নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ

জয়গন

জয়গন › বিস্তারিত পোস্টঃ

তীব্র ধিক্কার জানাই শিক্ষাভ্যাটের চিন্তাকে

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

#আলুথালু

#গল্প-১
একজন বৃদ্ধা মহিলা থানায় এসেছেন অভিযোগ নিয়ে - তার জমানো ১০০ টাকা ছিল। গতরাতে সেই জমানো টাকা থেকে ৩০ টাকা চোরে নিয়ে গেছে।
বিস্তারিত মনোযোগ দিয়ে শুনলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । এরপর বললেন আপনার সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে। আপনি একটা এফআইআর/জিডি করে যান আমরা তদন্ত করে দেখব। তদন্ত করে দোষীকে সনাক্ত করে শাস্তিবিধান করব। আর জিডি করার জন্য ৫০ টাকা লাগবে।
বৃদ্ধা মহিলা উৎসুকভাবে জানতে চাইল, তা ৫০ টাকা লাগে লাগুক, তবুও চোরকে শাস্তি দিতে হবে, সে যেন আর কারো কিছু চুরি করতে না পারে। তাতে কি আমি আমার চুরি হওয়া ৩০ টাকা ফেরত পাবো?
পুলিশ বলল- না চোরকে যদি শাস্তি দিতে হয় তবে বামাল (চুরির মাল) প্রমাণ হিসেবে কোর্টে দাখিল করতে হবে, আপনার যে বয়স, তাতে আপনার জীবদ্দশায় কেস শেষ করে এ টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।
বৃদ্ধা তখন কস্টের কান্না চেপে হাঁসতে হাঁসতে বললেন তাহলেতো তোদের চেয়ে (পুলিশের চেয়ে) চোর-ই ভালো!
(সংগৃহীত গল্প, ঈষৎ পরিমার্জিত)

অনুসিদ্ধান্ত :
১. বিগত সরকারে দূর্ণীতি, স্বজনপ্রীতি, রাজাকার সম্পৃক্ততা, খাম্বা চুরি, অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে যতই দূর্ণীতি হোক—

ক) শিক্ষাখাতে ভ্যাট দিতে হয় নি।
খ) আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশী মূল্যে তেল কিনতে হয় নি।
গ) কুইক রেন্টালের দূর্ণীতির বোঝা জনগণকে টানতে হয় নি।
ঘ) রাসূল, ধর্ম ও মুসলমানের উপর আঘাত আসে নি।
ঙ) মিডিয়ার উপর এমন খড়গহস্ত হয় নি এর আগে কেউ। কাল রাতে সরাসরি টিভিতে দেখালো ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর জয় বাংলা শ্লোগান দিয়ে আক্রমণ হল, এতবড় খবর সবকটি চ্যানেল থেকে গায়েব হয়ে গেল কার ইঙ্গিতে?

২. এরশাদের মত স্বৈরাচারী শাসকও শিক্ষাখাতে কর আরোপ করার সাহস দেখায়নি।

৩. পাকিস্তানী শোষকগোষ্ঠী ও এদেশের মানুষকে সুলভে শিক্ষা দিয়েছিল।

৪. ব্রিটিশরাও রক্তচোষার মত চুষেছেন কিন্তু শিক্ষাখাতে কর আরোপ করেন নি।

৫. ব্রিটিশকোম্পানি শাসনামলে শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকলেও কোন কর আরোপ করা হয় নি।


#তবে_আজ_কাদের_হাতে_বাংলাদেশ?

এতকিছুর পরেও সাধুবাদ জানাই অর্থমন্ত্রী আব্দুল মাল কে যিনি শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন।
লতীফকে সাধুবাদ জানাই পদত্যাগী প্রথম বাংলাদেশী মন্ত্রী হিসেবে দৃষ্টান্ত স্থাপনের জন্য।

#মৌলিক_পোস্ট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

জেকলেট বলেছেন: লইট্টা প্রথম না। আর মালের কথা কি আর কমু মাল মাথায় উঠে গেছে

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

জয়গন বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ে বুঝে কমেন্ট করার জন্য।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

রাশেদ ইফতি বলেছেন: ভালো লিখেছেন.।।।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

জয়গন বলেছেন: ধন্যবাদ রাশেদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.