![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেম্বর - রাস্তা দিয়া যাওয়ার সময় শুনলাম কি যেন পড়াচ্ছেন, ছাত্রদের !
শিক্ষক - একটা ভাব সম্প্রসারন ছাত্রদের বুঝালাম ।
মেম্বর - কথাডা কি বললেন মাস্টার সাব ?
শিক্ষক -" স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ।"
মেম্বর - কথাডা ঠিক বললেন না মাস্টার সাব !
শিক্ষক - মেম্বর সাব, আমি শিক্ষক মানুষ ছাত্রদের মিথ্যা কিছু শিখাবো না ।
মেম্বর - মিথ্যা কেন শিখাবেন ! কোন জায়গায় একটা বোঝার ভুল হইতেছে । আমি বলতেছি দেশ স্বাধীন করতে যে কত মানুষ রক্ত দিছে । কত মা বোন তাদের ইজ্জত দিছে । কত মানুষের ঘর - বাড়ি পোড়াইয়া দিছে আপনি দেখেন নাই , আমরা দেখছি ।
শিক্ষক - ইতিহাস ইতিহাসই , দেখার দরকার হয়না , দেশের ইতিহাস জানতে হয় ।
মেম্বর - আমরা মুক্তিযুদ্ধ করছি, আমার একটা হাত নাই , মুক্তিযুদ্ধের সময় হাতে গুলি লাগছিল । যুদ্ধ যে কত কঠিন আপনি জানেন না মাস্টার সাব ! আপনি তখন ছোট ছিলেন !
শিক্ষক - মেম্বর সাব, যে কঠিন যুদ্ধ কইরা দেশটারে স্বাধীন করলেন , তার চেয়েও কঠিন কাজ এই স্বাধীনতা রক্ষা করা । একবারও কি ভেবে দেখেছেন , কেন আমরা দেশ স্বাধীন করলাম ! একটু তাকিয়ে দেখেন । সোনার বাংলার মানুষ নিজেদের দেশের মানুষের গাড়ি পোড়াচ্ছে ! একজন মানুষ আরেকজন মানুষকে পেট্রল বোমা মারছে ! খাবারে ভেজাল মিশাচ্ছে ! ফরমালিন দিয়ে ফল-ফলাদি বিষাক্ত করে তুলছে ! ট্যানারীর বর্জ দিয়ে তৈরি করছে মাছ-মুরগীর খাবার ! ফলে মানুষ ক্যান্সারের মত মরন ব্যধীতে আক্রান্ত হচ্ছে ।
একে কী বলে স্বাধীনতা ?
আমরা দেশকে ভালবাসবো । মানুষের সুখের জন্যে আমরা যে জায়গাটিতে আছি সেখান থেকে কাজ করতে হবে । স্বাধীনতা অর্জনের যুদ্ধও ৯ মাসে নিষ্পত্তি হয়েছে । কিন্তু স্বাধীনতা রক্ষার সংগ্রাম আমাদের প্রতিনিয়ত করতে হবে । তবেই সোনার বাংলা সোনায় ভরে উঠবে ।
মেম্বর - মাস্টার সাব, এইবার আপনার মনের কথাডা বুঝতে পারলাম ।
আমরা সবাই সুন্দর এবং নিরাপদ জীবন চাই ।
©somewhere in net ltd.