নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুবাইর বাংলা

আলোকচিত্রি

যুবাইর বাংলা › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত মডেল

০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৯

যদিও আমি ফ্যাশন ফটোগ্রাফার না, তবুও মাঝে মাঝে কিছু কাজ করতে হয়েছে। করতে গিয়ে কিছু দুঃখজনকও তিক্ত অভিজ্ঞতা হয়েছে।
১. ফোন বা ফেসবুকে মডেলকে না পাওয়া। ফেসবুকে মেসেজ দেখা সত্ত্বেও উত্তর না দেয়া। আমি ঠিক জানিনা, ফোন না ধরা এবং মেসেজ এর উত্তর না দেয়া ধরনের ভদ্রতা।
২. সময়মত না আসা। এমনও অনেক হয়েছে, আমরা ক্যামেরা, লেন্স, লাইট সবকিছু ভাড়া করে এনেছি, আমরা যখন মডেল এর জন্য অপেক্ষা করছি, সেই সময়ে তার ফোন, আমার একটা জরুরি কাজ পরে গেছে, অথবা আমি একটু অসুস্থ পরেছি ইত্যাদি। এমনও কয়েকজন পেয়েছি, শুট এর সময়ে আসবেনা এমনকি ফোনও ধরবেনা।
৩. আমাদের কাছ থেকে অতিরিক্ত পারিশ্রমিক নেয়ার জন্য আমাদের যখন বলে, ভাইয়া, অমিত ওই কোম্পানি এর কাজ করলাম, এই কোম্পানি এর বিলবোর্ড করলাম, অমুক ম্যাগাজিন এর কাজ করলাম। যখন বলি, ঠিক আছে, তোমার আগের দু একটা কাজ দেখি, উত্তর, ভাইয়া, ওরাত ছবি দেয়না, আমিই দেখিনাই বিলবোর্ডটা কোথায়, ম্যাগাজিনটা আমি এখনো হাতে পাইনাই এরকম আরো অনেক কথা।
৪. কয়েকজন নিজেই নিজের মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করে আসে। এমন মেকআপ করে আসে, যে মুখতো পুরা প্লাস্টিক বানিয়ে নিয়ে আসে, মুখের রঙ একরকম আর গলার রঙ একরকম আর বুক এর রঙ অন্যরকম। মনে হয় সামনে একটা প্লাস্টিক এর পুতুল দাড়িয়ে আছে।
৫. ছবি তোলা শেষ হলেই ভাইয়া, ছবি আমাকে কবে দিবেন? ফেসবুকে ট্যাগ করবেন, প্রাইভেসি দিবেন, ফোন এর পরে ফোন, ফেসবুক বার বার নক করা ছব এর জন্য। অনেকত বলে, ভাইয়া, ছবি এডিট করার দরকার নেই, আপনি আমাকে র ছবিই দিবেন

যুবাইর বিন ইকবাল

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৩০

কাজী রায়হান বলেছেন: এটা কি ছেলে মেয়ে উভয় মডেলদের ক্ষেত্রে ?

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৫

মুক্ত পাখির রাজা বলেছেন: অতি সত্য কথন।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯

তামিম ইবনে আমান বলেছেন: ওয়াও! আপনি একজন ফটোগ্রাফার!!!! আমার একটা ছবি তুলে দিবেন ? :!> :!> :!> :#> :#> :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.