নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় পাঠক

সহজ আলোয় দেখা...

জয় পাঠক

যন্ত্রের জন্যে পদ্য, মানুষের জন্যে গদ্য - এই নিয়ে ভাবাভাবির সারাবেলা

জয় পাঠক › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর সন্দর্শন: যে নদী নদী নয়

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭





সল্প সময়ে সিঙ্গাপুরের বড় বড় স্থাপনাগুলো দেখার সবচাইতে সহজ উপায় হলো সিঙ্গাপুর রিভারে বোট-রাইডিং-এ বেরিয়ে পড়া। মজার ব্যপার হলো, সিঙ্গাপুর রিভার আসলে কিন্ত কোনো নদী নয়, বরং এটি একটি খাল যেটা শহরের মাঝামাঝি হয়ে সমুদ্রের সাথে মিশে গিয়েছে দেশটির দক্ষিণাংশে। সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের পেছনে “নদী”টির রয়েছে সুদীর্ঘ গৌরবজ্জ্বল ইতিহাস।



ক্লার্কি, মেরিনা বে সহ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সিঙ্গাপুর রিভারে নৌ-ভ্রমনে যাওয়া যায়। প্রায় ঘন্টা খানেকের এই রাইডে পৃথিবী বিখ্যাত স্থাপনা গুলো এক নজরে দেখার এক দুর্লভ সুযোগ মেলে। ইঞ্জিন চালিত এই নৌকাগুলো মাঝারি আকারের, ২৫-৩০ জন যাত্রী নিতে পারে বড়জোর, ছাউনি দেয়া আরামদায়ক আসনগুলোর পাশে জানলা দিয়ে হাওয়া খেতে খেতে চলে সিঙ্গাপুর সন্দর্শন। যেতে যেতে ভিডিওতে দেখানো হয় এই মুহূর্তে বোটটি যে স্থান অতিক্রম করছে তার ঐতিহাসিক বিবরণ। বোটের পেছনটায় থাকে খোলা জায়গা। দাঁড়িয়ে নয়ত বসে আয়েশ করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নদী আর নদী পারের সিঙ্গাপুর উপভোগ করতে পারে যে কেউ।



বোট-রাইডে বিভিন্ন কোণ থেকে চোখে পড়বে জগদ্বিখ্যাত মেরিনা বে স্যান্ডস হোটেল, যেটা আসলে পাশাপাশি তিনটা আকাশচুম্বি দালানের উপর জাহাজ আকৃতির বিশাল আরেকটা দালান দিয়ে সাজানো বিস্ময়কর স্থাপত্য। এর কাছাকাছি আছে মার্লায়ন স্ট্যাচু, সিংহ আর মাছের দেহের সংমিশ্রনে অনবদ্য এই শিল্পকলা সিঙ্গাপুরের ন্যাশনাল সিম্বল। আরো চোখে পড়বে মৌচাকের মতো কারুখচিত থিয়েটার স্টুডিও এসপ্লানেড, শাপলা ফুলের ডিজাইনের সায়েন্স এন্ড আর্ট মিউজিয়াম সহ শত শত আকাশচুম্বি দালানের মহাসমারোহ!



সকাল থেকে রাত দশটা পর্যন্ত যখন-তখন ওঠা যাবে বোট রাইডে। দিনের বেলা উপভোগ করা যায় নদীটার একরকম সৌন্দর্য, রাতের বেলার নৌ-ভ্রমনে আবিস্কার করা যায় নদীর উপর ভেসে থাকা লক্ষ বাতির আলোয় ঝলমলে রূপকথার এক আশ্চর্য শহর!



সিঙ্গাপুর রিভারের সার্বিক ব্যবস্থাপনায় থাকে সতন্ত্র একটি প্রতিষ্ঠান। নদীটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ প্রতিষ্ঠানটি পর্যটকদের কাছে আকর্ষন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, যেখান থেকে প্রতিবছর সরকার মিলিয়ন মিলিয়ন ডলার। এদের এতোসব আয়োজন দেখে মনে পড়ে আমার দেশের অভাগা বুড়িগঙ্গার কথা। সেটিও হতে পারতো এমন চমৎকার দর্শনীয় স্থান! কে জানে হয়ত এখনো সেটা সম্ভব, যদি সংশ্লিষ্টদের সদিচ্ছা থাকে।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

ভিটামিন সি বলেছেন: ন্যাশনাল ডে তে ছিলেন নাকি ওখানে? দেখেছেন কত্ত মজার মজার অনুষ্ঠান হয় ন্যাশনাল ডে তে মেরিনা বে এর আপনার বর্ণনার স্থানগুলোতে? সত্যিই খুব মজার। আমি ২০০৮, ২০০৯ আর ২০১২ তে গিয়েছিলাম ন্যাশনাল ডে এর অনুষ্ঠানে।
সুশাসন আর পরিচ্ছন্নতা সব ভালো কিছুর পূর্ব শর্ত।

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

জয় পাঠক বলেছেন: হ্যাঁ, গিয়েছিলাম এবার। অসাধারণ অভিজ্ঞতা।

২| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি বর্ননা সবই ভালো লাগল। শেষে যে আশা করেছেন, বড় জোর সেটাকে আপনি আমি আমাদের দীর্ঘশ্বাসের সাথেই তুলনা করতে পারি। আর কিছু না। :(

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

জয় পাঠক বলেছেন: আশা তার একমাত্র ভেলা :-)

৩| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

ডরোথী সুমী বলেছেন: এ নদী...........কেমন নদী

৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

নানাভাই বলেছেন: ডরোথী সুমী@
জল চাই একটু যদি
দুহাত ভরে উষনো বালু দেয় আমাকে!

৫| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

েবনিটগ বলেছেন: :)

৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

দারুন

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

জয় পাঠক বলেছেন: যাক এবার হাসি ফোটাতে পেরেছি আপনার। আমার গত লেখাটা পড়ে তো মন খারাপ করে ফেলেছিলেন :)

৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে ছবি ব্লগ।
শুভকামনা আপনার জন্য

৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চোখ জুড়িয়ে গেল । ছবি দেখে তো এখনই সিঙ্গাপুর যেতে ইচ্ছে করছে :(

৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: নাইস। ছবিতেই অনেক দেখছি সিঙ্গাপুর। প্রথম স্থাপনাটা খুব পরিচিত।

১০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

প্রিন্স হেক্টর বলেছেন: হায়রে বুড়িগঙ্গা |-) |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.