নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে.......
১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
২.রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।
৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।
৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।
৫.ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।
৬.নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।
৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।
৮.অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।
৯.এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।
১০.প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।
১১.ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।
১২.কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।
১৩.এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।
১৪.সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।
১৫.এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।
১৬.অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।
১৭.খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।
১৮.মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।
১৯.অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।
২০.এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।
২১.অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।
২২.খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।
২৩.বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।
২৪.নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।
২৫.রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।
(কিছু সংগৃহীত কিছু নিজ থেকে উদ্ভাবিত)
৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৯
জুল ভার্ন বলেছেন: দ্বিমত না থাকলে স্বমতের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা যায়না।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৪
অপু তানভীর বলেছেন: ২৫টার ভেতরে ২২টা মিল রয়েছে নিজের সাথে....
৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২০
জুল ভার্ন বলেছেন: আমার প্রায় সবগুলোই কমবেশি মিলেছে।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কত রকম মানুষের বাস এখানে । ভালো লাগলো পোস্ট
৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ বোন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: ২৬। এরা গৃহমুখী। তবে এখন আর এরা বৃষ্টির দিনে লেপ কাঁথা মুড়ি দিয়ে নন ফিকশন বই পড়ে না। কম্পিউটার এবং ইন্টারনেট এদের মনের জানালা, দুয়ার, ঘুলঘুলি সব খুলে দিয়েছে।
২৭। এরা প্রতিভাবান, কিন্তু প্রায় ক্ষেত্রে এদের প্রতিভার বিকাশ ঘটে না। "প্রতিভা কখনো চাপা থাকে না" - কথাটা এদের ক্ষেত্রে প্রায়শঃই প্রযোজ্য হয় না।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
জুল ভার্ন বলেছেন: একমত শ্রদ্ধেয় জন।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫২
সোবুজ বলেছেন: সুন্দর পর্যবেক্ষন।অনেক কিছু জানলাম।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকটা মিল আছে আমার সাথে। ধন্যবাদ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিপদে ফেলে দিলেন।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
জুল ভার্ন বলেছেন: এগুলো কিন্তু মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং অনেকের জীবনেই মিল আছে।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
কাছের-মানুষ বলেছেন: সত্যিকার অর্থে অর্ন্তমুখীও আবার কয়েক প্রকার আমার মনে হয়! বেশী অর্ন্তমুখী, মধ্যম অর্ন্তমুখী এবং বেশী অর্ন্তমুখী এরকম আরো হতে পারে! উপরের পয়েন্টগুলো হয়ত বেশী অর্ন্তমুখী মানুষের বৈশিষ্ট!
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন, ওভাবে কয়েকটি ধাপে বিভাজন করা যেতো।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ১০, ১১, ১৪, ১৬, (১৮), ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মিলে নাই। তবে আমি একজন অন্তর্মুখী মানুষ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
জুল ভার্ন বলেছেন: সবগুলো উপসর্গ কারোরই মিলবে না। তবে বেশীরভাগ উপসর্গ মিলে যেতে পারে। অন্তর্মুখী মানুষ বেশী সৃজনশীল হয় বলেই আমার ধারণা।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০০
মোহামমদ কামরুজজামান বলেছেন: শুধু ৭ নং ছাড়া বাকী সবগুলিই মিলে গেছে খাপের খাপ - রইশশার বাপ ।
তবে -২৩ নং পুড়াই ফাডাফাডি (গাড়ীর কোনার সিট আর ক্লাসের পিছনের বেঞ্চ ) সবসময়ই ব্যাপোক প্রিয় ।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
জুল ভার্ন বলেছেন: রইস্যার বাপ জিন্দাবাদ
১১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: আমি কি অন্তমূর্খী মানুষ? অথবা আপনি?
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
জুল ভার্ন বলেছেন: আমার কথা আমি বলতে পারি- আমি অন্তর্মুখী ও বহির্মুখীর মাঝামাঝি একজন।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবই মিলে যাচ্ছে।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সৃজনশীল মানুষ।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন: আমার সাথে সবগুলোই মিলে গেছে।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সৃজনশীল মানুষ
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
আমি অন্তঃমুখী; এটা ক্রমেই ভুগাচ্ছে। পরিত্রাণের উপায় জানেন.?
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০
জুল ভার্ন বলেছেন: পরিত্রাণের দরকার নাই, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
জ্যাকেল বলেছেন: ইনট্রোভার্ট হওয়া অতো খারাপ না, ইহার অনেক সুবিধেও আছে কিন্তু।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১
জুল ভার্ন বলেছেন: আমার মতে সুবিধাই বেশী। আর সুবিধা থাকলে কিছু অসুবিধা মেনে নিতেই হবে।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১
জ্যাকেল বলেছেন: হক কথা ভাইসাহেব। যারা ইন্ট্রোভার্ট নন তারা জানেন না ইহার মধ্যে যে কি এনজয় আছে। সবচেয়ে বড় সুবিধা, পাপ কাজ/ব্যক্তিত্ব ধ্বংসের প্রধান হাতিয়ার জিহ্বা লাগামের মধ্যে রাখা যায়।
৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: শতভাগ সঠিক উপলব্ধি।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরাই কনফিউশনে পড়ে গেলাম। অন্তর্মুখী, নাকি বহুমুখী, নাকি সর্বমুখী, বুঝতে পারছি না
খারাপ গুণগুলো সবসময় এড়িয়ে যেতে চাই, বা নিজের মধ্য থেকে বের করে দিতে চাই।
অনেক ভালো লাগলো পোস্ট।
৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১৯
নেওয়াজ আলি বলেছেন: অনেক পয়েন্টে দেখছি নিজের সাথেই মিল। ভালো লিখেছেন
৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: বিষয়টা MCQ প্রশ্নের মতো। চোখ বন্ধ করে টিপলেও ৫০% লেগে যায়!
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:২৩
প্রতিদিন বাংলা বলেছেন: সহমত
৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেকে অন্তর্মুখিতাকে নেগেটিভভাবে দেখে না জানার কারণে। আসলে জন্মগতভাবে কিছু মানুষ বহির্মুখী হয়, কিছু মানুষ অন্তর্মুখী। আর কিছু মানুষ এই দুইয়ের মাঝামাঝি। এই তিন ধরণের মানুষেরই সমাজে দরকার আছে।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৮
জুল ভার্ন বলেছেন: একমত জানাই। আসলে সবাই মিলেই আমাদের পরিবার, সমাজ এবং রাস্ট্র।
২১| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১১
জটিল ভাই বলেছেন:
নিজে কোনমূখী তা নিয়ে ধান্দায় পরে আন্ধা হয়ে গেলো
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: দুপেয়ে গাধা বিমুখী
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু ক্ষেত্রে দ্বীমত আছে।