নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
অপ্রিয় কথন....
আমি কবি সাহিত্যিক লেখক নই।
তবুও লিখি মন যা বলে.... কেউ পড়ে, কেউ পড়ে না, আর এটাই স্বাভাবিক। বড় বড় সাহিত্যিক কবিদের লেখাই যেখানে পড়তে চাননা আজকাল অনেক পাঠকই। সেখানে আমার লেখা আমার মতো কমজান্তা দুই চারজন পড়েছে সেটাই আমার জন্য বিরাট কিছু!
তবে গত এক যুগে ব্লগে, ফেসবুকে অনেক ভালো কবি লেখকদের সান্নিধ্যে আসার সুযোগ আমার হয়েছে।
আমি পড়ি গোগ্রাসে! ছোট থেকেই বইপোকা আমি, সব পড়তে চাই।
আসল কথা হল- যিনি লেখেন মনের কথা ডায়েরি বা খাত্ পিসি, ল্যাপটপ বা ফোনের স্ক্রিনে, তিনি সৃষ্টি করেন নিজের মতো করে। তা হোক অখ্যাত কবিতা বা বিখ্যাতদের পড়ার মতো অযোগ্য লেখা। সেটাও কিন্তু লেখকের কাছে অমূল্য সৃষ্টি।
সোস্যাল মিডিয়ায় পোস্ট করা মানেই তা কাউকে জোর করে পড়তে বলা নয়। অবশ্যই, ছন্দে ভুল, বানান ভুল, তথ্য ভুল, অশ্লীল শব্দের প্রয়োগ (এটাও আপেক্ষিক আর স্থান কাল পাত্র হিসেবে অন্য অর্থ হতেই পারে), এসব নিয়ে সমালোচনায় যিনি লিখছেন তাঁকে আরোও ভালো লিখতে সাহায্য করে- শুধু সঠিক সমালোচনা।
কিন্তু, সরল সহজ গঠনমূলক সমালোচনা না করে অনেকেই নিজেকে বিরাট কিছু ভেবে পণ্ডিতি ফলান।
যেমন- "এখানে আরোও কথার প্রয়োজন আছে!
বা,........ এখানে বেশ কিছু বাক্য শব্দ অপ্রয়োজনীয়। বানান ঠিকমতো লিখতে না পারলে লিখবেন না" -ইত্যাদি।
এধরণের সমালোচনা, মন্তব্য- যিনি লিখেছেন তাঁর সৃষ্টিস্বত্বাকে আঘাত করে।
পড়লে পড়ুন, ভুল ধরুন এবং শুধরে দিন অবশ্যই, কিন্তু লেখায় বাঁধ দেবেন না। সৃষ্টি সৃজন খরস্রোতা,
তার নিজস্ব যন্ত্রণা আছে, ভাষা আছে, যাপন আছে, মুক্তি আছে, মুক্ত ডানা তো আছেই।
যাঁর যেমন মন, যেমন শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা তেমনই তাঁর সৃষ্টির ধরণ এবং প্রকাশ। একজনের সাথে অন্য জনের মিলেই যদি গেল সব, তাহলে আর বৈচিত্র্য কোথায়! সবাই যদি ভালো লিখেন তাহলে ভালো মন্দের পার্থক্য করবেন কিভাবে?
মনে রাখবেন, ফেসবুক ব্লগে যারা লেখালেখি করেন তারা আপনার পাঠশালার অবৈতনিক ছাত্র নয়, আর আপনিও হেড মাস্টার নন।
অতএব, সমালোচনা স্বাস্থ্যকর হোক! বাঁধন- বেড়া, সীমানা টানাটা থাকুক যিনি সৃষ্টি করছেন তাঁরই কলমে কালিতে, তাঁরই তুলি ক্যানভাসে...... এটা আমার মত।
অনেকের হয়ে বললাম কথাটা.....
বহু স্বঘোষিত পণ্ডিত সোস্যাল মিডিয়া থেকে হারিয়ে গিয়েছে শুধু হামবড়া ভাবের জন্যই। এখন তারা অন্যের শ্যাডো হয়ে চোরের মতো সোস্যাল মিডীয়ায় 'ঘাটের মরা' হয়ে নিজের অস্বিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছে- যার অনেক প্রমাণ নিকট অতীতে আমরা দেখেছি।
৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২
জুল ভার্ন বলেছেন: আলোচনা, সমালোচনা হবেই- কিন্তু তা যেনো হয় পরিমিতবোধ রেখে। আমাদের সমালোচনা যেনো কাউকে লেখালেখি থেকে দূরে সরিয়ে নাদেয়। ধন্যবাদ আপু।
২| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন:
শুধু লাল স্যালুট জানাই দাদা ভাল থাকবেন
৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
তবে যারা মন্তব্য করেন তাদের অবশ্যই ভালো কে ভালো এবং খারাপকে খারাপ বলার অধিকার দিতে হবে।
আমি যদি আপনার খারাপ একটা লেখাকে খারাপ না বলি তাহলে আপনি বুঝবেন কি করে কোন লেখাটি পাঠকের কাছে খারাপ লাগছে?
"বানান ঠিকমতো লিখতে না পারলে লিখবেন না" এই ধরনের পাঠক না থাকাই ভালো। লেখাতে ভুল থাকবেই আপনি যদি আমার লেখার ভুল না ধরিয়ে দেন আমি তো পরের লেখা গুলিতেও সেই ভুলই লিখবো, আমি শুধরাবো কি করে?
৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৭
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যই আমার পোস্টের বিশয়বস্তু।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব সুন্দর পোস্ট । আমিও মনে করি এখানে মানে ব্লগে, কারো পাণ্ডিত্য দেখাবার কিছু নেই । ব্লগে কোন লেখাই ফাইনাল না । প্রয়োজন হলে লেখক তার ইচ্ছে মতো তা পরিবর্তন পরিবর্ধন করতে পারেন । লিখতে লিখতেই লেখক । কারো পাণ্ডিত্যের জ্বালায় কেউ যদি লেখা ছেড়ে দেয় তাহলে সেটা তো পণ্ডিতের দোষ । তাই নো পণ্ডিতি । লেখক চাইলে গঠন মূলক আলোচনা হোক ......।
আগের মন্তব্যটি মুছে দেবেন প্লিজ
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: আগের মন্তব্যটি ডিলিট কর দিয়েছি। ধন্যবাদ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২০
গেঁয়ো ভূত বলেছেন: খুব সুন্দরভাবে অনেকের মতো আমারও মনের কথাটি লিখে দিয়েছেন ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা বেশি পন্ডিতী ফলায় তারা হারিয়ে যায় এই ব্লগেই প্রমাণ আছে। +++
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: সদ্য অতীত তার প্রমাণ।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমার একজন শিক্ষক ছিলেন ফেরেস্তা তুল্য। উনার অনেক কথার মধ্যে আপনার এই পোস্টের সাথে মিলে যাওয়া একটা কথা তুলে ধরতে হয়। কথাটা হয়ত তিনি অন্য কোথা থেকে সংগ্রহ করে থাকবেন। তবে আমার ঠিক মনে পড়ছে না উনার দেওয়া রেফারেন্সের কথা।
' তোমার প্রকৃত বন্ধু সে যে তোমার ভুল ধরে দেয়। যে তোমার ভুল না ধরে কেবল প্রশংসার মাধ্যমে তোমার বন্ধু হয়ে থাকতে চায় সে আসলে তোমার বন্ধু নয়, তোমার শত্রু। কারণ আজ একান্তে যে ভুলটি সে শুধরে দেয়নি তা আগামীকাল হয়তো দশজনের সামনে ধরা পড়বে। তখন দশজনের সামনে হওয়া অপমানটির জন্য কিন্তু এই বন্ধুটিই মূল দায়ী।
এই জায়গা থেকে আমি ঠিক তাকে আপন মনে করি যে আমার ভুল ধরে দেয়। এখন কথা হচ্ছে, ভুল ধরার পদ্ধতি নিয়ে। লেখক হওয়ার অর্থই যে সে সুন্দর করে গঠনমূলক মন্তব্য করবে এমন না। হ্যা, ভালো লেখকদের যে গুণাবলি থাকা উচিত তার মধ্যে এটি একটি বটে। কিন্তু যার কথা বলার পদ্ধতিই আলাদা। যে সুন্দর করে কথা বলতে পারে না। তার ত্থেকে আমি কিভাবে সুন্দর গঠনমূলক মন্তব্য আশা করতে পারি। যেখানে স্বাভাবিক অবস্থায় তার বাক্যগঠনে সৌন্দর্য নেই, সেখানে এমন রিয়েক্ট করার মূহুর্তে তার থেকে ভালো মন্তব্য আশা করাটা অনুচিত না এই কারণে হতে পারে না যে, হয়ত আপনি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে চাচ্ছেন সে সুন্দর করে কথা বলা, গঠনমূলক মন্তব্য করা শিখুক। সেদিক থেকে আপনার পোস্টটি গ্রহণযোগ্য। এটাও সত্য অযাচিত মন্তব্য নতুন লেখকদের পথের প্রধান কাঁটা।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ভুল ধরিয়ে দেওয়াও আপত্তি নাই- যদি সেটা হয় আন্তরিকতাপূর্ণ। কিন্তু কেউ হামবরা ভাব নিয়ে কিছু করলে সেটা নিশ্চিত অভব্যতা। আসলে সৌজন্য ব্যবহার হচ্ছে পারিবারিক শিক্ষা- যা আমাদের মধ্যে অনেকেরই নাই।
৯| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকের হয়ে কথাটা বলার জন্য ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭
সোবুজ বলেছেন: আমি লেখক না ,বলতে পারেন পাঠকও না,সময় কাটাই।আপনারা যারা লেখক ও পাঠক আপনাদের মঙ্গল কামনা করি।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: আমিও আপনার গোত্রভুক্ত। শুভ কামনা নিরন্তর।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০০
জটিল ভাই বলেছেন:
নদী মরিলেও রেখা থেকে যায়। আবর্জনা সরিলেও গন্ধ থেকে যায়।
তাই বলে কি পৃথিবী থেমে থাকে প্রিয়?
জটিলবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩
জুল ভার্ন বলেছেন: সমস্যাটা যার/যাদের জিনগত তাদের কুস্বভাব জিন্দেগীতেও পরিবর্তন হবেনা।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কথাগুলো যেন আমার কথাই।
কেউ কেউ এমন সমালোচনা করেন লেখকের মন ভেঙ্গে টুকরো হয়ে যায়।
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া জি