নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ

জয়গন

জয়গন › বিস্তারিত পোস্টঃ

মঙ্গলগ্রহ এখন মার্কিনমুলুক

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

মঙ্গলে পনির উপস্থিতি নিশ্চিত করেছে নাসা।
তথ্যসূত্র : Click This Link

তার মানে মঙ্গল গ্রহটা মার্কিনমুলুক হয়ে গেল! কোন অনাবিষ্কৃত স্থানে যে জাতি আগে পৌছে, আইন অনুযায়ী সে স্থান সে জাতীর হয়ে যায়।মার্কিনীদের এ অর্জনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভীনগ্রহী (প্রবাসীর গ্রহান্তর/সোলার সিস্টেম ভার্সন) কামলাতে পরিণত হবে। তৈরী হবে নতুন অঘোষিত ক্রীতদাস শ্রেণী।

আমাদের দেশে যখন বিশ্ববিদ্যালয় ছিল (পাহাড়পুর বিহার), সভ্যতা ছিল (ওয়ারী বটেশ্বর) তখন আমেরিকা অনাবিষ্কৃত ছিল, সেখানে বাস করত অসভ্য উলঙ্গ রেড ইন্ডিয়ান জাতি। এই তো আঠারো শতাব্দীতে আমেরিকা আবিষ্কার হল আজ তারা গ্রহ জয় করে নিল, আমরা কি করলাম?

কারণ-
১. অযোগ্য নেতৃত্ব।
২. মেধা পাচার।
৩. সৃষ্টিশীলতার প্রতি অনিহা।
৪. মেধাবীদের অবহেলা অবজ্ঞা করা।
৫. দূরদর্শিতার অভাব।
৬. শিক্ষাব্যবস্থার ত্রুটি।
৭. প্রযুক্তির সীমাবদ্ধতা।
৮. স্বল্পমূল্যের নিম্নমানের প্রযুক্তির বাজার তৈরী।

সমাধান-
আমি জানি না, জানলেও বলব না। বললে হয়ত নোবেল পেতে পারি, বাইরের দেশ হয়ত বুকে টেনে নেবে, বাট আমার দেশ রাষ্ট্রযন্ত্র আমাকে ডাস্টবিনে ছুঁড়ে দেবে।

তবে বলতে খুব কষ্ট হয়-
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

কলাবাগান১ বলেছেন: আমরা পেরেছি এক জেনেরেশান গড়ে তুলতে যারা এখন ও বিশ্বাস করে কালো পিপড়া (মুসলমান) আর লাল পিপড়া হল হিন্দু।

পিপড়া তো পিপড়াই তার আবার কি ধর্ম!!

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কলাবাগান১ বলেছেন: তাও এক নেপালি হিন্দু আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্ট মংগল গ্রহে প্রথম এই লবনাক্ত পানি কে সনাক্ত করে, যখন আমরা ব্যস্ত কে নাস্তিক আর কে আস্তিক এটার ফয়সালায়।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

শিকদার ওয়ািলউজ্জামান বলেছেন: মেধা পাচার। সৃষ্টিশীলতার প্রতি অনিহা। শিক্ষাব্যবস্থার ত্রুটি। স্বল্পমূল্যের নিম্নমানের প্রযুক্তির বাজার তৈরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.