নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মনের বিভিন্ন রূপ.....

১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২

মনের বিভিন্ন রূপ.....

মনকে স্পর্শ করা যায় না, দেখা যায় না কিন্তু এটা মানুষের শরীরের বিভিন্ন অংশের মত কার্যকরী অংশ।মানুষের সমস্ত উপলব্ধির জগৎ জুড়ে আছে মনের অস্তিত্ব। তার চিন্তা চেতনা ধ্যান- ধারণা, সুখ-দুঃখের অনুভূতি সমস্ত কিছুর যা আমরা বহিঃপ্রকাশ দেখি- সবটার পিছনেই আছে মনের অস্তিত্ব। মানুষের জৈবিক চাহিদা ক্ষুধা- তৃষ্ণা, ঘুম, যৌনতা ও রেচন সমস্ত কিছুর পিছনে আছে মনের নিয়ন্ত্রণ বা ভূমিকা। মানুষের মানবিক এবং বুদ্ধি বিত্তিক সমস্ত কার্যাবলিও সম্পাদন করে মন।

মন বুদ্ধি এবং বিবেক বোধের এক সমষ্টিগত রূপ- যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। মনের স্বরূপ হল চেতনা, যা তাকে জড় থেকে পৃথক করেছে। এর আছে উপলব্ধি ও চিন্তা ভাবনা করার ক্ষমতা।
চেতন, অবচেতন, অধিসত্বা মিলেই একটি মানুষের পূর্ণ মন। অবচেতন মন সুদূর অতীত থেকে বর্তমানের ভেতর দিয়ে সম্ভাব্য ভবিষ্যত পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। অন্তর্বাস্তবে তার সুপ্ত মনের বর্তমান
কার্যকলাপ প্রধান হয়ে দেখা যায়। অবচেতন মন সমুদ্রের মত। তার বাইরের তরঙ্গ-জলোচ্ছ্বাস হল বহির্বাস্তব আর সমুদ্রের অন্ধকারাবৃত গভীর তলকে অন্তর্বাস্তব বলা হয়।

মানব মনের বিভিন্ন স্তরের সন্ধান
দিয়েছিলেন ভিয়েনা'র মনোরোগবিশেষজ্ঞ
দার্শনিক মনোবিজ্ঞানী সিগমুণ্ড ফ্রয়েড।
তাঁর মতে, মানুষের মনের ভাগ হলো- ইদ, ইগো, সুপার ইগো। ইদ আদিম সত্ত্বা, ইগো সামাজিক সত্ত্বা আর পরিশীলিত সত্ত্বা হলো সুপার ইগো। অবচেতন মনে মেঘ ঘনালে সামাজিক সংস্কার তাকে অবদমিত করে রাখে। ১৯২৩ সালে প্রকাশিত তার বিখ্যাত বই " The Ego and the Id" তে তিনি বলেন, মানুষের ব্যক্তিত্ব ও আচরণের ওপর এক ধরণের মানসিক শক্তি প্রভাব ফেলে এরা হলো ইদ ,ইগো এবং সুপার ইগো। ইদ হলো মৌলিক স্তর সেখানে মানব মনের সকল শক্তি নিহীত।ইগো আর সুপার ইগোর নিজ শক্তি নেই এরা ইদের শক্তি তে বেঁচে থাকে। তবে এরা মস্তিষ্কের অংশ নয়।
মনের গঠন বোঝানোর কল্পিত ধারণা।

ফ্রয়েড বলেন, মানব মনের ৯০ শতাংশ অবচেতন আর ১০ শতাংশ চেতন অবস্থায় থাকে। অবচেতন মন আমাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমাদের জৈবিক প্রয়োজন যেমন ক্ষিদে, পিপাসা, যৌন ক্ষুধা এই রকম বার্তা আমাদের চেতন মন থেকে কেড়ে আনে।মানুষ চেতন অবস্থায় যে চিন্তা ভাবনা ও অনুভূতির অনুশীলন করে সেই সব ক্রমান্বয়ে প্রাক চেতন মনে গিয়ে শেষে অচেতন মনে জমা হয়।

(রিডার ডাইজেস্ট থেকে সংগৃহিত)

প্রিয় বন্ধুরা, কাল থেকে আমি সেলফোনে ব্লগিং করছি। ফোন থেকে অজ্ঞাত কারণে আমি কারোর পোস্টে কিম্বা যারা আমার পোস্টে মন্তব্য করেছেন তাদের মন্তব্যেরও জবাব দিতে পারছিনা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



ফ্রয়েডের কথা ফ্রয়েড লিখেছে, ইহাতে আপনার মতামত কি? মন নিয়ে আপনার কি ধারণা?

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৯

জুল ভার্ন বলেছেন: গরীবের আবার ধারণা!

২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:




আপনি যদি সেলফোন থেকে মন্তব্যের উত্তর দিতে না পারেন, পোষ্ট কেন দিয়ে দিচ্ছেন?

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৯

জুল ভার্ন বলেছেন: পোস্ট দিয়ে ভুল করেছি-মাফ করে দিয়েন! :)

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন এমন এক ঘোড়া যার লাগাম সব সময় হাতে রাখতে হয়। তবে এই মনের খোরাক যোগাতেই আবার এই লাগামে ঢিল দিতে হয়। সমস্যা দেখা দেয় লাগমা ছুটে গেলে।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২১

জুল ভার্ন বলেছেন: কঠিন উপলব্ধি।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ বলেছেন, সমস্ত নক্ষত্রপুঞ্জে যত রহস্য আছে তার চেয়ে বেশি রহস্যময় মানুষের মন।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২২

জুল ভার্ন বলেছেন: মানুষের মনের মতো জটিল কোনো সায়েন্স নাই।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আপনি কোথায়?

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

জুল ভার্ন বলেছেন: ভাই, গিয়েছিলাম বরিশাল। সেখানে সেল ফোনে নেটওয়ার্ক খুব উইক ছিলো, যার জন্য ব্লগের নিউজফিডের ফুল পেইজ পর্যন্ত লোড হতোনা। তবে ফেসবুকে সমস্যা ছিলোনা। সকালে ঢাকা ফিরে অফিসে(ডিওএইচএস) এসে দেখি গোটা এলাকায় কারেন্ট নাই। এইমাত্র কারেন্ট এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.