নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইদা গুলশান আরা হেনা

জুবাইদা গুলশান আরা হেনা › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমি নেই

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১১

বাংলা একাডেমি ৩৬তম সাধারন সভা
প্রতিবারের মত এবারেও এসেছি
তুমি আমি যেখানটায় বসতাম
সেই একই জায়গায় বসেছি
অনুষ্ঠান শুরুর প্রক্রিয়া, উপস্থাপন
ফেলোশিপ প্রদান
সব কিছু আছে আগের মত
শুধু তুমি নেই
এবারের দাওয়াত কার্ডটির জন্য
দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম
আগের রাতে দারোয়ান এসেছিল
আমার হাতে খামটি দিল
চমকে উঠলাম,একটা কার্ড কেন ?
কার্ড তো আসবে দুটো
মেম্বর তো আমরা দুজনই
মুহূর্তেই স্বাভাবিক হয়ে ভাবলাম
তাইতো তুমিতো নেই
২৭ ডিসেম্বর আমাদের বিয়ে বার্ষিকী
ঠিক দিনে কখনই তোমার মনে থাকেনি
মনে করার দায়ীত্বটা বরাবর আমি
শুধু আমি পালন করেছি
এনিয়ে কত মান অভিমান
এবারে কোন রাগ অনুরাগ
কিছুই নেই
মান ভাঙ্গাতে হবেনা তোমাকে
আর কোনদিন
শুধু তুমি নেই বলে
বাংলা একাডেমির বার্ষিক সাধারন সভাটি
আমার কাছে অনেক পবিত্র মনে হয়
চাকরি , ব্যবসা , সংসার কিছুই যেন
আমার মাথায় নেই
চারিদিকে অনেক গুনী মানুষ
অপলকদৃষ্টিতে সৃজনশীল সব মানুষদের
প্রানভরে দেখি আর ভাবি
এদের মাঝে একদিন তুমিও ছিলে
আজ তুমি নেই
অনুষ্ঠানের চ বিরতি চলছে
একে একে সবাই চলে যাচ্ছে
শুধু আমি একা বসে
কেউ যদি জানতে চায়
আমার প্রিয় খাবার কি ?
চিন্তা-ভাবনা না করেই বলবো
এক কাপ লিকার চা
জানিনা কোন যাদুতে লিকার চা'এ
অভ্যস্ত করেছিলাম তোমাকে
এটা ছিল আমার দাম্পত্য জীবনের
সমযোতার বিশাল বিজয়
এত প্রিয় চা একা খেতে
ভাল লাগেনা আমার
অবচেতন মনে অসহায় চোখ দুটো
খুঁজছে তোমাকে
কি অবুঝ মন আর ব্যাকুল আঁখি
কেনই বা এই বৃথা চেষ্টা
তুমিতো নেই
একে একে সবাই যায়
চা বিরতিতে চায়ের টানে
দু'পা এগিয়ে এক পা পিছিয়ে যাই
একা একা চা খাওয়া আর
বোকা সাজাতো একই কথা
আমি কি একাই বসে থাকবো
এত বড় প্যান্ডেল থাকবো আমি একা
কেমন যেন বেমানান দেখতে
আসলে আমি কার জন্যে অপেক্ষা করছি
জানিতো তুমি নেই
বাংলা একাডেমির সবাই আমার
অনেক আপন
অনেক দিনের চেনা
অনেক জ্ঞানী-গুনী বুদ্ধিজীবিরা
এক কাপ চায়ের জন্য
লাইনে দাঁড়িয়ে আছেন
আমিও দাঁড়ালাম তাদের সাথে
সবার হাতে চায়ের কাপ
কিন্তু আমিতো ভুলে গেছি
একাডেমির কেউ একজন আমার হাতে
এক কাপ চা দিলেন
বিস্ময় তাকিয়ে দেখলাম তাকে
সেকি বুঝতে পেরেছিল
আমি কাপ নিতে ভুলে গেছি!
এমন ছোট খাট ভুলতো
আমার আগেও হত
এখনতো ভুল হওয়াটা
মোটেই উচিত নয়
ভুলটা শোধরাবে কে ?
জানিতো তুম নেই
একাডেমির প্রাঙ্গনে
এতগুনী মানুষের ভিড়
এমন করেতো দেখা হয়না আরা
শিক্ষক , ডাক্তার , ইঞ্জিনিয়ার
আমলা ,মন্ত্রী
সবাই আজ একটাই পরিচয়ে পরিচিত
লেখক ! একজন সৃজনশীল মানুষ
এসব পবিত্র মানুষদের
প্রত্যেকের দিকে একবার
অন্ততঃ একটিবারও যেন
তাকিয়ে দেখতে পারি
কোন গুনীজনই যেন আমার
চোখ এড়িয়ে না যায়
আমি চেষ্টা করি
সবার অগোচরে অবুঝ আঁখি দু'টি
আরও একটি মুখ খোজে
আমি নিরন্তর খুঁজে বেড়াই
বোকা হৃদয় আমার
শুধু শুধুই খুঁজছে আর খুঁজছে
সব চেষ্টাই বৃথা
তুমিতো নেই!
এখনো ঠিক করতে পারছিনা
আমি কি করবো ?
কি করা উচিত আমার
সব লেখকরাই উচ্ছ্বসিত
সবারই কিছু একান্ত মানুষ আছে
আড্ডা দেয়ার
এত মানুষ একাডেমিতে
আর আমিই হাঁটছি একা
মাঝে মাঝে প্রিয় লেখকদের সাথে
শুভেচ্ছা বিনিময় হচ্ছে না
তাতো নয়!
নজরুলের গানটি আজ বড্ড
বেশি করে মনে পড়ছে
পথ হারা পাখি খুঁজে ফেরে একা
আমার জীবনে শুধু আঁধারের লেখা
নজরুল কি আমার কথা ভেবেই
গানটি লিখেছিল ?
এত যুক্তি খুজেতো কোন লাভ নেই
সব কিছু জানি বুঝি
তারপরেও অশান্ত মনকে বুঝাই
তুমিতো নেই
এতক্ষনে আমাকে একটু খানি স্বস্তি দিল
একাডেমির পুকুর পাড়
বিশাল এক পুকুর খনন করেছে
বাংলা একাডেমি
পুকুর পাড়ে বিভিন্ন ফুলের নামে
ছাতা রয়েছে
ছাতার নিচে চেয়ার পাতা
পাশে বিশাল বিশাল
ফুলের ঝাড়
বাহ ! চমৎকার অতি চমৎকার
দেখে মন প্রান ভরে যায়
একটা ছাতা খালি পড়ে আছে
ভাবলাম আমারই জন্য
দেরি করলাম না একটুও
বসে পড়লাম একটা চেয়ারে
পুকুরের দিকে তাকিয়ে দেখলাম
রাজহাঁসরা পানি নিয়ে খেলছে
আবারো নজরুলের গান
কন্ঠে চলে এলো আমার
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম......
খুব খুব মনে পড়ছে তোমাকে
লেখার চেয়ে ছবির ভান্ডার তোমার প্রচুর
শিল্পীর চোখে দেখলে তুমি এর সৌন্দর্যকে
আরো উপলব্ধি করতে পারতে
চাইলেইতো আর সব কিছু
পাওয়া যায় না
চাইলেই তো এই অপরূপ সৌন্দর্য
দেখানো যাবেনা
কিভাবে দেখাবো বল
তুমিতো নেই !
ফিরে আ-স-বে-না কোনদিন

[ আমার স্বামী প্রয়াত লেখক আবিদ হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা কবিতা টি বন্ধুদের সাথে শেয়ার করলাম ।
লেখক আবিদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এম এ পাশ করেছিলেন । তিনি ৩৮ টি বই রচনা করেছেন এবং অসংখ্য ছবি এবং বইয়ের প্রচ্ছদ করেছেন ।লেখক আবিদ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৮ বছর বয়সে ২০০৮ সালের ১৩ আগষ্ট চিরতরে আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন ।
আমরা সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি । ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

নয়ন বিন বাহার বলেছেন: ভাল লাগল.............

২| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

নয়ন বিন বাহার বলেছেন: আপনার স্বামীর রুহের মাগাফিরাত কামনা করি.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.