নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

Marina Abramovich - Experiment: Rhythm

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

Marina Abramovich - Experiment: Rhythm



নিশ্চয়ই আমাদের অনেকেরই মনে আছে Marina Abramovich এর কথা।
মানুষ যে আসলে সমাজ-সন্ত্রস্ত একপ্রকারের জন্তু, এই পোস্টে আবারও সে কথাই বলতে চাইছি।
১৯৭৪ সালে একজন পারফর্মেন্স আর্টিস্ট হিসেবে Marina Abramovich মানব চরিত্রের বিকারগস্ততা নিয়ে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন, যার নাম দিয়েছিলেনঃ Experiment: Rhythm 0
কী ছিলো সেইবপারফর্মেন্স?

নিজেকে 'বস্তু' হিসেবে তথাকথিত সভ্য সমাজে উপস্থাপিত করা। উনি টেবিলের উপর ৭২ টি জিনিশ ছড়িয়ে রেখেছিলেন এবং ছয় ঘণ্টা একটা ঘরের মধ্যে জড়বস্তুর মতো স্থির দাঁড়িয়ে থেকে দেখতে চেয়েছিলেন, যে বা যারা এই প্রদর্শনী দেখতে এসেছে তারা ঠিক কীভাবে টেবিলে রাখা জিনিশগুলি তার উপর ব্যবহার করে।
"টেবিলে ৭২ টি অবজেক্ট রয়েছে, এগুলি যে ভাবে ইচ্ছে আমার উপর ব্যবহার করা যেতে পারে"- ঠিক এই বাক্য সম্বলিত একটি নোটিশ বোর্ড নিয়ে আব্রামোভিচ ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন:
পারফর্মেন্স: আমি বস্তু (Object)।
"আমার উপর যা কিছু করা হবে, সে সবকিছুর দায়ভার আমার।
সময়কাল: ৬ ঘণ্টা (রাত ৮-টা থেকে ২-টো)"

সেই নির্দিষ্ট ছয় ঘণ্টার মধ্যে যা যা ঘটেছিল খুব কম করে বলতে গেলেও বলতে হয় ভয়াবহ, বীভৎস, নারকীয়।
প্রথম থেকে দ্বিতীয় ঘন্টাঃ মৃদু আলো আঁধারিতে প্রথম সামান্য টিপ্পনী তামাশার মধ্যে সীমাবদ্ধ ছিল। কেউ মারিনা-কে হাল্কা ছুঁয়ে দিয়েছে। কেউ-বা হাত ধরে, কাপড় ধরে টেনেছে। কেউ কেউ তাকে কিছুটা অন্তরঙ্গভাবে স্পর্শ করেছে।
তৃতীয় ঘন্টায় তার পরিধেয় সমস্ত কাপড় কেটে/ছিড়ে ফেলা হয়। চতুর্থ ঘণ্টায় শুরু হয় যৌন নির্যাতন। শুধু যৌন নির্যাতনেই শেষ নয়, ব্লেড দিয়ে তার মসৃণ ত্বক, শরীরের স্পর্শ কাতর স্থানে আঘাত, আঁচড় কাটতে শুরু করে..
Marina Abramovich এই পারফর্মেন্সটার প্রতি এতটাই দায়বদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে, তিনি ঠিকই করে নিয়েছিলেন ধর্ষণ বা হত্যার চেষ্টা হলেও, প্রতিরোধ করবেন না।

শেষ দু'ঘণ্টার অবস্থা আরও খারাপ হয়েছিল। Marina Abramovich পরে বলেছিলেন, “I felt raped, they cut off the clothes, they stuck me with thorns of rose in the stomach, aimed the gun to my head, another came apart.”
নির্দিষ্ট ছয় ঘণ্টা শেষ হলে, হল রুমের সব আলো জ্বেলে আব্রামোভিচ যখন উপস্থিত দর্শকদের মধ্যে হাঁটতে শুরু করলেন, তখন কেউ আর তার মুখের দিকে তাকাচ্ছিল না। যারা তাকে এতক্ষণ ধরে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তারা যেন সবাই মারিয়নাকে এড়িয়ে যেতে চাইছে। এতক্ষণ যা যা হয়েছে, ওই ঘরের ভিতর যারা তাকে নির্যাতন ক'রে প্রভূত মজা পেয়েছে, সেই তারাই যেন মুহূর্তে সব ভুলে গেছে, কেউ কিছুই করেনি তেমন ভাব করছে (বা ভুলে যাওয়ার ভান করছে)।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু মানুষ নিশ্চয়ই তার দেয়া এই সুযোগ গ্রহণ করেনি। যারা ফায়দা লুটেছে সেটাই মনে হয় বলা হয়েছে। যারা সুযোগ পেয়েও কিছু করেনি তাদের কথাও মারিনার বলা উচিত ছিল। এটা তো সবার জন্য উন্মুক্ত ছিল। সবাই তো নিশ্চয়ই যায় নি।

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

জুল ভার্ন বলেছেন: যেহেতু মওকা পেয়ে সবাই গিয়েছিলো-সেহেতু কেউ যায়নি বলার সুযোগ নাই :)

২| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: মারিনা আব্রামোভিচ এর নাম কিংবা তার এ গল্পটার কথা আমি আগে শুনিনি। কিন্তু তার এই এক্সপেরিমেন্ট রীদম মানুষের অভ্যন্তরে বাস করা পশুত্বের মুখোশ উন্মোচন করেছে, এ কথা অবশ্যই এখন বলতে পারি।

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৮

জুল ভার্ন বলেছেন: ভাইজান, মারিনা আব্রামোভিচ গুণে বহুগুনান্বীত খুব বিখ্যাত একজন শিল্পী এবং মনস্ততবিদ। ওনার নাম লিখে ইন্টার নেটে সার্চ দিলে অনেক কিছু জানতে পারবেন। তিনি নিজেকে নিয়ে এমন ওপেন এক্সপ্রিমেন্ট করেছিলেন পুরুষের কালো দিকটা উন্মোচণ করতেই।

৩| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অমানবিক কাজ কারবার।

২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২০

জুল ভার্ন বলেছেন: মানুষের যে টুকু আমরা দেখতে পাই সেটুকুই সুন্দর, আর আর গোপণীয় তাই অসুন্দর যা নিজের জীবন দিয়ে তুলে ধরেছিলেন মারিনা আব্রামোভিচ।

৪| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




মারিনার এই এক্সপেরিমেন্ট সম্পর্কে আগে থেকেই জানা ছিলো।
পরিধানে দামী পোষাক আর সুন্দর মুখশ্রী থাকলেও মানুষ আদতেই যে এক একটা পশু সেটা প্রমান করাই ছিলো তার লক্ষ্য।

২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

জুল ভার্ন বলেছেন: মানুষের মুখটা হচ্ছে মূখোশ, আর মুখোশের আড়ালে আসল- যা মারিনা হাতে কলমে প্রমাণ করিয়ে দিয়েছেন।

৫| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মানুষের অবচেতন মনের আড়ালে প্রায় সমস্তটাই অন্ধকার।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

জুল ভার্ন বলেছেন: অবচেতন মনে নয়, সচেতন মনেই নারী নির্যাতন করে। পৃথিবীতে একমাত্র অপরাধ যা অপরাধী পরিকল্পিত ভাবে করে -সেটা হচ্ছে ধর্ষণ।

৬| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি জানি বিষয়টি।
সম্ভবত তাকে নিয়ে আমি অনেক আগে একটা পোষ্ট দিয়েছিলাম।
তবে আপনি নিত্য নতুন বিষয় নিয়ে লিখেন, সেটা আমি বেশ উপভোগ করি।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

জুল ভার্ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাই।

৭| ২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনি আংশিক বর্ণনা করেছেন। যেকোনো সংকটে ধীরে ধীরে প্রতিবাদও জমতে থাকে:

“...Faced with her abdication of will, with its implied collapse of human psychology, a protective group began to define itself in the audience. When a loaded gun was thrust to Marina's head and her own finger was being worked around the trigger, a fight broke out between the audience factions.”

এ অংশটুকু তুলে ধরলে লেখাটি পূর্ণ হতো যদিও শিল্পীর পরীক্ষার নাটকীয়তা একটু কমত।

২০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

জুল ভার্ন বলেছেন: আসলে আমি মানুষের কালো দিকটাই হাইলাইটস করেছি- যার উপর শিল্পী মারিনা এক্সপ্রিমেন্ট করেছিলেন। ধন্যবাদ আপনাকে।

৮| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েদের সাইকোলজি (পাশবিকতার প্রবনতা) বোঝার জন্য একটা ছেলেকে বেধে রেখে একইভাবে মেয়েদের আমন্ত্রন জানানো উচিত ছিল।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: সুযোগ পেলে হয়তো ফলাফল একই হবে। :) :)

৯| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ভয়াবহ

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.