপনার এখানে অনেকেই বলে গেছে। এটি মূলতঃ নেটওয়ার্কের utilization কে সুষম করার একটা প্রচেষ্টা। গ্রাহক যদি কোন কথা নাও বলে, সেক্ষেত্রেও নেটওয়ার্ক সচল থাকে এবং অপারেটরকে নেটওয়ার্কের খরচ বহন করতে হয়। My Zone অফার এ এক সপ্তাহের নেটওয়ার্ক কল স্ট্যাটিসটিকস পর্যালোচনা করে দেখা হয় কখন কোথায় নেটওয়ার্কের utilization কেমন। এবং তার উপর ভিত্তি করে সেখানে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম ডিসকাউন্ট দিয়ে থাকে, যাতে সেখানে নেটওয়ার্ক এর utilization বাড়ে। শুক্রবারে জুমার নামাযে সময় যেহেতু স্বাভাবিকভাবেই অধিকাংশ মুসলিম মসজিদে থাকে, তাই সেসময় নেটওয়ার্কে কল যেমন কম থাকে, historical data এর উপর ভিত্তি করে ডিসকাউন্টও বেশী থাকে। এর সাথে মানুষকে নামায থেকে ফিরিয়ে রাখার কোন সম্পর্ক নেই।

আর ভুলে যাচ্ছেন কেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা যাদের অধিকাংশই মসজিদে গিয়ে জুমার নামায পড়েন না, ওই সময় মোবাইলে কল করলে সেটা তাদের ঈমান/আমল এর পরিপন্থী হবে না! আর এই দেশে মুসলমান ছাড়াও আরো অনেক ধর্মের লোকজন বসবাস করে...

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:১০

লিন্‌কিন পার্ক বলেছেন: মিয়া কি পোস্ট দিলেন ???

আপনার কাছ থেকে এই ধরনের আবাইল্লা পোস্ট আশা করি নাই ।

সরি !! মাইনাস

৪৮| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২০

রফিকুজজামান লিটন বলেছেন: এতদিন আপনাকে ভালো ব্লগার হিসাবেই জানতাম। না জেনে এধরনের পোস্ট দিয়া ঠিক হয় নাই।
আশা করছি ব্লগার "মুহাম্মদ জহিরুল ইসলাম " ভাইয়ের কাছ থেকে আপনার উত্তর পেয়ে গেছেন।

৪৯| ২৫ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: গ্রামীন ফোন এই সুযোগ প্রত্যাহার না করা পর্যন্ত এই যুগসংহারী পোস্ট ফেভিকল আঠা দিয়া সামুর সদর দরজায় লাগানো হোক

৫০| ২৫ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৫

সুজন দেহলভী বলেছেন: @মুহাম্মদ জহিরুল ইসলাম: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.