নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
১৯ টি উট ভাগের কাহিনী....
এক বেদুঈনের ১৯টি উট ছিলো। মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পরে তার উনিশটি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার একের চতুর্থাংশ তার মেয়েকে, উনিশটি উটের মধ্যে পঞ্চম ভাগ তার ভাইকে দেওয়া হবে।"
আত্মীয়স্বজনরা খুব চিন্তায় পড়ে গেলো যে, এই ভাগ কি করে করা যাবে?
উনিশটি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দু ভাগ করতে হবে, তাহলেতো উটই মরে যাবে। আচ্ছা, একটা উট না হয় মারাই গেলো, এরপর আঠারোটি উটের এক চতুর্থাংশ -----সাড়ে চার ---সাড়ে চার -----তারপর?
সকলেই খুব চিন্তার মধ্যে ছিলো। তখন সকলে মিলে এক বুদ্ধিমান বৃদ্ধ ব্যক্তিকে ডেকে আনলেন।
সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে বললেন, "এই উনিশটি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও।"
*সবাই ভাবতে লাগলো- যিনি উইল করে মারা গেছেন তিনি এক পাগল, এখন এই দ্বিতীয় পাগল এসেছেন- তার উটটি মিলিয়ে ভাগ করে দিতে। সবাই চিন্তা করে দেখলো, কোনো উপায় যখন নেই, এনার কথা শুনেই দেখা যাক।
১৯ + ১ = ২০
২০ র অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো।
২০ র ১/৪ = ৫টি উট মেয়েকে দেওয়া হলো।
২০ র ১/৫ -- ৪টি উট ভাইকে দেওয়া হলো।
১০ + ৫ + ৪ = ১৯
এইপ্রকারে একটি উট যোগ করাতে ১৯ টি উটের ভাগ সুখ, শান্তি এবং আনন্দের সঙ্গে হয়ে গেলো। যে একটি উট বেঁচে গেলো, সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিলো। সে সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলো।
(ঈশপের গল্প থেকে ভাবান্তরিত))
১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: জ্বি ভাইজান, এই পোস্ট দুই বছর আগেও একবার দিয়েছিলাম।
ধন্যবাদ।
২| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: বুদ্ধিমান লোকটা কি সেটিসফাইড ছিল?
১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: সেটা তো জানিনা।
৩| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: গল্পটা আগে কোথাও পড়েছি।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৮
জুল ভার্ন বলেছেন: যদিও এগুলো স্বার্বজনীন গল্প, তবুও দুই বছর আগে আমার টাইম লাইনেই পড়ে থাকবে হয়তো।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পটি আগেও শুনেছি। এর একটা মোরাল আছে। ভাগটা করা গেল ঠিক, কিন্তু অঙ্কের নিয়মে গোঁজামিল আছে। ১০টি উট ছেলেকে দেয়া হয়েছে, যা তার মোট উটসংখ্যা ১৯-এর অর্ধেকের চাইতে ১টা বেশি। বাকিগুলোতেও এরকম গড়মিল আছে।
বুদ্ধিমান লোকেরা নিজে স্যাক্রিফাইস করে কিংবা নিজের বুদ্ধিমত্তা দিয়ে অন্যের উপকার করে থাকেন।