নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
'হরিদাস পাল' হচ্ছে সমাজের 'নন্দলাল' কিসিমে’র মানুষ। এরা অতিরিক্ত কথা বলে, বড়ো বড়ো কথা বলে, নিজেকে সর্বজ্ঞানী মনে করে, সব বিষয়ে নাক গলায় কিন্তু কাজের নামে লবডঙ্কা। চট্টগ্রামের কবি জ্যোতির্ময় নন্দীর বহুল আলোচিত একটা কবিতা আছে হরিদাস পাল বিষয়ে। কবিতার নামঃ-
~~ অই যে চশমাধারী ~~
অই যে চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, যেন সারা দীন-দুনিয়ার যাবতীয়
দায়ভার তারই বৃষ স্কন্ধে কেউ চাপিয়ে দিয়েছে;
যেন সে পটল তুললে দুনিয়া এতিম হয়ে যাবে।
কিন্তু অই চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, জানে না যে ওর মতো কত শত
‘বালস্য বাল / হরিদাস পাল’ পৃথিবীর-প্রকৃতির
প্রগাঢ় প্রস্রাবের ফেনায় ভেসে গেছে……..।
(এই কবিতার চরিত্র হরহামেশাই আমাদের চোখের সামনে থাকলেও কেউ কখনো চক্ষু লজ্জায় কিম্বা ভয়ে 'হরিদাস পাল'/'নন্দলাল'দের সম্পর্কে টু শব্দ না করলেও মুখ টিপে ঠিকই হাসে। কিন্তু 'হরিদাস পাল' /'নন্দলাল'দের বেহায়া চক্ষু চর্ম ভেদ করে তাদের পাথুরে মন লজ্জিত করে না)!
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০৫
জুল ভার্ন বলেছেন: আমজনতা সবাই বুঝলেও হরিদাস পাল তার সমস্যা বোঝেননা।
২| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৭
ঈশান মাহমুদ বলেছেন: পৃথিবীতে কেউ অনিবার্য নয়। কিন্তু অর্থ আর ক্ষমতার দম্ভে কেউ কেউ সেটা ভুলে যায়। সে হয়তো মনে করে, তাকে ছাড়া পৃথিবী অচল। কিন্তু তার প্রয়াণের সঙ্গে সঙ্গে প্রকৃতি খুব দ্রুতই শূন্য স্থান পূরণ করে ফেলবে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না।
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০৬
জুল ভার্ন বলেছেন: ক্ষমতার দম্ভে চিরন্তন সত্যকেও ওরা ভুলে যায়।
৩| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাখানি আগে পড়া হয় নাই।
কবিতা পছন্দ হইছে।
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: খুব বিখ্যাত কবিতা।
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৫
শেরজা তপন বলেছেন: আজকে অনেক এমনতর হরিদাস পালের দেখা পাচ্ছি! নিজেকেও হরিদাস পাল মনে হচ্ছে
আসেন পালাই...
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: পালাবার কোনো পথ নাই।
৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: পড়লাম।
ভালো থাকুন ।
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: হরিদাস পালরা ভাবে থাকে। অনেকে ইচ্ছায় ভাব দেখায় অনেকের মানসিক সমস্যা আছে।