নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
মৃনালীনিকে শোক সইবার ক্ষমতা দাও ইশ্বর...
স্বামী হারানোর ১০দিনের মাথায় ঘাতক পিকআপ চালক মৃনালীনির পাঁচ সন্তানকে হত্যা করেছে। দুর্ঘটনায় আহত আরো তিন সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই মায়ের বুকজুড়ে এখন কষ্টের পাহাড়। চোখের সামনে অমানিশার অন্ধকার।
এর চেয়েও বড় কষ্ট হলো বৃদ্ধা শাশুরীকে আমৃত্যু পাঁচ পুত্রবধূর সাদা শাড়ির বিধবার বেশ দেখে যেতে হবে। তাদের কারো হাতে শাঁখা নেই, কপালে সিঁদুর নেই, ঘরজুড়ে বিষাদের ঢেউ, হাহাকার আর শুণ্যতা!
সবকিছুই চোখের সামনে মুছে নিয়ে গেছে নিয়তি।
অসহায় পাঁচজন পুত্রবধূর হৃদয়জুড়ে আর্ত্মনাদ বারবার শাশুড়িকেও ছুয়ে যাবে।
শিশু অর্ক, আয়ুষ্মান ও অভি কি হারিয়েছে, তা উপলব্ধি করার বয়স হয়নি। তবুও মাথা মুড়িয়ে অবুঝ শিশুদের বাবার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়েছে। ওরা তো আর কোনদিন বাবা ডাকতে পারবে না। পৃথিবী থেকে বাবা শব্দটি এখন ওদের কাছে অতীত। একজন শিশুর জন্য বিষয়টি কতোটা কঠিন, নির্মম নতুন করে বলে বোঝাবার নয়।
বাবার জন্য সন্তানের হৃদয়ে হাহাকার, শূণ্যতা, অপূর্ণতা তো থেকেই যাবে। বাবার অভাবে সব আবদারগুলো এখন থেকে জমা থাকবে অভিমানের খাতায়। হয়ত বারবার ডুকরে কেঁদে ওঠবে ওরা। নাতি-নাতনির কান্নার শব্দে নিঃশব্দে অশ্রু ঝড়াবেন ‘মৃনালীনি’।
তার তো সবই গেছে। স্বামীর মৃনালিনী বলে ডাক, সন্তানদের মা ডাকার নিষ্পাপ উচ্চারণ সবই কেড়ে নিয়েছে ভাগ্য। হয়ত সবার মুখের দিকে তাকিয়ে মা মৃনালীনি আরো পাথর হবেন। সন্তানদের হত্যার বিচার চেয়ে পথে পথে ঘুরতে হবে তাকে।
কি এমন ভালোর জন্য মৃনালীনির এতকিছু কেড়ে নিলে ইশ্বর। বলা হয় ইশ্বর যা কিছু করেন তা ভালোর জন্যই। স্বামী আর সন্তানদের কেড়ে নিয়ে তুমি যতো ভালোই দাও তা মৃনালীনি চান না, চান না তার পাঁচ পুত্রবধূ ও নাতি-নাতনিদের কেইউ। জীবনের এমন কঠিন পরীক্ষায় আর কাউকে ফেলো না।
ইশ্বর তাকে শোক সইবার ক্ষমতা দাও। মৃনালিনীর মানসিক শক্তিতে যেন পুরো পরিবারটি টিকে থাকতে পারে, ঘুরে দাঁড়িয়ে আলোকিত যেন হয় ভবিষ্যৎ প্রজন্মের জীবন।
(এই হৃদয় ছুঁয়ে যাওয়া লেখাটা লিখেছেন বিশিষ্ট সাংবাদিক রাজন ভট্টাচার্য্য, আমি যতসামান্য ছোট করে শেয়ার করেছি)
১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১০
জুল ভার্ন বলেছেন: এই ঘটনা ঘটার পর থেকে মানষিক অসুস্থ্য বোধ করছি!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৯
ফারহানা শারমিন বলেছেন:
এটা পরিকল্পিত হত্যাকান্ড
১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে সড়কে নৈরাজ্য! ড্রাইভার নামক দানব একটা পরিবারকে নিশ্চিনহ করে দেবে অথচ শাজাহান খান, রাংগা, এনায়েতউল্লাহদের দাবীর মুখে ড্রাইভারদের সর্বচ্চ শাস্তি দিতে পারবেনা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫
সোবুজ বলেছেন: তার পরও বলতে হবে ইশ্বর মহান।ইশ্বরের হুকুম ছাড়া গাছের পাতাটিও নড়ে না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: অভব্য মন্তব্য!
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০২
বিটপি বলেছেন: এই পরিষ্কার হত্যাকান্ডের বিচার যদি না হয় - এই সরকারের উপর আল্লাহ্র গজব পড়বে। বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সরকার থুতু দেবে।
@সোবুজ, আপনার তো ঈশ্বরই নেই, আপনাকে কে বাধ্য করেছে বলতে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: দেখবেন- প্রত্যাশিত বিচার হবেনা! আর থুথুর উপরেইতো ওরা ভেসে আছে-তাই থুথুকে ভয় বা লজ্জা পায়না।
আপনার মন্তব্যের শেষ অংশের সাথে দ্বিমত নাই।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: আহারে---
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: খুব কষ্টের।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২১
মেহবুবা বলেছেন: আর কি হবে কত কি ক্ষমতা পেয়ে! মরে গেলে মুক্তি মৃনালীনির!
শোক করা কাকে বলে সে সবের ধারনা কি আছে ঐ পরিবারের ?
এক একবার ভাবি শত্রুতা করে করেনি তো এ কাজ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: খবরটি দেখেই চোখের পাতা ভারী হয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তা যেন এই পরিবারকে শোক সইবার ক্ষমতা দেন। একইসাথে পিকআপের চালক আর মালিককে বিচারের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি আর সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অনুদান আর সাহায্য সহযোগিতা নিয়ে এই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৩
মেহবুবা বলেছেন: এই ঘটনা এতটাই মর্মান্তিক যে পুরোটা পড়ি না, এড়িয়ে যাই।৷
ঐ মা এবং পরিবারের সদস্যরা কতটা কষ্ট পাচ্ছে ভাবতেই পারি না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: সান্ত্বনা দেয়ার মতো কোন ভাষা নেই। এই দৃশ্য খুবই কষ্টদায়ক। সৃষ্টিকর্তা যেন এই পরিবারটির শোক সইবার শক্তি দান করেন।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৭
জটিল ভাই বলেছেন:
বড্ড বেদনাময়
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: খুব কষ্টের!
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মর্মন্তুদ ঘটনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
জুল ভার্ন বলেছেন: নির্বাক! ইশ ঐ পরিবারে বেঁচে থাকা মানুষগুলোর কী যন্ত্রণা!
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪১
সাসুম বলেছেন: মৃণালিনীর জন্য কস্টের ভাষা জানা নেই, তার ৬ নাম্বার সন্তান ও চিটাগাং মেডিকেল এ মরণাপন্ন অবস্থায় আই সিউ তে পরে আছে/ ডাক্তার রাও আশা ছেড়ে দিয়েছেন এক প্রকার। আজকের প্রথম আলোতেই আছে।
আর এই কিলিং একটা প্লানডঃ কিলিং। যদিও এই বিচাহীনতার দেশে বিচার আশা করাটাই বাতুলতা
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: রোড কিলিং এর নেতারা সবাই সরকার ঘনিষ্ঠ-তাই এই অপরাধের বিচার হবেনা। বলা যায়- অলিখিত ভাবে এই খুনীদেরকেও ইন্ডেমেনেটি দিয়ে রেখেছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ জনক