নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রত্যাশা আর প্রাপ্তি....
ভেবেছিলাম স্বাধীনতার পর পিঠের কাঁটাতারের ক্ষতটা শুকাবে।
ভেবেছিলাম খরার অভিশাপ কাটিয়ে প্রতিটি শস্য খেত পরিনত হবে প্লাবন ভূমিতে।
লাঙলের আড়ষ্টতা কাটিয়ে কৃষকের নিপুন হাতে শুকনো মাঠ হয়ে উঠবে শস্য-শ্যামল।
শস্য খেতই হবে আমাদের প্রধান তীর্থভূমি।
কোন এক সন্ধ্যায় রাখালিয়া পুনর্বার বাঁশিতে হাত রেখে বাঁধবে নতুন সুর।
প্রত্যেক কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে।
ঘরে ঘরে পালিত হবে সাড়ম্বরে নবান্ন উৎসব।
গাছেদের শাখায় শাখায় ফুল-ফলের প্রত্যাশা নিয়ে নতুন করে গজিয়ে উঠবে কচি কচি পাতা।
পাখিরা এসে বসবে গাছের ডালে ডালে নীড় বাঁধার নতুন স্বপ্ন নিয়ে; সমগ্র বনবিথী জুড়ে তৈরি হবে এক উৎসবের মহা বিচ্ছুরণ।
আশা করেছিলাম শিকারীর তাক করা বন্দুকের দিকে তাকিয়ে কোন পাখিকে সংশয়ে উড়ে যেতে হবেনা।
আশা করেছিলাম সমস্ত প্রাণীকুল ব্যাধের শরের আঘাত যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে।
পঞ্চাশ পেরিয়ে স্বাধীনতা এখন একান্ন বছরে পদার্পণ করেছে বাংলাদেশ।
ঐক্যবদ্ধতার বদলে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখনো চলছে বিভাজনের রাজনীতি!
এখনো বিদিশার নিশার মতো আমাদের দেশে ঘোর অমানিশার অন্ধকার।
তবুও ভালো থেকে প্রিয় জন্মভূমি।
ভালো থেকো আমার বাংলাদেশ।
(পুরনো পোস্ট, সামান্য এডিট করা)
০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:২০
জুল ভার্ন বলেছেন: স্বাধীনতার আগেই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হতো-তখনও এই দেশে সাম্প্রদায়িকতা ছিলনা। মাদরাসা-মক্তব এই দেশের ইতিহাস সংস্কৃতির অংশ। খ্রিষ্টান-ইহুদী চক্রের এজেন্টদের হাত ধরে মাদরাসা-মসজিদ, ধর্মকে জুজু বানিয়ে আপনারাই দেশটাকে জংগী বানিয়েছেন।
২| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৯
প্রত্যাবর্তন@ বলেছেন: একটুর জন্য কতকিছু হয়নি
ক্ষয়ে যাওয়া আশা তবু পুরোটা ফুরোয়নি
০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৫
জুল ভার্ন বলেছেন: অসহায় মানুষের আশাই একমাত্র সম্বল।
৩| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: হয় না, যেমনি হওয়ার কথা তেমনটি হয় না।
০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: এটাই নির্মম বাস্তবতা।
৪| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: জয় বাংলা, জয় বাকশাল।
০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৮
জুল ভার্ন বলেছেন: ইহা এখন জাতীয় শ্লোগান।
৬| ০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ধরণের সমস্যা সবখানেই। আজকে ৩০হাজার বেতন পাইলে মনে হয় কম্পানি কি দিলো, ৪০ হলে ভালো হতো। কম্পানি যখন ৪০ দেয়, তখন মনে হয় কম্পানি কি দিলো, ৬০ হলে ভালো হয়।
স্বাধীনতা পেয়েছি, কিছু সমস্যা থাকবেই।
০৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: সকল সীমাবদ্ধতার মধ্যেও প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান যখন খুব বেশী তখনই হতাশাক্রান্ত হতে হয়।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:১০
সোবুজ বলেছেন: আপনি যা যা প্রত্যাশা করেছেন সবই এখন বর্তমান।কেবল বাক শ্বাধিনকা কিছুটা নিয়ন্ত্রিত।তার পিছনে কারন অনেক।চাইলেই বাংলাদেশ স্বর্গ হয়ে যাবে না।লোকজন যে হারে মসজিদ আর মাদ্রাসা বানাতে শুরু করেছে আফগান হতে বেশি দেরি নাই।তখন যদি স্বর্গ হয়।