![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট থেকে দিরাইর একটি বহমান নদী, আব্দুল করিমের কালনী।
দুঃখিত যান্ত্রিক নগর, তোমার কোলাহলে কাব্যিক ভাষা বাধাগ্রস্থ হয়ে
লড়ছে মানুষ জীবিকার তালাশে, বেকারত্বের হারে!
আর ঘরে বসে অলস সাজে ভাবনার সাগরে ডুব দিচ্ছ
তুমি, সাংবাদিকের চায়ের কাঁপে।
সম্মুখে আজ অগ্রভাগ
নিম্নে উতলা ধরণী ক্লান্ত!
মস্তিষ্কে প্রচন্ড যানযট, তাই
স্বপ্নগুলোও অবারিত ও বারন্ত।
কল্পনার সাগরে বুধ হয়ে বাস্তবতাকে আড়াল করে
কতটা ঢেকে রাখা যায় বল হৃদয়ের রক্তকরন,
অন্ধকারের আধারে হাতাশার অতলে
ঝড়ের তোরে ছিঁড়ে যাওয়া নাবিকের মাস্তুল।
দুপুরের প্রখর রোধের, কড়া তাপে
সোনালী ধান পাকে কৃষকের মাঠে,
তারি মাঝে বেলার বুকভরা প্রার্থণাতে
খরা হয়ে যদি বৃষ্টি নাহি আসে।
মানসিক বিষাদের অনুশাসনে
দুষ্কৃতকারী সামাজিক নোংরামি ,
নিশ্চুপ বসে থাকা অপমানিত সৈনিকের
নীরব অশ্রুসিক্ত প্রতিবাদের শোধ।
তারি মাঝে তুমি গান গেয়ে যাও
একটি শালিকের তরে . . .
মধ্য-দূপুরের কল্পনার স্রোতে
ঝড় হয়ে সাইক্লোন ছুটে
তোমার ভাবনার অন্তরালে!
অনিশ্চিত কিন্তু অবধারিত
তোমার ভাবনাতে রাজ্যের নীতি!
বাস্তবিক সত্য, সেটাকে উপেক্ষা করে
কিছু শব্দ রেখে গেলাম . . .
মরণ হয়ে জীবনের তরে।
লেখাটি সিলেটের প্রখ্যাত বাংলাদেশের স্বনামধন্য ‘সবজান্তা‘ ভূষিত শ্রদ্ধেয় সিনিয়র স্যার
মজলুম কাব্যের নেতা ভাষাসৈনিক আবু হেঁনা , এর নাম স্মরণে।
১৬ ই মে, ২০১৬ রাত ৯:২১
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন!
২| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
যাক, মানুষের জন্য লেখা, জীবন নিয়ে লেখা, আজকের বাংলাদেশ নিয়ে লেখা।
১৬ ই মে, ২০১৬ রাত ৯:৪৬
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আইএসপিগত সমস্যা আর ঘরে ইন্টারনেট না থাকায় অনেক খোজে একটি সাইবার ক্যাফে পেয়েছি যেখানে সামু ব্যবহার করতে কোন সমস্যা হচ্ছে না। এখন থেকে আশা করি আবার কিছুটা সময় আপনাদের লেখা পড়তে পারবো।
আপনাকে অনেক বেশি মিস করি ভাই তাই সবসময় ভাল থাকবেন আর বেশি করে লিখতে থাকবেন। ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার এই প্রত্যাশা।
৩| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:৩৩
গেম চেঞ্জার বলেছেন: ভাল লিখেছেন।
১৬ ই মে, ২০১৬ রাত ৯:৪৭
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাইয়ু আশা করি ভাল আছেন।
৪| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:২০
মুসাফির নামা বলেছেন: চমৎকার কবিতা।+
১৭ ই মে, ২০১৬ রাত ৯:২৭
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
৫| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:২১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালোলাগা রেখে যেতে বাধ্য!
১৭ ই মে, ২০১৬ রাত ১০:২১
কালনী নদী বলেছেন: হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানবে ভাইয়ু!!!
৬| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:০২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:২৩
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
৭| ১৭ ই মে, ২০১৬ রাত ১:০৫
মিজানুর রহমান মিরান বলেছেন: সত্যিই খুব সুন্দর!
১৭ ই মে, ২০১৬ রাত ১০:২৪
কালনী নদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
৮| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫
জেন রসি বলেছেন: চমৎকার।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:২৬
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
৯| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
ডঃ এম এ আলী বলেছেন: অনিশ্চিত কিন্তু অবধারিত
তোমার ভাবনাতে রাজ্যের নীতি!
বাস্তবিক সত্য, সেটাকে উপেক্ষা করে
কিছু শব্দ রেখে গেলাম . . .
মরণ হয়ে জীবনের তরে।
লেখাটি সিলেটের প্রখ্যাত বাংলাদেশের স্বনামধন্য ‘সবজান্তা‘ ভূষিত শ্রদ্ধেয় সিনিয়র স্যার
মজলুম কাব্যের নেতা ভাষাসৈনিক আবু হেঁণা , এর নাম স্মরণ
অসম্ভব ভাল লাগার কবিতা । মজলুম কাব্যের নেতা ভাষাসৈনিক আবু হেঁণা , এর প্রতিউ রইল শ্রদ্ধা ।
কদিন না পেয়ে ছিলাম পেরেশান ভাল লাগছে এখন ।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৬
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর সাথে সাথে আন্তরিকভাবে দু:খিত আবুহেনা নামটি তাড়াহুড়াতে ভুল করেছিলাম বলে।
আসলে অল্প কয়েকদিনে আমরা আত্নার বন্ধনে মিলে গেছি তাই আমিও অনেক মিস করেছি আপনাদের সবাইকে।
তাই সময় করে প্রতিদিন কিছুটা সময় সাইবার ক্যাফেতে দেবার চেস্টা করছি।
আশা করি বাদবাকি সব কিছু আল্লাহর রহমতে ভালই আছে।
সবসময় ভাল থাকেন আর সুস্থ্য থাকেন এই কামণা করি।
১০| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৩৭
নীলপরি বলেছেন: অনিশ্চিত কিন্তু অবধারিত
তোমার ভাবনাতে রাজ্যের নীতি!
বাস্তবিক সত্য, সেটাকে উপেক্ষা করে
কিছু শব্দ রেখে গেলাম . . .
মরণ হয়ে জীবনের তরে।
খুব ভালো লাগলো ।
১৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৭
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পরি বোন, সব সময় ভাল থাকেন আর খুব বেশী সুস্থ্য থাকেন এই কামণা করি।
১১| ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:০৫
সোজোন বাদিয়া বলেছেন: "কল্পনার সাগরে বুঁদ হয়ে বাস্তবতাকে আড়াল করে
কতটা ঢেকে রাখা যায় বল হৃদয়ের রক্তক্ষরণ," - যুগের যন্ত্রণা, প্রতিটি অনুভূতিসম্পন্ন মানুষের জন্য।
খুবই সুন্দর হয়েছে। 'এডিট সোবার' বানানগুলো একসময় দেখে নেবেন।
১৮ ই মে, ২০১৬ রাত ৯:৪৭
কালনী নদী বলেছেন: All you got to do is skip it and stir it up dear poet maybe i wont get myself sober again' but i say its okay! for that i have a plan. you see bijoy proprietor mustofa jobbar has been sued obro manufacture for build up bijoy plug in that cud help obro user get bijoy facilities because bijoy has only bangla qwerty layout for fast bangle typing. on the other hand his case go against open-source copyleft policy. obro has auto correct option so in fact as we nt programmer but cud put them into same level. for that i need internet and some time as well as mustofa jobbar wud like to sue me for that reason. sorry for Eng type. im frm cellphone. enjoy the rainy day 2day em feeling kinda happy. rainfall always get to reach ma heart sooner. oh maybe drunk is just an excuse for the mistake. nah?
১২| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা চাই আরো
১৮ ই মে, ২০১৬ রাত ৯:৪৯
কালনী নদী বলেছেন: সত্যি আমি অনুপ্রাণিত বোন!
নিশ্চয় আরো লেখার চেস্টা করবো পাশাপাশি আপনিও চালিয়ে যাবেন, এই আশা রাখি
১৩| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,
শব্দগুলো জটিল নয় । সহজ সরল বাক্যে কবিতার ভাব বোঝা যায় । তবে গায়ে গতরে শৈল্পিক হয়নি ।
ছন্দ থাকতে হবে । ছন্দের জন্যে অন্তমিল হতেই হবে এমন কথা নেই ।
আরো আরো লিখতে হবে । অপেক্ষায় থাকলুম ।
বানান ভুল বেশী হচ্ছে । সেদিকে খেয়াল রাখুন ।
শুভেচ্ছান্তে ।
১৮ ই মে, ২০১৬ রাত ৯:৫৪
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে ছোট ভাইকে ভুল থেকে তুলে দড়তে আপনার অবদান অপরিসীম! অনেক বেশী অনুপ্রাণিত হলাম ভাইয়া। আশা করি আগামিতেও পাশে থেকে এভাবে সাহায্যের মনোভাব অব্যাহত রাখবেন।
নিশ্চয়ই ভাই আমি বানান ভুলের প্রতি আরো সতর্ক থাকবো। আবারও অসংখ্য ধন্যবাদ ভাইয়ু।
১৪| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:৩৩
সোজোন বাদিয়া বলেছেন: বাংলা ভাষা নিয়ে মোস্তফা জব্বারের ব্যবসাকে আমিও ঘৃণা করি, অত্যন্ত ঘৃণা করি। কিন্তু আপাতত কিছু করার নেই। এই স্বৈরাচারের সাথে তার আবার খুব দহরম-মহরম। কী আর করা, সহ্য করতে হবে। লিখে যান প্রিয় কালনী ভাই।
১৮ ই মে, ২০১৬ রাত ১০:০৯
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আন্তরিকভাবে দু:খিত সেই সময় বাংলাতে লিখা সম্ভব ছিল না তাই ইংরেজিতে লিখতে বাধ্য হয়েছি। আসলে আমাদের বাংলা ভাষার প্রতি যথেস্ট ভালবাসা আছে সেই সাথে রয়েছে অসংখ্য প্রতিবন্ধকতা! আমি চাইলে এখন থেকেই অভ্র ব্যবহার করে নির্ভূল লেখতে পারি কিন্তু অভ্রর সবচেয়ে বড় সমস্য এটার নিজেস্য কোন বাংলা লে-আউট নেই এদিকে মোস্তফা জব্বার বিজয়ের লে-আউট নিজের নামে কপি-রাইট করে রাখছেন এখন চাইলেও কেই এটাতে কনট্রিবিউট করতে পারছেন না। এসব দিক ভাবলে আমাদের দেশের ছেলেদের কোন দোষ দেওয়া ঠিক হবে না যদি সামনের পথ বড়রা নিজ স্বার্থে বন্ধ করে রাখেন। এখনও এই ভাষাকে সামনে নিয়ে যেতে অনেক কাজ বাকি রয়েছে কবি। অন্যান্য ভাষার দিয়ে তুলণা করলে বাংলা ইন্টারনেটে লেখার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। আমি জেনেশোনেও ভুলটা সহজে ঠিক না করে এর একটি বিকল্প চিন্তা করছি যাতে সবাই নির্ভুল লিখতে পারেন আর সেজন্য দরকার সবাইকে আরো বেশি আন্তরিক হওয়া।
মুনির আহমেদ পরে বিজয় হচ্ছে কম্পিউটারের জন্যে এর ভিতরেও অনেক টেকনিক্যাল ফল্ট রয়ে গেছে, মোবাইলে কিন্তু এখনও কোন বাংলা পরিপূর্ণ লে-আউট নেই। এখনও!!! তাই বাংলা ভাষাকে এগিয়ে নিতে এখনও অনেক পথ বাকি রয়েছে।
আপাতত আমি একটি বুদ্ধি বের করেছি যে, অভ্রতে বিজয়ে প্লাগইন ব্যহার করতে পারলে অভ্রর অটো সাজেসন অপসনটাও ব্যবহার করা যাবে। এটা একটা প্রস্তাবণা আমি নিজে এটা করে দেখবো। ঈদানিং একটু ব্যস্ত আছি তাই ইচ্ছা থাকা সত্বেও কাজটা করা হচ্ছে না। মাঝেমধ্যে টেকি ব্লগ করারও ইচ্ছা আছে আমার আর সেটার নীয়মও এখনও জানি না। নিশ্চয় সময় হলে সেটারও ব্যবহার জেনে নেব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি পূণ: মন্তব্যে সহমত প্রকাশ করে অনুপ্রাণিত করার জন্য। আগামীকাল সুন্দর একটি দিনের প্রত্যাশায়। আল্লাহ আমাদের সবার জন্য সহায় হোন।
১৫| ২৮ শে মে, ২০১৬ রাত ১২:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: এগিয়ে যান কবি। শুভাশিস রইল।
২৮ শে মে, ২০১৬ রাত ৮:৪৭
কালনী নদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অণুপ্রাণিত হলেম।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৬ রাত ৯:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর