নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় পাঠক

সহজ আলোয় দেখা...

জয় পাঠক

যন্ত্রের জন্যে পদ্য, মানুষের জন্যে গদ্য - এই নিয়ে ভাবাভাবির সারাবেলা

জয় পাঠক › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর সন্দর্শন

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সিঙ্গাপুরে আসার আগে অভিজ্ঞরা ধারনা দিল, সিঙ্গাপুর খুব ছোট দেশ। চাইলে দুই-তিন ঘন্টায় পুরো দেশটা দেখে ফেলা সম্ভব। শুনে আমার মন খারাপ হয়ে গেল। বউ বাচ্চা নিয়ে চাকরি সুবাদে যাচ্ছি। দুই তিন ঘন্টায় পুরো দেশ দেখা হয়ে গেলেতো এখানে অল্প কয়দিনেই বোরড হয়ে যাবো।



সিঙ্গাপুরে আসার এক বছর হয়ে গেল, মজার ব্যাপার হলো এখনো এর দর্শনীয় স্থানগুলোর অর্ধেকও দেখে শেষ করতে পারিনি। সিটি স্টেট বলে দুই-তিন ঘন্টায় দেশটির এমাথা থেকে ও মাথা চলে যাওয়া যায়, কিন্তু তাতে কেবল এক নজর তাকিয়ে দেখা যাবে দেশটিকে। প্রতিবছর এখানে লাখ লাখ মানুষ কেবল ঘুরতে আসে এখানকার নানা বিনোদন কেন্দ্রগুলোতে বেড়াতে। নানারকম ন্যাচারাল পার্ক, এম্যুজমেন্ট পার্ক, শপিং মল, কি নেই!



ক’দিন পর পর আমরা বের হয়ে পড়ি নতুন কোনো জায়গায়। সে জন্য আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে আগে থেকে একটা ধারনা নিয়ে নেই। তারপর সে অনুযায়ি বেরিয়ে পড়া!



ছোট দেশ হলেও, সিঙ্গাপুরের বেশিরভাগ বিনোদন কেন্দ্রই বিশাল, একদিনে দেখে শেষ করা প্রায় অসম্ভব, তা সে হোক চিড়িয়াখানা, হোক ইউনিভার্সাল স্টুডিও! ইচ্ছা আছে সামনে এই অভিজ্ঞতাগুলি নিয়ে লেখার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অলস_ছেলে বলেছেন: আমি ২০১২ তে গিয়েছিলাম, MRT এর বদৌলতে মাত্র ২দিনে সব ঘুরে ফেলেছিলাম :#)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

জয় পাঠক বলেছেন: :)

২| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩

বাংলার পোলা বলেছেন: জয়দা, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি সিঙ্গাপুরে যাবার জব নিয়ে। বাট কোনভাবেই কোনও রাস্তা পাচ্ছিনা। আপনি কিভাবে গেলেন আমাকে জানাবেন প্লিজ? আমি টেলিকমের লোক ৬ + অভিজ্ঞতা বিএসএস লেভেলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.