নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
রিকশাচালকদের সৌজন্য মুলক সম্বোধন করুন.........
সকালে বাসা থেকে বেড়িয়েছি। ধানমন্ডি ১০ নম্বর রোড এবং মিরপুর রোডের মাথায় দেখি ১৫/১৬ বছরের স্কুল ড্রেস পরা দুই কিশোর একজন বযস্ক রিকশা চালককে লাথি, কিল ঘুষি মারছে। রিকশা চালক মার খেয়ে অশ্লীল গালাগালি করছে- কিন্তু ছেলে দূটোকে শারিরিক প্রতিঘাত করছেনা, যদিও রিকশাওয়ালার প্রতিঘাত করার মতো শারিরীক শক্তি স্বামর্থ আছে! রিকশাওয়ালার দোষ- হয়ত বেশী ভাড়া চেয়ে থাকবে কিম্বা ছাত্রদের গন্তব্যস্থানে যেতে নারাজ হয়ে থাকবে। এমন দৃশ্য ইদানীং আমরা হর-হামেশাই দেখে থাকি।
রাস্তাঘাটে চলার সময় আমরা প্রায়শই বয়স্ক রিকশাচালকের সংস্পর্শে আসি। বিশেষ করে রাজধানী ঢাকায় রিকশার মতো সহজ ও সুলভ বাহন দ্বিতীয়টি নেই বললেই চলে(তবে এখন দুরত্ব যাই হোক ঢাকায় রিকশায় উঠে বসলেই কমপক্ষে ২০ টাকা দিতেই হবে)। কোনো কোনো রিকশাচালকের আচার-ব্যবহার যে খারাপ নয় তা বলবো না। তবে অধিকাংশ রিকশাচালকেরই ব্যবহার ভালো। অনেক সময় দেখা যায়, রিকশাচালকদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি এমনকি মারামারি পর্যন্ত হয়। এটা কোনো ভাবেই কাম্য নয়- রিকশাচালকের সঙ্গে যাত্রীরা বিবাদে লিপ্ত হবেন। কিন্তু তা সত্ত্বেও কোনো কোনো কোনো যাত্রী রিকশাচালকের সঙ্গে বিবাদে লিপ্ত হন। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো রিকশাচালকের সঙ্গে যাত্রীদের বিবাদের প্রধানতম কারণ হচ্ছে ভাড়া নির্ধারণ না করেই রিকশায় উঠে বসা। কিছু যাত্রী আছেন যারা দরদাম করে রিকশা ওঠাটাকে ভদ্রতা বলে মনে করেন না। যাত্রী ভাবেন ভাড়া দেবো ২০ টাকা আর রিকশাচালক মনে করেন ভাড়া হওয়া উচিত ৫০ টাকা। ফলে সৃষ্টি হয় মতান্তর। এক পর্যায়ে কথা কাটাকাটি এবং পরিণতিতে মারামারি। আমরা যদি রিকশায় ওঠার আগেই ভাড়া এবং কোন রাস্তা দিয়ে যেতে হবে(যদিও যাত্রী যে পথে রিকশাওয়ালাকে যেতে বলবেন-রিকশাওয়ালা অবশ্যই সেই পথে যাবেনা-এটা ওদের অভ্যাস) তা নির্ধারণ করে নিই তাহলে সহজেই এই সমস্যা এড়ানো যেতে পারে।
কিছু মানুষকে দেখা যায়, বয়স্ক রিকশাচালকদেরও তুই/ তুমি বলে সম্বোধন করেন। এটা মোটেও ঠিক নয়। একজন রিকশাচালক তিনি সাধারণ একটি পেশায় নিয়োজিত থাকলেও তাকে সম্মান প্রদর্শন করা সবারই কর্তব্য। একবার ভাবুন তো যে রিকশাচালককে আপনি "তুই" বা "তুমি" বলে সম্বোধন করছেন তিনি যদি আপনার আত্মীয় হতেন তা হলে কি তাকে এভাবে সম্বোধন করতে পারতেন? তবে হ্যাঁ, রিকশাচালক যদি বয়সে চেয়ে কম হয় তাহলে তাকে তুমি বলে সম্বোধন করতে পারি। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু একজন বয়স্ক রিকশাচালক, যিনি আমার বাবার বয়সী তাকে তুমি বা তুই বলে সম্বোধন করা কি ঠিক? একবারও কি ভেবে দেখি আমি যদি রিকশাচালক হতাম এবং কেউ যদি এভাবে অসম্মানজনকভাবে সম্বোধন করতো তাহলে আমার কেমন লাগতো?
রিকশা চালকেরাও অনেক সময় যাত্রীদের সাথে ঝাড়ি মেরে কথা বলে। অসৌজন্যমুলক ভাবে কথার উত্তর দেয়- একথা সত্য। আমরা ওদের এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারি কিম্বা ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখতে পারি। কারন, এই আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগেও আমাদের মত এক জন মানুষ যিনি রিকশায় পা তুলে বসে থাকবেন আর অন্য একজন মানুষ শরিরের রক্ত ঘাম ঝড়িয়ে, রোদ বৃস্টি ঝড় উপেক্ষা করে আপনাকে টেনে নিয়ে যাবে-সেই লোকটার মন মেজাজতো একটু খারাপ থাকতেই পারে! কারন সেও মানুষ বলেই তারতো আত্মমর্যাদাবোধ আছে। ভাগ্যের ফেরে পরে আজ আমি রিকশার যাত্রী আর অন্য জন রিকশা চালক! প্লীজ, ঘটনাটাকে ঠিক একটু উল্টিয়ে দেখুন.........
সব বয়সী রিকশাচালকে "ভাই তুমি যাবে" এবং বাড়দের "আপনি যাবেন" বলে সম্বোধন করতে পারি। আমরা যারা বড় তারা যদি রিকশাচালকদের "ভাই" বলে সম্বোধন করতে পারি তাহলে ছোটরাও কখনো রিকশাচালকদের "তুই" বা "তুমি" সম্বোধন করবে না। কোনো কাজই ছোট নয়, যদি তা অসৎ কাজ না হয়। মনে রাখতে হবে আল্লাহর কাছে সেই উপার্জনই শ্রেষ্ঠ যা নিজের হাতে করা হয়। ইসলামে শ্রমিকের মর্যাদা অত্যন্ত উঁচুতে (যদিও ইসলাম ধর্মের জন্ম ভুমি আরব দেশে মনিব আর ভৃত্যের ব্যবধান সব চাইতে বেশী)। কিন্তু আমরা অজ্ঞতাবশত সাধারণ শ্রমিকদের অবজ্ঞা করে থাকি, যা মোটেও কাম্য হতে পারে না।
উল্লেখ্য, কাউকে সম্মান করলে কখনো নিজের সম্মান কমে না। বরং এতে নিজের মহত্ত্ব প্রকাশ পায়। আমি লক্ষ করে দেখেছি- যারা নিম্ন পেশায় থাকে মনস্তাত্বিক কারনেই তাদের মেজাজ কিছুটা চড়া হয়ে থাকে। যারা শারিরিক পরিশ্রম করে জিবীকা নির্বাহ করে তাদের এই সমস্যাটা আরো বেশী। রিকশাচালকরা তো আমাদেরই কারো না কারো ভাই, বাবা, চাচা কিংবা অন্য কোনো পরিচয়ে পরিচিত। নিদেন পক্ষে তারাও মানুষ। তাই আমরা কি পারি না তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে? আসুন আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই। এখন থেকে রিকশাচালক শুধু নয় বয়স্কদের সবাইকে সম্মান করে কথা বলি। কাউকে সম্মান দেখাতে অর্থের প্রয়োজন হয় না। কিন্তু এতে যে প্রাপ্তি যোগ ঘটে তা পয়সা দিয়ে কেনা যায় না।
০২ রা মার্চ, ২০২২ সকাল ১১:২৩
জুল ভার্ন বলেছেন: ধর্মের সাথে চারিত্রিক বৈশিষ্ট্য মেলান যায়না।
২| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১১:৩৮
নতুন বলেছেন: মানুষের সাথে কি রকমের ব্যবহার করবে সেটা নির্ভর করে ঐ ব্যক্তির জ্ঞানের উপর।
যারা অন্য কারুর গায়ে হাত তুললো সে একটা অপরাধ করলো। ঐ কাজের তার সাজার বিধান আছে। দেশে যদি আইনের শাসন থাকতো তবে ঐ মানুষ পুলিশে অভিযোগ করলে ওদের সাজা হলে মানুষ এতো সহজে কারুর গায়ে হাত দিতে সাহস পেতো না।
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৫
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
৩| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
'ভাই যাবেন' না বলে 'মামা যাইবেন' বলা যাবে?
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮
জুল ভার্ন বলেছেন: অবশ্যই যাবে। এখনকার প্রজন্মের ছেলে মেয়েরা সকল পরিবহন ড্রাইভার, রিকশা চালক, হোটেল রেস্টুরেন্টের বয় বেয়ারা, দোকানীদের মামা সম্বধন করে! আমার ছেলেরাও এর বাইরে নয়। প্রথম দিকে আমার স্ত্রী ছেলেদের বলতো- 'তোমরা সবাইকে আমার ভাই বানিয়ে দিয়েছো!'
৪| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১১:৪৭
নাহল তরকারি বলেছেন: ধর্ম বলছে চরিত্র ঠিক করতে।
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৯
জুল ভার্ন বলেছেন: ঠিক।
৫| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৪
প্রতিদিন বাংলা বলেছেন: ব্যবহার শিক্ষার বিদ্যালয় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান,তারাই যখন সিরিয়াল ও কোচিং নিয়ে ব্যাস্ত থাকে সন্তান তখন ,গরিবদের নাজেহাল করে এবং তারাই পাড়ার পাতিনেতাদের চাবয় হয়
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। তবে বিনয় ভদ্রতা মূলত পারিবারিক শিক্ষা।
৬| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৫
অপু তানভীর বলেছেন: এই রিক্সাওয়ালাদের সাথে ব্যবহার, আমি আশে পাশের মানুষ, আমার পরিচিত মানুষদের আচরণ ভাল করে লক্ষ্য করি । বিশেষ করে এটা আমার কাছে একটা মানদণ্ড হিসাবে কাজ করে !
কেবল রিক্সাওয়ালাই নয় ওয়েটার হোটেলের বয় দোকানের কর্মচারি বাড়ির দারোয়ান এই সমস্ত মানুষদের সাথে যারা খারাপ ব্যবহার করে, বয়সে বড় হওয়ার সত্ত্বেও তুই তোকারী করে এই টাইপের মানুষ মোটেই ভাল হয় না, আমার সাথে তারা যত ভাল ব্যবহারই করুক না কেন । আমি জানি যদি আমার অবস্থা কোন খারাপ হয়ে যায় তাহলে ওরা ঠিক আমার সাথেও এমন আচরন করবে ! এদের আচরন মানুষ নয় বরং মানুষের সমাজে অবস্থান দেখে নির্ধারিত হয় !
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৩
জুল ভার্ন বলেছেন: তোমার মতো আমিও এগুলো অবজার্ভ করি এবং যথেষ্ট গুরুত্ব দেই।
একটা কথা মনে রাখবা- হোটেল রেস্তোরায় বয় বেয়ারাদের সাথে ভুলেও খারাপ ব্যবহার করবা না। তাহলে ওরা খাবারের সাথে ছ্যাপ(থুতু) দিয়ে খাওয়াবে-এটা একজন হোটেল বয়ের মুখেই শুনেছি, যা ওদের সকলের নীতি।
৭| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭
সোনাগাজী বলেছেন:
আপনি জীবনে কোনদিন কোন রিক্সাওয়ালা, তরি-তরকারী বেপারী, চা-দোকানে বয়, চাকর-চাকরাণীর উপর রেগেছিলেন কিনা, এবং রেগে থাকলে কি কি করেছেন?
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: ভাড়া নিয়ে রিকশাওয়ালাদের সাথে কদাচিত তর্ক করেছি এবং রাগ করে ২০ টাকা ভাড়ার যায়গায় ১০০ টাকা দিয়ে হনহন করে হেটে চলে গিয়েছি!
৮| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: কিছু কম বয়স্ক ছেলে মেয়ে, যুবক যুবতীদেরকে দেখি/শুনি রিক্সাওয়ালাকে 'মামা' সম্বোধন করে কথোপকথন শুরু করতে। এ সম্বোধনটা আমার খুব ভালো লাগে এবং শ্রুতিতে একটা মধুর রণন রেখে যায়। মামা-ভাগ্নে সম্পর্কটা এমনিতেই আমাদের সমাজে খুব সুঈট। তাই ছেলেমেয়েরা যখন 'মামা' ডেকে রিক্সায় উঠে, আমার বিশ্বাস, তখন দুই পক্ষের কোন পক্ষেরই কোন দুর্ব্যবহার করা কিংবা বাকবিতণ্ডায় লিপ্ত হওয়াটা সহজ হয়ে ওঠেনা।
আমার একজন আত্মীয় আছেন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করার পর সম্প্রতি অবসর নিয়েছেন। তিনি কখনোও তার কোন ছাত্রছাত্রীকে কিংবা কলীগকে 'আপনি' ছাড়া 'তুমি' বলে সম্বোধন করেন নাই। তার ছাত্রছাত্রীরা প্রথম প্রথম এতে বেশ আড়ষ্ট ও বিব্রত বোধ করতো, পরে ধাতস্থ হয়ে যেত। তাঁর কথা হলো, যার সাথে আমি কথা বলছি তিনি এবং আমি দু'জন দুই ইন্ডিভিজুয়াল, দু'জনেই একই প্ল্যাটফর্মে দণ্ডায়মান। প্ল্যাটফর্ম সমান না হলে ডায়ালগ সোজা হয় না। আমি কোন অধিকারে তাকে তুমি বলবো, যদি তাকেও আমাকে তুমি বলার সুযোগ না দেই? শুধু নিজের দুই সন্তান ব্যতীত অন্য কাউকেই (যেমন কাজের বুয়া কিংবা গৃহভৃত্য, বাসার দারোয়ান, ড্রাইভার, রিক্সাচালক ইত্যাদি) তিনি 'আপনি' ছাড়া অন্য কোন ডাকে সম্বোধন করেন নাই।
একটি মৌ্লিক শিষ্টাচারের প্রতি আলোকপাত করার জন্য আন্তরিক ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:১৫
জুল ভার্ন বলেছেন: মামা সম্বোধন আমারও ভাল লাগে।
আমার বিশ্ববিদ্যালয় জীবনে অনেক স্যারদেরই দেখেছি ছাত্রদের সাথে আপনি সম্বোধন করতে।
পারিবারিক আত্মীয়স্বজনদের সাথে আমাদের পরিবারে 'তুমি' সম্বোধনটা বেশী পরিচালিত। ব্যক্তিগত ভাবে আমি অফিস এবং সোস্যাল মিডিয়ার অনেককেই তুমি সম্বোধন করি আপনজন ভেবে এবং স্নেহের অধিকার নিয়ে। রিকশাওয়ালা এবং অন্যান্য পেশাজিবীদের সাথে বয়স ভেদে আপনি/তুমি সম্বোধন করি। আবার খুব ছোটদেরও আদর করে 'আপনি' সম্বোধন করে চমকে দেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৭
সাসুম বলেছেন: আপনি আপনার চেয়ে একটু সামাজিক ভাবে ইকোনমিকালি নীচু স্তরে থাকা মানুষ দের সাথে কিভাবে বিহেব করেন- এটার উপরেই কিন্তু আপনার আসল চরিত্র নির্ভর করে।
আমাদের চরিত্রের সবচেয়ে কদর্য ও নোংরা রূপ টা বের হয়ে আসে যখন আমরা আমাদের চেয়ে একটু কম প্রিভিলেজড মানুষ দের সাথে খারাপ বা রুঢ় আচরন করি।
আমি জীবনেই কোন রিক্সাওয়ালা বা সিঞ্জি ওয়ালা বা চা দোকানি বা কাজের বুয়া কে আপনি ছাড়া তুমি ডাকিনাই। এটা করতে তো টাকা পয়সা লাগেনা। মানুষ আপনি ডাক শুনলে একটু বেশিই সম্মান দেয়। বেশ কিছু উত্তর বংগের রিক্সাওয়ালার সাথে পরিচয় হয়েছিল- তারা তুমি করেই বলত। মামুর বেটা তুমি কই যাবা?? বেশ ভাল লাগত শুনতে বাট আমি কখনো ই তুমি বলতে পারিনাই।
এটা আসলে মানুষের পারিবারিক, সামাজিক ও মানবিক শিক্ষার বিষয়।
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:২৩
জুল ভার্ন বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি অফিস এবং সোস্যাল মিডিয়ার অনেককেই তুমি সম্বোধন করি আপনজন ভেবে এবং পারস্পরিক সম্মান ও স্নেহের অধিকার নিয়ে। রিকশাওয়ালা এবং অন্যান্য পেশাজিবীদের সাথে বয়স ভেদে আপনি/তুমি সম্বোধন করি। আবার আমাদের বাড়ির কেয়ার টেকারকে চাচা ডাকি- যিনি আমাদের বাড়িতে আছেন আমার জন্মেরও আগে থেকে আছেন।
সম্বোধন সম্পর্কে আপনার অবজার্ভেশণ খুব নিখুঁত! উত্তর বংগের এবং সিলেট-কিশোরগঞ্জ এলাকার অনেকেই তুমি সম্বোধন করেন, যা আমিও উপভোগ করি।
আসলে বিনয় ভদ্রতা মূলত পারিবারিক শিক্ষা।
ধন্যবাদ।
১০| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: এধরনের সমস্যা আমার কোনো কালেও হয়নি।
আমি সবাইকে আপনি করে বলি। ত্রিশ টাকার ভাড়া আমি দশ টাকা বেশি দিয়ে দেই।
০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:২৪
জুল ভার্ন বলেছেন: গুড বয় আমার ভাই!
১১| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬
জ্যাকেল বলেছেন: সাসুম বলেছেন: আপনি আপনার চেয়ে একটু সামাজিক ভাবে ইকোনমিকালি নীচু স্তরে থাকা মানুষ দের সাথে কিভাবে বিহেব করেন- এটার উপরেই কিন্তু আপনার আসল চরিত্র নির্ভর করে।
একদম সঠিক পর্যবেক্ষণ। আর এটাকে এপ্রেসিএট করার চাইতে মানুষ অতিরিক্ত ভব্যতা বিবেচনা করে কিংবা বলদ কিসিম হিসাবে কাউন্ট করে। তবে আমার সিদ্ধান্ত হইতেছে লোকে যে যাহা ভাবুক, আমি আমার পথে চলব।
০২ রা মার্চ, ২০২২ রাত ৯:০৩
জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।
১২| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: িরকশাওয়ালাদের সাথে খারাপ আচরণ করা ছোট লোকের পরিচয়।
০২ রা মার্চ, ২০২২ রাত ৯:০৪
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
১৩| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৪:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো আমার আচরনে কোন রিক্সওয়ালা মনোখুন্ন হয় না।
০২ রা মার্চ, ২০২২ রাত ৯:০৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৩
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: ভাড়া নিয়ে রিকশাওয়ালাদের সাথে কদাচিত তর্ক করেছি এবং রাগ করে ২০ টাকা ভাড়ার যায়গায় ১০০ টাকা দিয়ে হনহন করে হেটে চলে গিয়েছি!
-এই ধারা অব্যাহত রাখেন, আপনি পয়গম্বর হয়ে যেতে পারেন।
০২ রা মার্চ, ২০২২ রাত ৯:০৮
জুল ভার্ন বলেছেন: একজন ভালো মানুষ হতে চাই। পয়গম্বর শব্দটা এখানে যোগ করায় আপনাকে আপনার আগের আইডি'র প্রোপিকের সমার্থক প্রমাণ করেছে।
১৫| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: মন্তব্য করতে চাইছিলাম কি, আর গুড বয় এবং পয়গম্বর টাইটেলের পরে মন্তব্য করতেছি কি!
গুডবয় হইতে চাই!
লেখা ভালো লাগছে, আপাতত এটুকুই!
০২ রা মার্চ, ২০২২ রাত ৯:০৯
জুল ভার্ন বলেছেন: একটা অর্ধশিক্ষিত দুপেয়ে গাধার মন্তব্য অমনই হবে।
১৬| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১
জটিল ভাই বলেছেন:
সহমত। তবে এখন অনেক রিক্সাচালক যাত্রী দরদাম করার সময় সিটে বসে সিগারেট খেতে খেতে কথা বলে, আবার বয়স্ক/মহিলা যাত্রী নামানোর সময় সিট হতে নামে না। বলেও হুড উঠানো যায় না। এই বিষয়টা কিভাবে দেখেন?
০২ রা মার্চ, ২০২২ রাত ৯:১১
জুল ভার্ন বলেছেন: বিয়য়টা অত্যন্ত গহির্ত। আমি এর প্রতিবাদ করি। অমন করতে বারণ করি।
১৭| ০২ রা মার্চ, ২০২২ রাত ১০:৩৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একজন রিক্সাওয়ালাকে স্কুলড্রেস পরিহিত ছাত্র পিটুনী দিচ্ছে ! দুঃখজনক ।
নিজের স্বজন সন্তানদের এই শিক্ষা কে দিচ্ছে ?
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: এই শিক্ষা ক্ষমতাসীন ছাত্র লীগের হবু ক্যাডার।
১৮| ০২ রা মার্চ, ২০২২ রাত ১০:৪৯
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: ভাড়া নিয়ে রিকশাওয়ালাদের সাথে কদাচিত তর্ক করেছি এবং রাগ করে ২০ টাকা ভাড়ার যায়গায় ১০০ টাকা দিয়ে হনহন করে হেটে চলে গিয়েছি!
-মনে হয়, একটু বেশী বলে ফেলেছেন, ১০০ টাকা থেকে একটু কমানো যায় না? আপনাকে খাঁটী বাংগালী মনে হচ্ছে।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩২
জুল ভার্ন বলেছেন: ভাই আপনার সমস্যা কি? একজন মনোবিদের সাহায্য নেন।
১৯| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গুড বয় আমার ভাই!
ছোটবেলা থেকেই আমি গুড বয়।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
আমি হলাম ভালো মন্দের মিশেল। ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ।
২০| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:১৫
নেওয়াজ আলি বলেছেন: জানামতে রিক্সাচালকদের সাথে কখনো আচরণ খারাপ করনি।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: গুড বয়।
২১| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হারামজাদা রিক্সাওয়ালা, বাসচালক, হেল্পারও আছে অনেক তবে কারও সাথে খারাপ ব্যবহার করেছি বলে মনে হয় না।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২২| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:২২
রানার ব্লগ বলেছেন: অবশ্যই!! কিন্তু এরা যখন সুজুগ পেলে বা নারী যাত্রী পেলে নোংড়া আচরন করেন তখন কি ব্যাবহার করা উচিৎ ??
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৬
জুল ভার্ন বলেছেন: অমন অবস্থায় ভালো আচরণ করা যায়না।
২৩| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:২৭
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: ভাই আপনার সমস্যা কি? একজন মনোবিদের সাহায্য নেন।
-আমার সমস্যা হলো, আপনি রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করেননি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি একজন ব্লগার, আমার সাথে আপনি যেই ধরণের গন্ডগোল করেছেন, তাতে আমার মনে হয় যে, আপনি হয়তো হাজার খানেক রিক্সাওয়ালাকে পংগু করে দিয়েছেন।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৭
জুল ভার্ন বলেছেন: আপনার মতো অসভ্য বদমাইশ পেটানোর অভিজ্ঞতা আমার আছে....
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১১:১৭
নাহল তরকারি বলেছেন: কেউ কেউ আছে ধর্ম মানে না। যারা ধর্ম মানে না, যারা ধর্ম অপছন্দ করে তারাই এভাবে রিক্সাওয়ালাদের অত্যাচার করে।