নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

AIM(লক্ষ্য বা উদ্দেশ্য)........

২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯

AIM(লক্ষ্য বা উদ্দেশ্য):

AIM এর পূর্ণরূপ হচ্ছে----Ambition In Mind. Ambition বলতে সাধারণত High Ambition বুঝানো হয়ে থাকে। বাল্যকাল থেকে প্রত্যেক মানুষ নিজের হৃদয়ে নীরবে পোষিত গভীর ইচ্ছা বা আশা প্রত্যাশা বা আকাংখা বা পরিকল্পনাকে কম বেশী পরম মানসিক তৃপ্তিদায়ক উচ্চ স্থানে নিয়ে যাওয়ার নিরন্তর এবং অবিরাম চেষ্টাই হচ্ছে উচ্চাকাংখা। ইতিবাচক যেকোন ক্ষেত্রে খ্যাতি অর্জনের উচ্চাকাংখা থাকাটা অনেক ভালো এবং কল্যাণকর। সৃষ্টির আদি থেকে মানবসভ্যতা সৃষ্টির ক্ষেত্রে অসংখ্য সেক্টরে ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা অসামান্য অবদান রেখেছেন এবং রাখছেন উনারা সবাই উচ্চাকাংখার ধারক। পিতা মাতারা উনাদের শিশু সন্তানদের মনের মধ্যে যদি উচ্চাকাংখার ধারণা জাগ্রত করে দিতে পারেন এবং সেভাবে পরিচালিত করতে পারেন তাহলে ঐ শিশু সন্তানেরা ভবিষ্যতে সবার জন্য অনেক কার্যকর হতে পারেন এবং হন। উচ্চাকাংখা ছাড়া অসাধারণ বা উল্লেখযোগ্য মান(great value) অর্জন করা কারো পক্ষে কখনো সম্ভব নয়। উচ্চাকাংখা বাস্তবায়নের মৌলিক উপাদানগুলো হচ্ছে- সৎভাবে এবং নিরন্তরভাবে আন্তরিক শ্রম, অধ্যবসায়, ধৈর্য, প্রতিকূল পরিস্থিতিতে মনকে স্থির রাখার সর্বোচ্চ চেষ্টা, সর্বোপরি শারীরিক মানসিক সুস্থতা। সাধারণত উচ্চাকাংখার প্রকারগুলো হচ্ছেঃ

(১) জ্ঞান গুণের উচ্চাকাংখা যেমন পৃথিবীর সকল মনীষী এবং মহামনীষী

(২)ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারার উচ্চাকাংখা যেমন পৃথিবীর সকল ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা

(৩)হাইয়েস্ট, হাইয়ার এবং হাই অফিশিয়াল হওয়ার উচ্চাকাংখা যেমন রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী……… থেকে শুরু করে নীচের দিকের যেকোন প্রতিষ্ঠানের অফিসার পর্যন্ত

(৪)ধনের উচ্চাকাংখা যেমন পৃথিবীর সকল ধনী ব্যক্তিবর্গ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: একসময় আমার লক্ষ্য উদ্দেশ্য দুটাই ছিলো। বয়স বাড়ার সাথে সাথে লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে গেছে।

৩০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৮

জুল ভার্ন বলেছেন: আমাদের বেশীরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.