নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আমরা অমানুষের কাছে মানবিকতা খুঁজি.........

০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১০:১২

আমরা অমানুষের কাছে মানবিকতা খুঁজি!
ইতিহাসের ওপর এতো ঝরাপাতা জমে থাকে যা আমরা পরিস্কার করে দেখে,পড়ে শিক্ষা গ্রহণ করিনা।
আমরা ইতিহাসকে সহযোদ্ধা ভাবিনি কখনও। সহজ, অনাবিল বেঁচে থাকার মধ্যে জীবনবোধের প্রাপ্তিযোগ নেই।

কোথায় যেন পড়েছিলাম, হীরের টুকরো কুড়িয়ে পাওয়া ব্যক্তি হীরা বিক্রি করতে গিয়েছিল পরিচিত এক বেগুন বিক্রেতার কাছে। বেগুন বিক্রেতা শেষ পর্যন্ত হীরা কিনতে রাজি হয়ে বলেছিলো, "এই হীরার বদলে আমি নয় সের বেগুন দিতে পারি, আর একটাও বেশি নয়।"

অযাচিত হীরার মালিক যেমন জানেনা হীরার ক্রেতা কে, আর বেগুন বিক্রেতাও জানেনা হীরার কি দাম। বেগুন বিক্রেতার কাছে হীরের বিনিময় মূল্য ঐটুকুই, সে জানতো বেগুনের বাজার অর্থনীতি তার ভিত্তি, তার প্রস্তুতি ও প্রাপ্তির সম্পূর্ণ বৃত্ত। নয় সের বেগুনের সত্যিটাকে আঁকড়ে থাকলে একদিন ঝরাপাতা সরিয়ে ইতিহাসের হীরে জ্বলজ্বল করবেই।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

খুজতে গিয়ে অমানুষিক মানুষ মানবিকতা দিলে, বাসায় এসে দেখা যায় নিজেই তো অমানুষ হয়ে গেল।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩০

জুল ভার্ন বলেছেন: ইহাকেই বলে শূন্য সারমর্ম! :)

২| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ছোট পোষ্ট কিন্তু গভীরতা আছে।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতিটা মানুষ মানুষ হিসাবেই জন্ম গ্রহন করে,ধর্ম তাদের অমানুষ বানায়।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: যেকোনো ধর্মের মানুষ হোক- সঠিক ভাবে ধর্মচর্চা করলে সত্যিকারের মানুষ হওয়া যায়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: তাৎপর্যময় ও অর্ধবোধক লেখা । বেশ লিখনী।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



যিনি পাথরটা খুঁজে পেলেন, তিনি তো জানেন না যে ইহা হীরা; তাহলে ৯ সের বেগুনই সঠিক মুল্য; কারণ, বেগুনের মালিকও উহা জানে না; এখন ইহা যে হীরা ছিলো সেটা কে বুঝলো, আপনি?

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: আমি সুস্পষ্ট ভাবেই পোস্টে আমার বক্তব্য লিখেছি।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

সম্ভবত আমি আপনার চেয়ে বয়সে ছোট হবো।
আমাকে তুই করে বলবেন।

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:২১

জুল ভার্ন বলেছেন: অবশ্যই ছোট হবে, আমার বড়ো ছেলের চাইতে ২/৩ বছরের বরো হবে। 'তুই' সম্বোধনটা একটু রুঢ়, তুমিই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.