নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইদা গুলশান আরা হেনা

জুবাইদা গুলশান আরা হেনা › বিস্তারিত পোস্টঃ

আমি নারী, পৃথিবী আমারও!

০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আজ বাংলাদেশ এত চমৎকার একটা খেলা উপহার দিয়েছে , অভিনন্দন বাংলাদেশ দলকে ।
আমি টেলিভিশনের সামনে থেকেও একটা বল কিংবা একটা রান দেখার মন তৈরি করতে পারিনি । গত তিনদিন ধরে চোখ আমার পানিতে ভিজে যাচ্ছে । চোখ দুটো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে । খেলা দেখার জন্য টেলিভিশনের পর্দায় তাকাই কিন্তূ চোখে ভেসে উঠে ১লা বৈশাখের সেই মর্মান্তিক দৃশ্য ! হাত-পা যেন ঠান্ডা হয়ে আসে । ফেসবুকে কারো সাথে চ্যাটিং করাতো দূরের কথা, মোবাইল ফোন রিসিভ করতেও ইচ্ছা হয়না। চোখের বিশ্রামের জন্য চোখ বন্ধ করেও দেখছি সেই বিভৎস দৃশ্য । এমনি ভাবে মনে হয় মানুষ মানসিক রোগী হয়ে যায় ।
নর পিচাশদের বোঝা উচিত ৭১এ যারা মা-বোনদের সম্মান নষ্ট করেছে, এখনো তাদের বিচার হচ্ছে । তখনতো এত মিডিয়া ছিল না । এখন নরপশুরা তো সবার চোখে আটকে আছে ।এদের পশু বললে পশুরাও লজ্জা পাবে ! কারন পশুদেরও একটা জাত আছে ।
আমি একজন নারী, একজন মা, আমার নারীত্বের অহংকার নিয়ে বলছি- এই বিচার বাংলার মাটিতে হবেই! এই বিচার যতদিন না হবে, ততদিন বাংলার প্রতিটি পুরুষ তার মা-বোনদের দিকে তাকাতে লজ্জায় মাথা নত হতে আসবে ।
নিজের মা-বোনদের কাছে বলতে পারবে আমরা এই মানুষ নামধারী পশুদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি ।
আমি অত্যন্ত আবেগপ্রবন হয়ে আছি। বন্ধু আমি তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করার মত মন তৈরি করতে পারছি না । টর্নেডোর মত আমার ভেতর সব ওলট-পালট হয়ে যাচ্ছে ।
বন্ধুরা আমার স্টাটাসে আমি তোমাদের কাছ থেকে এত পরিমান সাড়া পেয়েছি, আমি অভিভূত, কৃতজ্ঞ । তোমরা আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা । তোমরা আমার সাথে থেক ।
আমি জানি তোমরাও অনেক কষ্ট পাচ্ছ । নারীকে অপমান মানে সমস্ত জাতিকে অপমান, 'মা' জাতিকে অপমান ।
আমরা 'মা' জাতির অপমানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।
বন্ধুরা তোমরা ভাল থেক, সুন্দর থেক, সুস্থ থেক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.