নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সেকাল আর একাল.......

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৩

আখতার হামিদ খান ছিলেন কুমিল্লা বার্ডের (Bangladesh Academy for Rural Development) প্রতিষ্ঠাতা। জ্ঞানে, কর্মে, দূরদর্শীতায় ছিলেন অনন‍্য। ছিলেন মানবদরদী।

পঞ্চাশের দশকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেন। সে সময়ে কুমিল্লার গ্রামীণ মানুষদের জীবন-যাপন তাকে ব‍্যাথিত করে। তাদের জীবনকে বদলানোর স্বপ্ন দেখেন তিনি। আমেরিকার মিশিগান স্টেইট ইউনিভার্সিটিতে তিনি ট্রেইনিং নিতে যান। সেখান থেকে ফিরে আমেরিকার ক্ষুদ্র ঋণ (মাইক্রো ক্রেডিট) সহ বহু মডেল ও পরিকল্পনার ফিউশন ঘটিয়ে প্রতিষ্ঠা করেন বার্ড (BARD)।
একজন অবাঙ্গালী হয়েও তিনি একটা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন পঞ্চাশের দশকের বাংলায়। যেন তেন বিষয় না!

প্রেসিডেন্ট আইয়ুব খান একদিন কুমিল্লা বার্ডের (BARD) প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানকে ফোন করেছিলেন। তিনি তখন ক্লাস নিচ্ছিলেন। আখতার হামিদ তার সহকারীকে বলেছিলেন, প্রেসিডেন্টকে বলো পরে ফোন করতে। আমি ক্লাস নিচ্ছি। —আজকের বাংলাদেশে এটা ভাবা যায়!

স্বাধীনতা যুদ্ধের সময় ড. কুদরাত-ই-খুদা পাকিস্তানে চাকরি করতেন। পিসিএসআইআর-এর চেয়ারম‍্যান ছিলেন। পাকিস্তান সরকারের বেতন নিয়েছেন। কিন্তু এই লোকটাকে বঙ্গবন্ধু যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে নিয়ে এসেছেন। বিসিএসআইআরএর (সাইন্স ল‍্যাব)-দায়িত্ব দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠন হয়েছিলো তার নামে—কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন।

আজকের দিনে এটা করতে গেলে, বহু অসভ‍্য চেতনাবাজ বলতো—একটা পাকিস্তানীকে কেন বাংলাদেশে আনা হলো? কিন্তু বঙ্গবন্ধু জানতেন, বিদ্বানের কোন জাত-জাতীয়তা থাকে না। বিদ্বান ছাড়া দেশ গড়া যায় না।

আহমদ ছফা ফোন করেছেলিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। খালেদা জিয়ার পিএস আহমদ ছফাকে চিনতে পারে নাই। পরে আহমদ ছফা খালেদা জিয়াকে বলেছিলেন, কেমন পিএস রাখেন যে আহমদ ছফাকে চেনে না!

একটা সময় ছিলো দেশের রাষ্ট্রপ্রধানরা, নেতারা বিদ্বানদের সম্মান করতো। সমীহ করতো, সম্মানজনক ভয়ও পেতো। কোন ইগো ছিলো না। যে যার কর্ম, দায়িত্ব ও সম্মান নিয়ে থাকতে পারতো।

আজকের বাংলাদেশে বিদ্বানের কোন সম্মান নেই। বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনয়ণ পায় দলীয় নেতার আনুগত্যে- তা হোক সে ছা-ছিংগাড়া- ছামুচা টাইপের মেরুদণ্ডহীন কেউ। ভিসি হয়ে ছাত্র সংগঠনের নির্দেশে দৈনন্দিন রুটিন ওয়ার্ক করে, পুলিশ প্রহরায় চলাচল করে। বিদ্বানকে ছাড়িয়ে, নোংরারা শুধু নেতার পদলেহন করে চেয়ার দখল করে বসে আছেন। সংস্কৃতিও বদলেছে অনেক। আজ, বিদ্বানকে পুতুলের মতো নাচায় নেতা আর আমলাতন্ত্র! আহা বাংলাদেশ!
…………………

(ফেসবুক বন্ধু রাউফুল আলমের লেখা থেকে সংকলিত)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৩

সোবুজ বলেছেন: কুমিল্লার এই ঘটনার সত্যতা প্রমান করার আজকে কোন উপায় নাই।শুধু বিশ্বাস করা ছাড়া।
আমার ধারনা খালেদা জিয়া আহামদ ছফাকে চিনতো না।চিনার কোন কারন দেখি না।আহামদ ছফা যে ধরনের লেখক তার লেখা পড়ে খালেদা জিয়ার বুঝার কথা না।তাছাড়া ছফা বিএনপি ঘরানার লোক না।এই মহিলা খুব অহংকারী।ছফা ফফাকে সে গলায় ধরে না।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

জুল ভার্ন বলেছেন: অভব্য মন্তব্য।

২| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৬

সোবুজ বলেছেন: গনায় ধরে না।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

জুল ভার্ন বলেছেন: নিজের অবস্থান বিবেচনা করুন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

রাসেল বলেছেন: আকতার হামিদ খানের দৃষ্টান্ত তোলে ধরার জন্য ধন্যবা।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

শেরজা তপন বলেছেন: একদম খাঁটি কথা! শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ তপন ভাই।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথা বলেছেন দাদা

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: খুলনা অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করেছিলেন খান-এ-সবুর, উনি খুব সম্ভবত পাকিস্তানী ছিলেন কিংবা পাকিস্তান পন্থী ছিলেন। উনি ভোটে হেরে গিয়েছিলনে। তখন থেকে খুলনায় একটা কথা প্রচলিত আছে, খাবো-দাবো সবুরের ভোট দিবো লায় (খান-এ-সবুর এর দেওয়া সব সুবিধা ভোগ করবো আর ভোট দিবো নৌকায় অথবা তাকে ভোট দিবো না)।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: সবুর খান পাকিস্তানী ছিলেন না, তিনি বাংগালী ছিলেন- তবে পাকিস্তান পন্থী। সবুর খানের জন্ম বাগেরহাট জেলার ফকিরহাট থানায়। দেশে বিভাগে এবং খুলনার উন্নয়নে সবুর খানের অবদান ইতিহাস হয়ে থাকবে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ছফা কে না চেনা টা খুব বড় অন্যায় না।
বাংলাদেশে নহি কবি সাহিত্যিক আছেন- আপনি সবাইকে চিনবেন না। এমন কি এমন অনেক কবি, কথাসাহিত্যিক আছেন তাদের নামও আপনি শুনেন নাই। অথচ কেউ কেউ বাংলা একাডেমির পুরস্কার পর্যন্ত পেয়ে গেছেন।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: ছফা সাহেবের নাক উঁচা ভাব নিজেই গর্ব করে প্রকাশ ও প্রচার করতেন। এমন অনেক কবি, কথাসাহিত্যিক আছেন তাদের নামও আপনি শুনেন নাই। অথচ কেউ কেউ বাংলা একাডেমির পুরস্কার পর্যন্ত পেয়ে গেছেন। -সত্য কথা।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার ।+

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪২

জ্যাকেল বলেছেন: এখনকার ভিসি মন্ত্রী/এম্পির পা চেটে তার জায়গা খুঁজে আর এককালে মন্ত্রী এমপিরা অপেক্ষা করে ভিসি স্যারের রুমে আসতো। দুনিয়ার হিসাব ভাই পাল্টে গেছে।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: গত দশ বছরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন ভিসিও নিয়োগ পায়নি একাডেমিক কোয়ালিফিকেশনে। সবার যোগ্যতাই চর্ব-চোষ্য-লেহ্য! শিক্ষাংগনে এমন দৈন্যদশা এদেশের মানুষ আগে কখনো দেখেনি!

১০| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪৪

জটিল ভাই বলেছেন:
বিষয়বস্তু সময়োপযোগী।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.