নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখোশের অন্তরালে

Myself I am not a perfect person. I try to express honesty and humanity without hurting others but some time its beyond my choice. I love my country. I respect others opinion with agree or disagree.

মুখোশের অন্তরালে

ভিন্নমত/ভিন্নপথ পোষনকারীরা ও আমার বন্ধু, শুভাখাঙ্কি ও আত্নীয়। আপনাদের ভিন্নমত ভিন্নপথগুলি আমি সন্মান করি যথক্ষন না ত্বথ্য-উপাত্ত্ব, যুক্তি-তর্ক শালীনতা পাড়ি না দেয়। আর ততক্ষন পর্যন্ত যথক্ষন না আমার অহমিকায় আঘাত করেন।---- I like to know the truth, but myself I am not a perfect person. I try to express honesty and humanity without hurting others but some time its beyond my choice. I love my country. I respect others opinion with agree or disagree.

মুখোশের অন্তরালে › বিস্তারিত পোস্টঃ

মুসলমান হতে হলে গরুর মাংস খেতেই হবে?

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪৬

মুসলমান হতে হলে গরুর মাংস খেতেই হবে? ইসলামী শরীয়তে এমন কোন দাবী/ব্যাখ্যা/ফতোয়া নাই!

বরং ভৌগলিক অবস্থানের ভিত্তিতে জীবন যাপন করাই ইসলামী শরীয়তের বিধান।

আর মুসলমানের বাচ্চাদের একান্তই যদি গো-মাংস খেতেই হয়! তাহলে গরু চাষ করে খাও!

মানে = গরু লালন-পালন করুন বেশী বেশী পশু খামার গড়ে তুলুন।

তাতে নিজেদের গরুর মাংস খাওয়া যাবে, চামড়া পাওয়া যাবে আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থ সেভ করা যাবে। যা প্রতি বছর ভারতে চলে যেত!

আমাদের যদি লজ্জা-শরম নামের বালাই থেকে থাকে - তাহলে সাম্প্রদায়িক হিন্দু প্রতিবেশী দেশ ভারতের গরু সহ সকল পণ্য ধিরে ধিরে বর্জন করা উচিত।

আর যদি নির্লজ্জ-বেশরম হই তাহলে - ভারতের পদ লেহন করে বলি .... মেরা ভারত তেরা ভারত মহান হ্যায়, জয় ভারত মাতা কি জয়, জয় গো-মাতা কি জয়।

আমরাও চাই ইন্ডিয়া তাদের গরু দেবতার ব্যাপারে বর্ডারে কড়াকড়ি করুক। লাভ বেশী বাংলাদেশেরই। বাংলাদেশের গরু খাওয়া জনগণ নিজেরা গরু পালন করুক। এতে বাংলাদেশের বিপুল পরিমান অর্থ সাশ্রয় করতে পারবে। এই বিপুল অর্থ সেভ হওয়া সহ অর্থনীতির আরও কতগুলো খাতও গড়ে উঠবে এতে। এমনি এমনি এসব বলছি না, কারণ বাংলাদেশে কি পোল্ট্রি শিল্প গড়ে উঠে নি। উঠেছে। কারণ কি? রাষ্ট্র এক্ষেত্রে যথেষ্ট সহায়তা দিয়েছে। আর অবাধে মুরগী চোরাচালানীও হয় নি।

৩৯ হাজার কোটি টাকার মধ্যে ২০ হাজার কোটি টাকাও যদি গ্রামের কৃষকদের হাতে ঘুরে সেটাও এক বিরাট পাওয়া বাংলাদেশের গ্রামের জন্যে। আমরা এই সুযোগ ছাড়বো কেন ? ওদেরকে বরং বর্ডার কড়াকড়িতে সহায়তা দেয়া দরকার।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রহরারত বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং হিন্দু মৌলবাদী দল বিজেপির নেতা রাজনাথ সিং বলেনঃ
"আমাকে বলা হয়েছে যে বিএসএফের কড়া নজরদারিতে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশে সম্প্রতি গরুর মাংসের দাম ৩০ ভাগ বেড়ে গেছে।’
‘আপনারা নজরদারি আরো বাড়িয়ে দিন যাতে গরু পাচার পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে গরুর মাংসের দাম আরো ৭০-৮০ শতাংশ বেড়ে যায় যাতে বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া ছেড়ে দেয়,’

কিন্তু যতই ওরা এসব বলুক না কেন ওরা বর্ডার চেক দেবে না। অর্থের মত নারায়ণ আর নাই। ওরা এটা জানে। এসব হল অহেতুক ফালাফালি।

তবে আমাদের সতর্ক হওয়ার এখনি মোক্ষম সময়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:২১

সচেতনহ্যাপী বলেছেন: শুধু চেক বা কড়াকড়ি নয় আমরা চাই ওরা একেবারেই রপ্তানী বন্ধ করে দিক আর তা শুধু আমাদের দেশেই নয় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের তাবৎ দেশে।।
না বলে পারছি না মাতার মাংস খাওয়া যাবে না কিন্তু তার চামড়া দিয়ে বানানো জুতা,স্যান্ডেল পায়ে দেয়া যাবে!! অবাক পৃথিবী!!

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

মুখোশের অন্তরালে বলেছেন: যদিওবা তারা ধর্মান্ধ হয়ে কথাটি বলেছেন - এটি আমাদের দেশের জন্য ইতিবাচক হয়ে দেখা দিবে। দেশের টাকা দেশেই থাকবে আর আমরা ধিরে ধিরে স্বনির্ভর হয়ে উঠবো।

২| ১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:১৭

স্পাইক্র্যাফট বলেছেন: লোল... এধরনের হাস্যকর বিপ্লবীমার্কা কমেন্ট কত দেখছি... কিন্তু ঘুরে ফিরে দেখা যায় নিজের ঘরের অর্ধেক মালই ইন্ডিয়ান!

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪

মুখোশের অন্তরালে বলেছেন: তাও ঠিক বলেছেন -
তবে আমাদেরকে নিজের দেশপ্রেম ও উৎপাদন বাড়াতে হবে।

৩| ১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এয়ারটেল সিমটা ফেলে দেবো যে সেই সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নিয়েছি। ফেলবো বলতে আস্ত না, দুইপাশ থেকে ধরে চাপ দিয়ে ঠকাশ একটা শব্দের পর ফেলবো। সেকেন্ডারী সিম হিসেবে আছে রবি। রবির নেটওয়ার্কতো বেশ ভালো, এখন টেলিটক নেওয়াটা কি ভালো হবে? নাকি গ্রামীণফোন নিলে ভালো হয়??

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৮

মুখোশের অন্তরালে বলেছেন: রবি ও জিপি ভালই সার্ভিস দেয়।
এয়ারটেল থেকে অনেক ভাল।

৪| ১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: অনেকদিন ধরে ব্লগে আসি না। পর্যবেক্ষণ বাটনটা চাপতে ভুলে গিয়েছিলাম। তাই আবার মন্তব্য করলাম। :)

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

মুখোশের অন্তরালে বলেছেন: হাহাহা...
আমিও এখানে নতুন ব্লগার!
আপনাকে অশেষ ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

মেহেদী_বিএনসিসি বলেছেন: গরু না খেলে মানুষ মরেনা.......মরে সেগুলো পাচার করতে গিয়ে.........আর কিছু না হোক......এ উছিলায় বর্ডার হত্যাটা কিছুটা কমবে.......।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২

মুখোশের অন্তরালে বলেছেন: তাহলে তো আমারা বরং সকল দিক থেকে রেহাই পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.