নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মায়া....

০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ৮:৫১

মায়া....

সৈয়দ মুজতবা আলী তাঁর একটা লেখায় একটা ফার্সি বানীর অনুবাদ লিখেছিলেন, "জীবন একটা পেঁয়াজের মতো, যে খোসা ছাড়ায় তাকেই কাঁদতে হয়"।

সত্যিই জীবনে যাকিছু গ্রহণ অথবা অগ্রহণযোগ্য সবই নিছক একটা দৃশ্যমান রেখা। যে রেখা দৃশ্যমান হলে অামরা তৃপ্ত কিম্বা অতৃপ্ত থাকি। এই তৃপ্ত অতৃপ্ততা সত্যিকারর্থে অামাদেরকে কিছুই দেয় না- শুধুই একটা মায়ার উপলব্ধি ছায়া। অামরা জায়গা ছেড়ে দিই অন্যের জন্যে। অন্যরাও একসময় জায়গা ছেড়ে দেয় অন্যের জন্য।

এই ছেড়ে দেওয়াটা অামাদের জন্য শাশ্বত। ছেড়ে যাওয়া বা নতুনের অাসাটা ততোটা উদ্বেগের বিষয় নয়। যেটা অামাদের ভাবাতে পারে তা হলো মায়াজাল। যে মায়াজালে অামরা অাটকে অাছি। অার এই জীবের কান্না হলো মায়াজালের একটা অংশ মাত্র।

মৃত্যু অামাদের সবকিছু মিথ্যে করে দেয়। এই মৃত্যুই হলো একটা বিরাম চিহ্ন। দীর্ঘ বিরামচিহ্ন। যেখানে একটু কান্না ছাড়া কিছুই দেবার থাকেনা।

অতএব, জীবনের জটিল খোসা ছড়াতে গেলেই জটিলতা বাড়বে, কান্নাও বাড়বে- তাই জীবন যেভাবে চলছে চলুক।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ১০:২৪

সোবুজ বলেছেন: জীবন একটা সংগ্রামের নাম।মৃত্যুর সাথে সংগ্রাম করেই আমরা বেঁচে আছি।আনন্দ আছে বলেই জীবন এত সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: আমার কাছে জীবন গতানুগতিক এর চাইতে বেশী কিছু না।

২| ০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ১০:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অর্থবহ গুরুত্বপূর্ণ পোস্ট। আসলে এই পৃথিবীটাই একটা মায়ার জগত। আমরা আটকে আছি মায়াজালের বন্ধনে। পোস্টটা পড়ে কেমন যেন নিজর অজান্তে ভয়ই কাজ করছে। মৃত্যুর মদ্ধ দিয়ে জীবনের বিরাম চিহ্ন পড়বে, অথচ বিরাম চিহ্নের পরে এই পৃথিবীতে আর কোন কিছুই নেই। প্রতিটি প্যারার ব্যাপক গভীরতা আছে।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৩| ০৪ ঠা মার্চ, ২০২২ সকাল ১০:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অর্থবহ গুরুত্বপূর্ণ পোস্ট। আসলে এই পৃথিবীটাই একটা মায়ার জগত। আমরা আটকে আছি মায়াজালের বন্ধনে। পোস্টটা পড়ে কেমন যেন নিজর অজান্তে ভয়ই কাজ করছে। মৃত্যুর মদ্ধ দিয়ে জীবনের বিরাম চিহ্ন পড়বে, অথচ বিরাম চিহ্নের পরে এই পৃথিবীতে আর কোন কিছুই নেই। প্রতিটি প্যারার ব্যাপক গভীরতা আছে।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৫১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: গতকাল রাত্রের উপলব্ধি, আর আজকের সকালে এই পোষ্ট! অদ্ভুত ভাবে মিলে যায়।

কিন্তু মাঝে মধ্যে পেয়াঁজের খোসা তো ছাড়াতেই হয়।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৫২

জুল ভার্ন বলেছেন: টেলিপ্যাথি।

৫| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি। জটিল করি।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছো।

৬| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: একজন চোর বলে- আমি চোর না ।
একজন লোভী, স্বার্থপর লোক বলে- জীবনে লোভ করলাম না, স্বার্থপর হতে পারলাম না ।
একজন ধান্ধাবাজ লোক বলে- আমি জীবনে ধান্ধাবাজি করতে পারলাম না ।
আসলে যে পোকা থাকেই আমের ভেতরে সে জানবে কি করে আম কেমন ।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মোবাইল থেকে লিখেছেন?
ভালো হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: জ্বি মোবাইল থেকে লিখছি। মন্তব্যের জবাব দিতে সমস্যা হচ্ছে।

৮| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: জীবনের জটিল খোসা ছড়াতে ছড়াতে মৃত্যুকে হয়ত চেনা যায় জানা যায় ... হয়তো তাই কান্না আসে । জীবনের পরিপূর্ণতার জন্য মৃত্যুও হয়তো জরুরী । আমার কাছে জটিল জীবনের জটিলতা বেশি প্রিয় অন্তত মায়ার চেয়ে ।
ভালো থাকবেন জুলভার্ন।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫২

জুল ভার্ন বলেছেন: বিষয়টা দৃষ্টিভঙ্গির এবং উপলব্ধির।
ধন্যবাদ।

৯| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সত্যিই জীবন যেভাবে কাটছে কেটে যাক । জটিলতা দুর করতে গেলে জটিলতা আরো বাড়বে কমবে না

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.