![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত সুন্দর দেখ আমরা শিশু
গাই তব জীবনের গান
অপরূপ পৃথিবীকে মধুময় করতে
আমাদেরও আছে অবদান
আমরা চাই অধিকার
অধিকার চাই অধিকার!
আজ ১২ জুন। বিশ্ব-শিশু-শ্রম প্রতিরোধ দিবস। শিশু-শ্রমকে না বলুন, মান সম্মত শিক্ষাকে হা বলুন।
এই শ্লোগানকে সামনে রেখে যে বিষয়টি প্রথমেই আমাদের সামনে আসে তা হলো, শিশু-শ্রম বন্ধ করে শতভাগ শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। তাকে হাসি-খুশিতে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিশুরা অর্থনৈতিক কারনেই ঝুঁকিপূর্ন কাজ করে। শিশু-শ্রম অবসানের কিছুটা উন্নতি হলেও, মোটেই আশাব্যঞ্জক নয়। সব শিশুদের সমান অধিকার দেওয়া উচিত। শিশুদের যে কাজটি দেয়ার কথা সেটি তার মা-বাবাকে দেয়া যেতে পারে। তাত্ত্বিক কথা বলে সভা -সেমিনার যতই করা হোক জনগণ সচেতন না হলে, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ নির্মূল করা সহজ হবে না। তবে একটা সুন্দর সমাধান আছে- যারা শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেন তাদের শাস্তি হওয়া উচিত।
১৯৯৫ সাল থেকে শিশুদের নিয়ে কাজ করছি। যতদিন বেচে থাকবো শিশুদের সাথে থাকবো। সাহিত্যক্ষেত্রে যতটুকু অবদান রাখতে পেরেছি তার সিংহভাগ শিশুদের নিয়ে কাজ করেছি।
বন্ধুরা, আমাদের চারিপাশের শিশুরা যেন ঝুঁকিপূর্ণ কাজ না করে। আমরাই পারি শিশু-শ্রম বন্ধ করতে। তোমরা সবাই ভাল থেক। নতুন প্রজন্মকে সুস্থ- সুন্দর পৃথিবী উপহার দেয়ার প্রত্যয়ে আমি তোমাদের সাথে আছি, থাকবো।
©somewhere in net ltd.