নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
নেশা মানেই খারাপ না....
'নেশা' শব্দটা বড় ভয়ানক! শুনলেই খারাপ কিছু মাথায় আসে। বিড়ি, সিগারেট, জুয়া, মদ, ভাঙ, চরস ইয়াবা, ফেনসিডিল এসব আর কি। আরো কিছু আছে- সবতো লেখা যায়না। শ্লীল, অশ্লীলের প্রশ্ন উঠবে। তাই ওসব থাক।
তবে নেশা মানেই খারাপ না। এই যেমন- বেড়ানোর নেশা, বইয়ের নেশা, সেবার নেশা, সৃষ্টির নেশা এসব তো ভালোই। বেশ সফিস্টিকেটেড আর গ্ৰহনযোগ্যও। আমারটাও তাই অ্যকসেপ্টেড। বলাই যায়।
আমার নেশাটা হলো খবরের কাগজ পড়া। সেই ছেলে বেলা, জানলা দিয়ে বাড়িতে যখন দুটো খবরের কাগজ ফেলতো তখন যৌথ পরিবারের সব ভাইবোন ওটার দিকে তাক করে একসাথে ঝাঁপিয়ে পড়তাম। খবরের কাগজের জন্য ওরকম ভাবে একসাথে ঝাঁপানোটা অদ্ভুৎ হলেও সেটাই হতো আমাদের বাড়িতে। জানলা দিয়ে যে খবর গুলো ঢুকতো ওগুলোকে প্রায় মুখস্ত করে ফেলতাম। নেশাটা আমার রয়েই গেছে। এখনো দেশ বিদেশের অনেক ম্যাগাজিন পড়ি। বিনোদনের জন্য টিভি, নেট সহ অনেক কিছুই আছে। তবে ছাপা অক্ষর পড়ার নেশাটা আমার রয়েই গেছে।
ওটা বেঁচে থাক।
এখন অন্য কথা বলি। 'ভয়েস অব খোরশেদ'। আমাদের বাড়িরই অবসরপ্রাপ্ত কেয়ার টেকার খোরশেদ হাওলাদার। আমরা ভাই বোনরা তার নাম দিয়েছিলাম 'ভয়েস অব খোরশেদ'। সেই 'ভয়েস অব খোরশেদ' চাচা যে খবর গুলো দিতো সেগুলো কাগজে থাকতো না। সেগুলো খোরশেদ চাচাই আগে পেতো। এই যেমন কার বাড়িতে বাচ্চা হয়েছে, কোন বাচ্চা ইঁচড়ে পাকা, কার মেয়ে কোথায় ভেগেছে আর কার বাড়িতে ছিঁচকে ঢুকে সব শাড়ি আর হাঁড়ি নিয়ে পালিয়েছে। সে সবও তো খবর। এছাড়াও খোরশেদ চাচা আর একটা কাজ করতো- আমাদের বাড়ি থেকে পুরোনো কাগজ, পুরনো বই খাতা নিয়ে যেতো এবং পড়ার পর ঠোংগা বানিয়ে বিক্রি করতো।
স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পরিবার যখন গ্রামে আশ্রয় নেয় তখনও খোরশেদ চাচা আমাদের বাড়ি ছেড়ে যাননি। কার্ফিউর মধ্যেও গোটা এলাকায় চষে বেড়িয়েছেন আর গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর অদ্ভুত সব সাফল্যের সংবাদ সংগ্রহ করে অনেকটা স্বাধীন বাংলা বেতারের চরম পত্রের অনুকরণে মুখস্থ বলতেন -যার প্রায় সবই ছিলো কল্পিত কিম্বা যৎসামান্য সত্যের অতিরঞ্জন।
পেশাগত ডিউটির বাইরে খোরশেদ চাচা ছিলেন ভয়ানক গানপাগল। কোনো সন্তানাদি ছিলো না। শুনেছি, ওনার স্ত্রী অন্য একজনের সাথে চলে যায়.... আর বিয়ে-শাদি করেনি। ১৯৭৫ সনে ৭০ বছর বয়সে মারা যান।
সেই খোরশেদ চাচা একদিন আক্ষেপ করে বলেছিলেন,
"আমি সবার খবর নিতাম তাই তোমরা আমাকে কিসব টাইটেল দিয়েছো, অথচ আমি আমার ঘরের মানুষের মনের খবর রাখিনি। অনেক বড়ো ভুল হয়ে গেছে। অন্যের সব খবর ঘাঁটতে গিয়ে নিজের ঘরের দিকে তাকানো হয়নি...আমার স্ত্রী চলে যেয়ে ঠিক কাজটিই করেছে, যার প্রায়শ্চিত্ত করছি..."।
আসলেই তাই, আমরা অন্যের খবরের পিছু নেই অথচ ক'বার নিজের মনের খবর নিই। সেই ছেলেবেলা থেকে খবরের কাগজে কতো খবর, কতো উত্তেজনার আঁচ পোহানোতে মেতেছি, সেখানেও কখনো কখনো কতো সত্যর প্রলেপে মিথ্যের বেসাতির বিশ্লেষণ পড়েছি, কিন্তু নিজের মনের খবরের বিশ্লেষণ হয়নি।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩০
জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্যের যুক্তি আছে। তারপরও বলব- পড়ার নেশা যদি খারাপও হয় তাহলে পাঠকের কাছ থেকে ভালো আউটপুট পাওয়া যাবে-অন্তত খারাপ কিছু বেয়ার হবার সম্ভাবনা খুবই কম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
আমারও কিছু নেশা আছে।
ভ্রমণ আর প্রকৃতির, ছবি তোলা আর বই পড়ার।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩১
জুল ভার্ন বলেছেন: আপনার সবকটা নেশাই সৃজনশীল। এমন নেশাকে লালন করুন পরম যত্নে।
শুভ কামনা।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার লেখার গুনে কি করে আর অমত করি যেসব নেশা মন্দ নয়। হায়রে খোরশেদ চাচা...
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: পৃকৃতপক্ষে খারাপ অভ্যাসকেই নেশা বলা হলেও ভালো কাজের একাগ্রতাকেও নেশা বললে ভুল বলা হবেনা। আমাদের সমাজে এমন খোরশেদ অনেক আছে-যাদের কথা আমরা জানিনা।
ধন্যবাদ।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৩
সেডরিক বলেছেন: আমার নেশা চায়ের, থ্রিলার বই পড়া ও মিমস দেখার।
আজকাল প্রযুক্তি দেশ বিদেশের মানুষকে জুড়ে দিয়েছে, কিন্তু নিজের পরিবারেই দূরত্ব সৃষ্টি করেছে। আমার এক বন্ধু আছেন, অনলাইনে হাতী ঘোড়া মেরে বেড়ান, ফেসবুকে ৫ অঙ্কের ফলোয়ার। বিভিন্ন ইভেন্ট ডেকে জেলায় জেলায় শীতবস্ত্র, খাবার দান করে বেড়ান। কিন্তু তার প্রতিবেশী (লাগোয়া বাড়ি) চিকিৎসার অভাবে মহাযাত্রা করেছেন।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৯
জুল ভার্ন বলেছেন: একদা আমারও চা কফির ভয়ংকর নেশা ছিলো। চিকিতসকের পরামর্শে সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
আপনার মন্তব্যের সারমর্ম হচ্ছে "প্রদীপের নিচে অন্ধকার"!
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: খোরশেদ চাচা ভালো মানুষ।
গত দুই বছর ধরে আমি পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। কারন পত্রিকা পড়লে রাগ লাগে। এমন কি টিভিতে সংবাদ দেখাও বন্ধ করে দিয়েছি। বেশ ভালো আছি।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: আমি দেশী বিদেশী বেশ কয়েকটা পত্রিকা পড়ি। টিভিও দেখি-সেটা বিদেশী চ্যানেল। লাইক- বিবিসি, সিএনএন, আলজাজিরা, এইচবিও, ডিসকভারী, এনিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি ইত্যাদি।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:২১
নেওয়াজ আলি বলেছেন: সত্য সব নেশা খারাপ নয়। খোরশেদ চাচার মত এমন লোক সব সমাজেই আছে দুই এক জন।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: একমত।
ধন্যবাদ।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি আপনি এবং অনেকেই আফটারঅল একএক জন খোরশেদ চাচা।
যার যার পদ্ধতিতে ঘরের খাইয়া বনের মোষ তাড়ানো ...
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫০
জুল ভার্ন বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি আমার পেশার চাইতে সোস্যাল মিডিয়ায় বেশী সময় দেই-যার পুরোটাই অকাজ! যার নাম " ঘরের খাইয়া বনের মোষ তাড়ানো"!
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
সত্য কথাই বলেছেন
নেশা মানে খারাপ না
যথা লেখা পড়া ও ভাল কাজের
ভাল কিছুর নেশা থাকা খুবই ভাল
একটা দিক ।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫২
জুল ভার্ন বলেছেন: আমাদের সবার মধ্যে ভালো নেশা গড় উঠুক।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:১১
সোবুজ বলেছেন: ছোট বেলায় আমার নেশা ছিল গল্প শুনা।সেই ছোট বেলায় আমি জীবনের গল্প শুনেছি।আমাদের এক দুর সম্পর্কের আত্মিয়,যে বহরম পুরের কাছে কোন এক নীল কুঠিতে ইংরেজ সাহেবের খানশামার চাকরি করতো। বৃদ্ধ হবার আগ পর্যন্ত সে চাকরি করেছে।তার দীর্ঘ জীবনের গল্প প্রায় দশবছর আমি শুনেছি।না শুনলে মনে হতো কি যেন শুনা হয় নাই।এক কাহিনী দ্বিতীয় বার বলত না।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় আমিও অনেক গল্প শুনেছি কিন্তু সেইসব গল্প শুনিয়ে গল্প শোনার নেশা আমার ভিতর কেউ তৈরী করতে পারেনি। তাই বোধ হয় আমি পড়েই রস আস্বাদন করতে অভ্যস্থ হয়েছি।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৪
কাছের-মানুষ বলেছেন: সকল নেশাই খারাপ না, আপনি ঠিকই বলেছেন। আপনি যেই নেশাগুলোর কথা উল্লেখ্য করেছেন সেগুলো থাকলে বরং মানুষের
জীবন আরো সুন্দর হয়, প্রতিভা বিকশিত হয়।
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ লেখেছেন দাদা সালাম রইল
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: আমি পত্রিকা না পড়ে এবং টিভি না দেখে মনে হয় পিছিয়ে যাচ্ছি।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: ঠিক পিছিয়ে যাওয়া নয় তবে আপডেট থেকে কিছুটা পিছিয়ে থাকতে হয়- যদি প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়া থেকে দূরে থাকি।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সমাজের উচিত "ভাল নেশা" করার সুব্যবস্থা করে দেওয়া।যাতে কম খরচে বই কেনা যায়,কম খরচে সাহিত্য চর্চা করা যায়,কম খরচে সেরা সেরা চলচিত্র,সঙ্গিত,শিল্পকলা উপভোগ করা যায়।
২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৮
জ্যাকেল বলেছেন: দারুণ কথাই তো বললেন। সবকিছুর খবর রাখা হয় অথচ নিজের মনের/আত্মার খবর কি রাখা হয়? এই জন্যই লালন ফকিরের কথা মনে হয়ে যায় বারবার।উনার মত শ্রেষ্ট বাঙালী আর কেউ নেই।
যাক, পোস্টের বাইরে গিয়ে ভুল করে ফেলতেছি। আপনার হেডলাইনের সাথে একমত না। যেকোন নেশাই খারাপ। ধরেন কেউ লিখতে ভালবাসে এবং সে ধীরে ধীরে এতই লিখা শুরু করল যে তার নেশা ধরে গেল। এখন সে এই নেশার কারনে জীবনের বিশাল একটা সময় নস্ট করে ফেলবে ফলতঃ অন্য দিকসমুহের ক্ষতি হইয়া যাইবে।