নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"I am because we are.".....

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

"I am because we are.".....

আফ্রিকার দরিদ্রতম একটি গ্রাম। এতটাই দরিদ্র যে সেখানে সাত সন্তানের জননী এক মা, একটু নুন আর সবজির খোসা ছিটিয়ে মাটির বিস্কুট তৈরি ক'রে নিজে খান, বাচ্চাদের খাওয়ান। রাতে যখন গল্প ব'লে ভুলিয়ে বাচ্চাদের খাওয়ান ওরা কাঁদে, খেতে চায় না। মা বলেন, "কাঁদিস না বাছা, একদিন আমরাও থালাভারা ভাত খাবো।"

সেই গ্রামের স্কুলে একদিন রেস হবে। বিজয়ীর পুরস্কার মেডেল নয়, ট্রফি নয়- এক ঝুড়ি খাবার। রুটি, বিস্কুট, কেক, চকলেট, এসব..... ওদের মধ্যে খুব উৎসাহ।

রেস শুরু হবে, জীর্ণ বস্ত্র, অর্ধনগ্ন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে "On your mark, Ready Steady Go." দৌড় শুরু..... কিন্তু একি কাণ্ড! ছেলেরা দৌড়াতে দৌড়াতে একজন পাশের জনের হাত ধরে ফেলল, হাতে হাতে ধরে দৌড়, কেউ হারেনি সবাই জয়ী। দৌড় শেষে দুহাত তুলে নাচ Ubuntu Ubuntu!

রক্তচক্ষু শিক্ষকের জিজ্ঞাসু চাহনি, এমন তো কথা ছিল না। এর মানেটাকি?

শিশুদের জবাব- আমরা কেউ একা জিতলে, অন্য ক্ষুধার্ত বাচ্চাদের না দিয়ে কোন আনন্দে খেতাম?
শিক্ষকের মাথা নীচু... মুখ ভার।

Ubuntu. আফ্রিকার Xhosa সংস্কৃতিতে, যার অর্থ
"I am because we are."
- "আমরা আছি, তাই আমি আছি। আমরা না থাকলে আমি কে।"

(শোনা কথা আমার মতো করে লিখেছি)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষের লাইনটা খুবই সুন্দর।” আমরা আছি, তাই আমি আছি।আমরা না থাকলে আমি কে।”

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বুঝলাম এবং জানলাম স্যালুট জানাই

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হ্যাঁ অন্যকে হারিয়ে দুঃখ দেওয়াতে এবং নিজে জিতে কোনো আনন্দ নেই।

প্রতিযোগীতার আরেক নাম অসুস্থ্যতা।
আর যেখানে খাবার নিয়ে সেটা তো ভয়ানক অসুস্থ্যতা।

কে এই রেস বুদ্ধির জনক ছিলো?

তাকে সালাম।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

জুল ভার্ন বলেছেন: 'খাবারের জন্য প্রতিযোগিতা'- সত্যিই মর্মান্তিক!
খেয়াল করে দেখবেন, টিসিবি'র ট্রাক সেলের লাইনে রোদ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মানুষের করুণ মুখোচ্ছবি!

৪| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৮

অপু তানভীর বলেছেন: কী চমৎকার একটা গল্প । বাস্তব হোক আর বানানো গল্প সত্যিই চমৎকার !
একজন জিতলে অন্যজনেরা খাবার পাবে না সেই জন্য তারা কেউ হারে নি সবাই এক সাথে জিতেছি ।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৮

জুল ভার্ন বলেছেন: আমাইও মনে ক- হোক গল্প, তবে বাস্তবতা গল্পের মতোই হোক।

৫| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আনন্দ বাটলে বাড়ে আর দুঃখ বাটলে কমে।

United we stand divide we fall.

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯

জুল ভার্ন বলেছেন: সহমত।

৬| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: আফ্রিকার দেশ গুলো এত দরিদ্র কেন? জন্মের পর থেকেই শুনছি আফ্রিকা দরিদ্র দেশ।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

জুল ভার্ন বলেছেন: প্রথমত শিক্ষার হার কম এবং ঔপনিবেশিক শাসন।

৭| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১১

পদাতিক চৌধুরি বলেছেন: যথেষ্ট ছোট কিন্তু অল্প কথায় সুন্দর শিক্ষণীয় পোস্ট।++
শুভেচ্ছা জানবেন।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: আমি মনে করি, যা অল্প লিখেই অনেক কিছু প্রকাশ করা যায়-সেটা অহেতুক বড়ো করে লাভ কি! সে কারণেই লেখার কলেবরের ছোট রাখতে চেষ্টা করছি।
ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: নিজের মতো করে লেখা খুব ভালো হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথমত শিক্ষার হার কম এবং ঔপনিবেশিক শাসন।
ওদের চেয়ে আমরা ভালো আছি।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: অবশ্যই আমরা ভালো আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.