![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একটা ভালো ছেলে এর সাথে বিয়ে হয়ে গেলেই বেচে যাই।"
ভবিষ্যতের চিন্তা-ভাবনা কি? জিজ্ঞাসা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধয়নরত একজন ছাত্রী এর বক্তব্য। গত কয়েক মাসে এরকম প্রশ্ন অনেক মেয়েকেই করেছি। যাদের সকলেই বিশ্ববিদ্যালয়ে অধয়নরত। আর প্রশ্নের উত্তর অনেকটা সবারই একই রকম। একজনকেও পেলামনা, যে বলেছে সে একটি কোম্পানি এর সিইও বা এমজি বা এধরনের বড় কোনো জায়গায় যেতে চায়। বিশ্ববিদ্যালয়ে অধয়নরত মেয়েদের চিন্তাচেতনায় যদি এধরনের হয়,তাহলে গ্রাম এর মেয়েরা কি করবে?
অনেকে মেয়েই আমাকে বলেছে, যে তার জন্য যেন একটা টিউসনি যোগার করে দেই। আমি তাদের বলেছি যে তোমরা প্রোগ্রামিং বা ফোটোগ্রাফি শিখে ফেল আমি তোমাদের সাহায্য করব। আউটসোর্সিং করে বা ওয়েডিং বা ফ্যাশন হাউজে কাজ করে টিউসনি এর চেয়ে অনেক বেশি টাকা পাবে।
প্রোগ্রামিং, ওরে ঐসবত আমার মাথায়ই ঢুকবেনা। আমি বললাম HTML বা CSS, এগুলো খুব সহজ এগুলো শিখ। এগুলো অনেক সহজ। পাচ মিনিট HTML দেখানোর পরেই একটু ফেসবুক চেক করে নেই সেইযে ফেসবুকে বসলো, তারপরে সুরু হলো এই শাড়িটা অনেক সুন্দর। তারপরে শাড়ি-মেকআপ এসব নিয়ে বান্ধবীকে নক করা এবং সময়টাকে পার করে দেয়া বুঝলাম তাকে HTML শেখানোর চেস্টাটা আমার ব্যর্থ।
তার পরে অন্য একজনকে বললাম, ফোটোগ্রাফি তা শিখে ফেল আমি তোমাকে শিখিয়ে দেব। দেখো এটা হবেনা। আমার বাবা-মা বা বয়-ফ্রেন্ড মানবেনা। বাসা এর বাইরে থাকতে দেবেনা। আমি বললাম, যখন প্রেম করা শুরু করেছিলে তখন কি বাসা থেকে নিয়েছিলে, উত্তর "না" আমি বললাম তাহলে ফোটোগ্রাফি শুরু করার জন্য বাসা বা বয়-ফ্রেন্ড কে কেন বলতে হবে? আর রাতে বাসা থেকে বের হতে দেবেনা, বাসায় বুঝাও যে,আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছিনা।
কিছুদিন আগে একজন মেয়ের সাথে কথা হচ্ছিল, সে আমাকে বলল, আমার পরিবার এর ধারা থেকে আমি বের হয়ে এসেছি কিছুটা। শুনে বেশ ভালো লেগেছিল, যে আমাদের দেশ এর মেয়েরা সামনে যাচ্ছে। কিন্তু সেই দিন সন্ধা বেলায় তিনি যখন আমার সাথে ছিলেন এবং তখন তিনি আমাকে বললেন তারাতারি বাসায় ফিরতে হবে। কারণ আব্বু বকা দিবে দেরী করে বাসায় ফিরলে।
এসকল ঘটনা একারণেই বললাম,এই হচ্ছে আমাদের দেশ এর মেয়েদের মানসকিতা। আর এধরনের মেয়দের সংখাই বেশি।
মেয়েদের এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। তবেই মিলবে প্রকৃত নারী মুক্তি। পরিবার রাজি হচ্ছেনা, তাদের কে বোঝাতে হবে। বয়-ফ্রেন্ড কেও বোঝাতে হবে। তাদের বোঝাতে হবে, আপনি একজন মানুষ। আপনের অধিকার আছে আপনার মত বেচে থাকতে। ভালো কিছু করতে। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে। কেউ দেবেনা। হতে হবে আত্মবিশ্বাসী। হতে হবে অনেক বেশি পজিটিভ। নিজেকে ভাবতে হবে, এ পৃথিবী এর সম্রাজ্ঞী।
২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫
তারেক বলেছেন: সবহ তো ঠিক আছে। মেয়েদের মানসিকতাও ঠিক আছে এবং চমৎকার। সমস্যা কোথায় বুঝলাম না।
৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
লাইট ভাই বলেছেন: বুঝলাম, আপনি বড়্ই মডারন। মডারনগিরি না দেখালেও পারেন স্যার।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯
নিশি মানব বলেছেন: দাদা,
আমি ফটোগ্রাফী শিখতে চাই।শিখাবেন আমাকে?