নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রত্যাশা ও প্রাপ্তি........
আমরা অন্যদের কাছ থেকে ঠিক কি ধরনের ব্যবহার পাবো তা নির্ধারন করতে পারি আমরা নিজেরাই।
আমরা যা কিছু করি, তার জন্য যদি আমাদের প্রশংসা কাম্য হয়ে থাকে তাহলে আমাদের নিজেদেরও প্রশংসা করতে জানতে হবে অন্যদের। আর সেই প্রশংসা শুধু মৌখিক নয় হতে হবে আন্তরিক।
যখন আমরা নিজেদের ব্যস্ত রাখি, অন্যদের দোষ খুঁজে বের করতে বা অকারণ সমালোচনা করতে, আমরা সেসময় নিজেদের অজান্তেই আমন্ত্রণ করি ঠিক সেই ধরনের পারিপার্শ্বিকতা যা আমাদের দোষের ভাগী করতে পারে।
যেকেউ যখনই কারো সম্পর্কে কোনো নেতিবাচক ভাবনা যেমন অভিযোগ, দ্বেষ, রাগ, প্রতিহিংসা ইত্যাদি অনুভূতি পোষণ করে অথবা প্রকাশ করে, সেই ব্যক্তি তার নিজের ভাবনা দ্বারা তার নিজের প্রতি আর্কষিত করে তার নিজস্ব ভাবনার বহুগুণ বেশি নেতিবাচকতা। যা আসলে তার নিজের ক্ষতিই ডেকে আনে।
আমাদের জীবনে চলার পথে আমরা আসলে সেই প্রতিবিম্বই দেখি যে ধরনের মানসিকতার আয়না আমরা অন্তরে ধারণ করে থাকি।
তাই সর্বদা নিজেদের ভাবনা, চিন্তা, মানসিকতাকে স্বচ্ছ সুন্দর নির্মল করা এবং স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সম্মান সততার মানসিকতাকে বহন করে চলাই শ্রেয়। কারণ বাইরের শত্রুকে পরাস্ত করা সম্ভব হলেও আমাদের নিজেদের মনের গোপন ঘরে বসবাসকারী নেতিবাচক চিন্তার শ্বাপদদের বশ করাটা বেশি শক্ত।
প্রিয় এবং শ্রদ্ধেয় বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকুন সবসময়।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৬
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
২| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৭
সাসুম বলেছেন: আমরা ভুল জিনিষ কে নিয়ে মাতামাতি করি বলেই আজকে আমাদের এই অবস্থা। আমরা হিরো আলম কে মাথায় তুলি, আমরা ইব্রাহিমস্টাইন হুজুর কে মাথায় তুলি, আমরা প্যারা মজিদ কে মাথায় তুলি, আমরা ভুল নেতাকে মাথায় তুলি।
আমাদের এই যে শুধু লোকদেখানো চামচামি কে ইতিবাচক আর লজিকাল সমালোচনা কে নেতিবাচক চোখে দেখি এটাই আমাদের একমাত্র সমস্যা।
আমার সকল সমস্যার মূলে কুশিক্ষা আর অশিক্ষা। আমরা সার্টিফিকেট এর জন্য স্কুলে যাই। শিখতে না।
শিক্ষার মূল উদ্দেশ্য থেকে আমরা হাজারো কিলোমিটার দূরে। তাই সুন্দর ভাবনা চিন্তার লোক পাওয়া যায়না। যা পাওয়া যায় সব লজিকাল আর ইলজিকাল ফ্যালাসি তে পরিপূর্ণ গাছ বলদ।
আমরা নিজেদের দোষ দেখিনা, নিজেদের কুতর্ক আর অজ্ঞতা দেখিনা বরং অপরের লজিকাল আর্গুমেন্ট কে নিজের ফ্যালাসি দিয়ে জাস্টিফাই করি গালাগাল করে। বিচারে গিয়ে তালগাছের গোড়া ধরে বসে থাকি আর একে অপরকে খালি তেল মেরে যাই।
এই তৈলাক্ত জাতি থেকে ভাল কিছু আশা করা নিতান্তই বোকামি। গত ৫০ বছর ধরে এই তৈলাক্ত বানর তেল মেরে চলেছে একে অপরের পিছে কুযুক্তির পসরা সাজিয়ে আর এই মূর্খ বেকুব দের কলা দেখিয়ে মাফিয়া রা ছিলে ছিবড়ে খেয়ে চলেছে প্রিয় স্বদেশ।
আশা নেই কোন।
০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: আপনি যা বলেছেন তাতে দ্বিমত করার সুযোগ নাই। কঠিন বাস্তবতা তুলে ধরেছেন আপনার মন্তব্যে।
ধন্যবাদ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪১
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, আপনার পোস্টটা না পড়েই আমারটা লিখেছি। আপনার পোস্টটা আগে পড়লে আমার পোস্টটা আর লিখতে হতোনা।
জটিল বিষয় সহজভাবে তুলে এনেছেন। জটিলবাদ।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: ইহাকেই বলে 'টেলিপ্যাথি'!
জটিলের পোস্ট জটিল হওয়াই স্বাভাবিক!
৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪২
নেওয়াজ আলি বলেছেন: এই লেখা পড়ে ইত্যাদির গানটা মনে পড়লো “কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সেজে বহুরুপী” ।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: আসলেই আমরা বহুরুপী!
৫| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: সব সময় কি মানুষের সাথে ভাল ব্যবহার করলে বিপরীতে তারাও ভাল ব্যবহার করে?
সভ্য মানুষেরা হয়তো করে কিন্তু অসভ্যরা খারাপের বিপরীতে ভাল ব্যবহার করলে সেটা দুর্বলতা ভেবে বসে !
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: ভালো মানুষের সৌজন্যতা, নম্র-ভদ্রতাকে নষ্ট মানুষেরা দুর্বলতাই মনে করে সত্য। কিন্তু ভদ্রলোকেরা একবার অভদ্র হলে নষ্টদের ভীত কাঁপিয়ে দেয়।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব বাস্তবতার কথা বলেছেন দাদা আমরা কখন এভাবে ভাবি না তাই যত সমস্যা সৃষ্টি হয়--- ভাল থাকবেন
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই বাস্তব কথা। অভদ্রতার সীমা দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে।
০৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: সীমিত ও বাস্তব প্রত্যাশার সাথে সাথে জীবনে ছোট-বড় সকল প্রাপ্তিতে শুকরিয়া বা তৃপ্তিই মানুষের জীবনকে সহজ-সরল-সফল করে তুলতে পারে।
আর তার সাথে সাথে অপরের প্রতি সম্মানবোধ এবং ছোট-বড় সকলের সাথে ভাল আচরন জরুরী।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৬
জুল ভার্ন বলেছেন: একমত।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬
ফারহানা শারমিন বলেছেন: পৃথিবীটা ভুল মানুষে ভরা। যারা অমায়িকতকে, উদরতাকে দূর্বলতা মনে করে।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৬
জুল ভার্ন বলেছেন: ভুল মানুষ, ভুলে ভরা জীবন!
১০| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভাল থাকুন । ভুল করা যাবে না তাহলে মাশুল গুনতে হবে। আবার মানুষ মাত্রই ভুল করে ।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭
জুল ভার্ন বলেছেন: ভুলে ভরা জীবন.....
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৪
সোবুজ বলেছেন: প্রশংসা হতে হবে বাস্তব সম্মত।অবাস্তব প্রশংসায়,সেটা যদি আপনি আন্তরিকতার সাথেও করেন,তাতে বোকারাই খুশি হবে।আন্তরিকতা বলতে যদি বাস্তব অবস্থাকেই বুঝান তবে সেটা অন্য কথা।