![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যন্ত্রের জন্যে পদ্য, মানুষের জন্যে গদ্য - এই নিয়ে ভাবাভাবির সারাবেলা
সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে। বিশ্বের যে কোনো উন্নত দেশের চাইতেও অনেক বেশি কঠোরভাবে পালন করা হয় এখানকার আইন।
পথে-ঘাটে মাঝে মাঝেই চোখে পড়ে জনা চারেক পুলিশের উদাস নয়নে টহল। এছাড়া পাব্লিক ট্রান্সপোর্ট ষ্টেশন, শপিং মল, হাসপাতাল, স্কুল-কলেজ সর্বত্রই সেঁটে রাখা হয় পুলিশের ইমার্জেন্সি নাম্বার। ফোনে ৯৯৯ চাপলেই ২-৪ মিনিটের মধ্যে ভোজবাজির মতো হাজির হয় পুলিশ! কল করে সাহায্য না চাইলেও চলে! স্যাটেলাইটের মাধ্যমে পুলিশ বের করে ফেলবে কলের উৎস।
নাম্বার চাপলেই মুহুর্তে পুলিশের হাজির হওয়া নিয়ে সিঙ্গাপুরে প্রচলিত রয়েছে অনেক রকম গল্প-গাঁথা। তবে এখানকার এক বন্ধুর কাছে শুনলাম মজার এক সত্যি ঘটনা। একদিন রাতের বেলা, হঠাৎ করে তার বাসায় পুলিশ হাজির। সে কিছুটা হতচকিত হয়ে জিজ্ঞেস করল তাদের আগমনের হেতু। পুলিশ বলল, এই বাসা থেকে একটা কল গেছে পুলিশের ইমার্জেন্সি নাম্বারে। একটু খুঁজতেই জানা গেল আসল রহস্য! বন্ধুটির ৩-৪ বছরের শিশুটি খেলছিল বাবার মোবাইল ফোন নিয়ে। খেলতে খেলতেই সে যে নাম্বারগুলি চাপছিল তার মধ্যে ছিল পুলিশের ইমার্জেন্সি নাম্বারটিও!
এবার আমার নিজের একটা ঘটনা বলি। সিঙ্গাপুরে বেশিরভাগ রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোর বারান্দা কমন থাকে। একদিন রাতে খাওয়া-দাওয়া করে বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ তিন-চারজন পুলিশ আমার সামনে এসে হাজির। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে তারা পালটা জিজ্ঞেস করল, কিছুক্ষণ আগে আমি কোনো শিশুর কান্না শুনেছি কিনা। আমি বললাম, হ্যাঁ, আমার ছোট ছেলে কাঁদছিল। শুনে তারা মনে হলো হাঁপ ছেড়ে বাঁচল। পুলিশ বললো, কিছুক্ষণ আগে কেউ একজন ফোন করে বলছিল, তারা আশেপাশের কোনও বাসা থেকে শিশুর কান্না শুনছে, সেটা তাদের কাছে স্বাভাবিক সময়ের চাইতে কিছুটা দীর্ঘ মানে হয়েছে! সে জন্যেই পুলিশে কল করা তাদের দায়িত্ব মনে করেছে!
যে কোনো সাধারণ আইন-কানুন ভংগের জন্য এখানে সাধারণত জেল হয় না, তবে গুনতে হয় উচ্চমাপের জরিমানা! সরকারের বক্তব্য হল, শাস্তি হিসেবে যখন নিজের পকেট ফাঁকা হয়ে যাবার ভয় থাকে, মানুষ তখন বেশি সতর্ক হয়ে যায়!
আইন প্রয়োগে অনেক কড়াকড়ি থাকলেও পুলিশকে কখনো দুর্ব্যবহার করতে দেখিনি কারো সাথে। পুলিশ যেমন বেশ বন্ধু ভাবাপন্ন, তেমনি সাধারণ মানুষও আইনের প্রতি শ্রদ্ধাশীল, এমনকি আশেপাশে আদৌ কোনো পুলিশ না থাকলেও।
আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবার ফলে যে কেউ যখন-তখন নিশ্চিন্তে চলাফেরা করে এখানে, এমনকি গভীর রাতেও। যার কারণে নিত্য দিনে জনমনে স্বস্তি থাকেতো বটেই, উপরন্তু বোনাস হিসেবে এটা বিদেশি বিনিয়োগ এবং পর্যটন শিল্পে বিশাল একটা ইতিবাচক ভূমিকা রাখে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
জয় পাঠক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ
২| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৯
নস্টালজিক বলেছেন: ঠিক!
সিঙ্গাপুরের পুলিশ দারুন সহায়তাপরায়ন, দক্ষ!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
জয় পাঠক বলেছেন:
৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সিঙ্গাপুর একবার গিয়ে মাত্র চারদিন ছিলাম। কাজের ঠেলায় খুব একটা ঘুরতে পারিনি। তবে দেশ হিসাবে সিঙ্গাপুর আমাকে মুগ্ধ করেছে। প্রতি বর্গকিলোমিটারে আমাদের চেয়ে বেশি মানুষ বাস করে। কিন্তু সেটা বোঝার কায়দা নেই। তাদের কর্মদক্ষতা দারুন। বিমানবন্দরে অন এরাইভা্ল ভিসাসহ ইমিগ্রেশনে লেগেছে ৪৫ সেকেণ্ড। আমাদের এখানে লাইনে থাকতে হয় ৪৫মিনিট। পরেরটা নাই বললাম। চাঙ্গির মতো ব্যস্ত বিমানবন্দর হলে আমাদের খবর ছিলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
জয় পাঠক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ
৪| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সিঙ্গাপুর বেড়াতে গিয়ে কখনই পায়ে হাঁটা টহল পুলিশ চোখে পড়েনি, গাড়ি নিয়ে ঘুরতে দেখেছি অবশ্য। রাত ২/৩ টার সময়ও দেখিনি পুলিশ, অথচ নিশ্চিন্তে পকেটে ডলার নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়িয়েছি। কি অসাধারন একটা দেশ!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
জয় পাঠক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ
৫| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭
লেখাজোকা শামীম বলেছেন: ইচ্ছে করলেই আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো বানানো যায়। সরকার প্রধান ইচ্ছা করলেই সম্ভব।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
জয় পাঠক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ
৬| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা ভালো লাগল। নিজেও এমনটা দেখেছি। পাবলিক নিজে যেমন নিয়ম মানে তেমনি পুলিশও মানতে বাধ্য করে। পুলিশ সেখানে আসলেই একটা হেল্পিং টিম।
লেখাজোকা শামীম ভাই বলেছেন: ইচ্ছে করলেই আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো বানানো যায়। সরকার প্রধান ইচ্ছা করলেই সম্ভব। - কথাটা একেবারেই মিথ্যে নয়, তবে তারপাশাপাশি জনগনের সদইচ্ছাও থাকতে হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
জয় পাঠক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৯
খেয়া ঘাট বলেছেন: আমাদের দেশেও এরকম নিশ্চিন্ত জীবন যাপনের স্বপ্ন দেখি।