নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা........

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪

শিক্ষা.....

শহুরে বিপুল ধনাঢ্য বাবা তার কিশোর ছেলেকে নিয়ে কয়েক দিনের জন্য গ্রামে বেড়াতে গেলেন। গ্রামের মানুষগুলো কতটা গরীব হতে পারে এবং গরীব লোকদের জীবনযাত্রা কেমন নোংরা হতে পারে ছেলেকে তা দেখানোর জন্য তিনি অনেক গ্রামের বাড়ি ঘুরে বেড়ালেন।
শহরে নিজ বাড়িতে ফিরে ছেলেকে বাবা প্রশ্ন করলেনঃ
-'দেখলে ওরা কত গরীব? ওদের জীবন প্রনালী দেখে কি শিখলে আমাকে বল'।

কিশোর ছেলে উত্তর দেয়-
-"আমাদের একটা কুকুর আছে, ওদের তিনটা কুকুর আছে।
আমাদের গোসলের জন্য সুইমিং পুল আছে, ওদের পুকুর আর নদী আছে। রাতের অন্ধকার আলোকিত করতে আমাদের হাজার টাকার ঝাড়বাতি আছে, ওদের আছে চাঁদের আলো আর আকাশ ভরা তারা।
আমরা সব খাবার কিনে খাই, ওরা নিজেদের খাবার নিজেরাই উৎপন্ন/তৈরি করে খায়। আমাদের নিত্যকার সব কাজ আমাদের মেড সার্ভেন্ট করে দেয়, ওরা ওদের সব কাজ নিজেরাই করে। আমাদের খাবারটা পর্যন্ত কাজের লোক রান্না করে টেবিলে সাজিয়ে দেয়, আমরা খেয়ে চলে যাই। ওরা ওদের মায়ের হাতের রান্না পরিবারের সবাই মিলে খায়।
আমাদের নিরাপত্তার জন্য উচু পাচিল আর সিকিউরিটি গার্ড, কুকুর আছে। ওদের আছে প্রাকৃতিক আলো বাতাস, বন্ধু-বান্ধব, গ্রামবাসী সবাই। আমরা আমাদের প্রতিবেশীদের দুরের কথা, নিজেদের বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদেরও চিনিনা, জানিনা কিন্তু গ্রামের সবাই সবাইকে চেনে জানে এবং একতাবদ্ধ হয়ে মিলেমিশে বাস করে। আমাদের শিক্ষার জন্য আছে দামী ইংরেজি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়। ওদের আছে প্রকৃতি।
জ্ঞানের জন্য আমাদের আছে এনসাইক্লোপিডিয়া,ইন্টারনেট।
ওদের আছে প্রকৃতি, মুরব্বি, মক্তব, পাঠশালা, কোরআন, বাইবেল, গীতা, উপনিশদ।"

কিছুক্ষণের জন্য ছেলেটি চুপ থেকে বাবাকে বলে-
"Thank you so much Dad for showing us how poor we really are. God made villages and man made City's. God's creations is very beautiful. I want to stay in the village. Let's go back to nature".

(হোকনা বিষয়টা আমার কল্পনাসৃষ্ট, তবুও সুন্দর ও সত্য)

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

কিশোর বয়স হয়ে গেছে, বাবা ছেলেকে সঠিকভাবে বুঝেনি,এ কেমন বাবা?

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৪

আমারে স্যার ডাকবা বলেছেন: আমেরিকানরা তো ছেলে কে কম্যুনিষ্ট ট্যাগ দিয়ে দিবে। #:-S

লেখা ভালো লেগেছে। আমার নিজেরও শহুরে জীবন অপছন্দ। আবার গ্রামের ভীলেজ পলিটিক্স, পাশের বাসার আন্টির খোঁচা দেয়া উপদেশ, গ্রামবাসীর অন্যের জীবন নিয়ে অযথা নাক গলানো এই বিষয়গুলোও বিরক্তিকর।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: গ্রামের জীবন আমারও ভালো লাগে। যদি গ্রামেই জীবন জীবিকার সুবিধা থাকতো তাহলে গ্রামেই থিথু হতাম।
গ্রামের ভীলেজ পলিটিক্স, পাশের বাসার আন্টির খোঁচা দেয়া উপদেশ, গ্রামবাসীর অন্যের জীবন নিয়ে অযথা নাক গলানো এই বিষয়গুলোও -এই বিশয়গুলো শহরের মানুষের মধ্যেও কম যায়না।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর!

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১

যায়েদ আল হাসান বলেছেন: গ্রাম শহরের চেয়ে কতটা ভালো, তা বোঝা গেছে লকডাউনে। তবে গ্রামে পরচর্চা অত্যধিক হয়।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৮

জুল ভার্ন বলেছেন: পনার মন্তব্যের সাথে একমত।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: জনাব আপনাকে আমি যথেষ্ট পছন্দ করি। কিন্তু আপনি যখন দুষ্ট ব্লগারের পোষ্টে যান, মন্তব্য করেন তখন আমার খারাপ লাগে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৩

জুল ভার্ন বলেছেন: রাজীব, ভাই আমার।
আমিও তোমাকে খুব বেশীই পছন্দ করি অনেকগুলো কারণে-যার মধ্যে অন্যতমঃ আমাদের পারস্পরিক স্নেহ ও সাম্মানের ভার্সুয়াল বন্ধন এই ব্লগের শুরু থেকেই। দ্বিতীয়ত, তুমি আমার দেখা অন্যতম নির্বিবাদী একজন একনিষ্ঠ ব্লগার। তৃতীয় কারণ- তোমার নাম- রাজীব। আমাদের পরিবারের(ভাই বোনদের মধ্যে) প্রথম সন্তান আমাদের সবার বড়ো ভাইয়ের ছেলে রাজীব। যার নাম আমিই রেখেছিলাম।

এবার আসি তোমার অভিযোগ সম্পর্কে। আমি 'দুষ্ট ব্লগারের' পোস্টে গেলে তোমার যেমন খারাপ লাগে তেমনি তুমি 'নষ্ট ব্লগারের' সাফাই গাইলে আমারও খারাপ লাগে। আমি মনে করি- নষ্টদের চাইতে দুষ্ট ভালো। তোমার নিশ্চয়ই মনে আছে- এই ব্লগের একটা সিন্ডিকেট আমার ব্লগ জীবন অতিষ্ট করে ফেলেছিলো(আমার প্রথম আইডি এক বছর আট মাসের মাথায় ২৫০ টা পোস্ট সহ হারিয়েছিলাম, এখনো এই আইডিতে আমার দুইশতাধিক পোস্ট ড্রাফট করা এবং ২৫০ টা পোস্ট ডিলিট করা)। কিন্তু ওরা কেউ কখনো আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেনি, অসম্মান করেনি। বরং আমার অসুস্থ্যতার সময়ে সবাই আমাকে সহানুভূতি জানিয়ে পাশে থেকেছে। এই ব্লগের অনেক ব্লগারই আমার জন্য মিলাদ আয়োজন করে দোয়া কামনা করেছে। আবার আসিফ মহিউদ্দীনকে যখন শারিরীক ভাবে আক্রমণ করেছিলো তখন আমরা সবাই আসিফের পাশে দাঁড়িয়েছিলাম আন্তরিক ভাবে। আমরা লেখার সমালোচনা লেখা দিয়ে করেছি- কখনো কাউকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নয়। আমরা ব্লগারেরাই শ্বাসত, রনীর মতো অনেক ব্লগারের দুঃসময়ে নিজেদের উজার করে পাশে দাঁড়িয়েছিলাম।

পরিশেষে বলতে চাই- আমরা সবাই ব্লগার। কেউ ভালো লেখেন, কেউ তেমন ভালো লিখতে পারেন না। তাই বলে কাউকে অপমান অপদস্থ করে নিজেকে জাহির করায় কোন মহাত্ম নাই। এখানে কেউ একজন আমাদের শিক্ষক নন, সবাই আমাদের শিক্ষক, আমরা সবাই ছাত্র! "ফলবান বৃক্ষ মাথা নিচু থাকে ফলের ভারে, আর ফলহীন বৃক্ষ মাথা উঁচু করে থাকে শূণ্যতার তরে"!

ধন্যবাদ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৫

সোবুজ বলেছেন: মান্ধাতা আমলের বাবার আধুনিক ছেলে।ছেলের দেখার অন্তরদৃষ্টি আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

জুল ভার্ন বলেছেন: মান্ধাতা আমলের বাবা নয়, তিনি আরও বেশী আধুনিকমনষ্ক বলেই ছেলেকে শিক্ষা দিতে প্রকৃতির কাছে গিয়েছিলেন।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৮

বিটপি বলেছেন: এরকম গ্রাম পেলে আমার ছেলেকে চিরদিনের জন্য সেখানে থাকতে দিয়ে আসব। এরকম কোন গ্রাম দূরবীন দিয়ে খুজেও পাওয়া যাবেনা।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

জুল ভার্ন বলেছেন: আসুন আমরা আমাদের দেশটাকেই অমন গ্রাম বানিয়ে ফেলি।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রামের মানুষের আচরণের মধ্যে কৃত্রিমতা নেই। সব চেয়ে বেশী কৃত্রিমতা কর্পোরেট জগতে।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৮

জুল ভার্ন বলেছেন: সর্বত্রই কৃত্রিমতা আছে তবে গ্রামের মানুষ এখনো সবচেয়ে ভালো।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩১

আমারে স্যার ডাকবা বলেছেন: প্রিয় ব্লগার, ৬ নং কমেন্টের রিপ্লাইটা যদি ভদ্র ও শিষ্ট ব্লগারগন তারা বুঝতে পারে, তাহলে কোন সমস্যাই থাকার কথা না। আরেকটা কথা, আমি লেখার জবাব লেখার মাধ্যমে দেয়ায় বিশ্বাসি। ব্যক্তিগত শত্রতায় বিশ্বাসী নই।
শুভ কামনা

৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

জুল ভার্ন বলেছেন: আপনার সাথে দ্বিমত করার সুযোগ নেই।
আমরা নিজেরা নিজেরা লেখার মাধ্যমে ভিন্নমত পোষণ করতেই পারি। কিন্তু সেটা যেন কখনওই ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ না করি। তারপরও আমরা কেউ ভুল ত্রুটির উর্ধ্বে নই। দিন শেষে যেনো একই পরিবারের সদস্য হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে চেষ্টা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.