নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইদা গুলশান আরা হেনা

জুবাইদা গুলশান আরা হেনা › বিস্তারিত পোস্টঃ

ওদের প্রেমিক বলে প্রেমকে অসম্মান করার কোন যুক্তি আছে বলে মনে হয় না!

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

নিজের প্রিয় মেয়েটি হৃদয়ের গভীর অনুভূতি নিয়ে পরীক্ষার ফলাফল জানাতে গেলে বন্ধুসহ ধর্ষণ করলো! তাকে কেন প্রেমিক বলা হলো?
প্রেম স্বর্গীয়। প্রেম কি আগে জানতে হবে। প্রেম ছিল সেই আদিকাল থেকে, আছে এবং থাকবে। কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে মাত্র।
আমার মা ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মা'কে দেখে এবং তার নাচ-গানে মুগ্ধ হয়ে আব্বা নিজের পছন্দের কথা পরিবারে জানান। অল্প বয়সে বিয়ের ব্যাপারে পরিবারের সকলকে রাজী করাতে অনেক ঝক্কি-ঝামেলার পর অনশন পর্যন্ত করতে হয়েছিল আব্বাকে।
আমাদের সময় পত্র মিতালীর খুব প্রচলন ছিল। এ ছাড়া কোন ছেলে কিম্বা মেয়ে পরস্পর পছন্দ হলে বছরের পর বছর অপেক্ষা করতো, সাথীকে নিজের করে পাওয়ার জন্য। মেয়ে অপেক্ষার প্রহর গুণতো কবে ওই ছেলেটি পড়াশুনা শেষ করে চাকরি পেয়ে বিয়ে করবে। লুকিয়ে লুকিয়ে চিঠি-পত্র দেয়া নেয়াটা একটা গুরুত্বপুর্ন ভূমিকা রাখতো। প্রিয়জনের চিঠির জন্য অপেক্ষা ও প্রাপ্তিসুখ এ প্রজন্ম জানেনা! বিয়ে হতো বা হতো না। তবে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হতো।
বর্তমান মোবাইল, ফেইসবুকের প্রভাবে পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। ধরি একজন ছেলে বা মেয়ের কাছের বন্ধুই থাকে ২০-২৫ জন। কাউকে নিয়ে গভীর চিন্তা করা বা স্বপ্ন দেখার অবকাশ কোথায়? প্রেমতো ঘনীভূত হতে পারে না।
প্রেম নামক অদৃশ্য বস্তুটি শুধুমাত্র সিনেমা, নাটক আর উপন্যাসে জায়গা করে নিয়েছে।
সংসার জীবন গড়ার জন্য প্রেম হলো ভিত্তি। প্রেম না থাকলে সংসার সুখের হয় না। প্রেমতো হঠাৎ করে পাওয়া কোন বস্তু নয়। তিলে তিলে গড়ে ওঠে।
যাই হোক, আমরা শংকিত হই, যখন শুনি ফেইসবুকে পরিচয়ে বিয়ের পরেরদিন ছেলেটি পালিয়ে যায়।
ধর্মিয় ও পুরাতন প্রেম কাহিণীতে ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, শিরি-ফরহাদ প্রেমের অপূর্ব সৃষ্টি। প্রেম আর সাময়িক মোহ এক নয়!
এই প্রজন্মের মেয়ে বন্ধুদের কাছে আমার অনুরোধ, তুমি যাকে বন্ধু ভাবছো, সে কি আসলেই তোমাকে অনুভব করে? মানুষটি প্রতারক নয়তো!
একটু চোখ-কান খোলা রেখে তাকে চেনার চেষ্টা করো। জীবন সাথী নির্বাচনের আগে বন্ধুটিকে যাচাই করে নাও, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বুঝে নাও। পরে হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে দিয়ে ভালবাস।
একটুখানি ভুলের জন্য জীবনটা দুর্বিসহ হয়ে যায়।
জীবন অনেক বড়। তোমার পছন্দের মানুষটি ভাল না বাসলে কি হবে! আরেকজন নিশ্চয়ই তোমাকে ভালবাসবে। পৃথিবীতে চলার পথে বন্ধু থাকে, শুধু তাকে চিনে নিতে হয়।
বন্ধু সে, যাকে দেখলে মন হাসে।
বন্ধুরা, তোমাদের সবাইকে পবিত্র শবেবরাত এর শুভেচ্ছা। ভাল থেক সবাই।
সেইসাথে প্রার্থণা করি সন্ত্রাসমুক্ত, ভেজালমুক্ত ও ধর্ষকমুক্ত বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.