নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
মাইন্ডসেট.......
সংখ্যাগরিষ্ঠ বাঙালি মাইন্ডসেট বলতে বোঝে- 'জীবনে প্রতিষ্ঠা পাওয়া'- হলেও আমার ব্যাক্তিগত চিন্তাভাবনায় ভিন্নতা ছিলো সব সময়ই। আমার মাইন্ডসেট খুব একটা গোছান এবং পরিকল্পিত কিছু নয় বরং অনেকটাই উদাসীন।
ছেলে বেলা থেকেই পরিবারে আমাকে শাসন করার তেমন কেউ ছিল না, তাই অনেকটা খেয়াল খুশী মতো বড়ো হলেও উচ্ছন্নতা আমাকে কখনও ছুঁতে পারেনি। যদিও খুব কম বয়সেই বুঝেছি- আমাদের আর্থিক স্বচ্ছলতা আছে.... মনে একটা প্রচ্ছন্ন ধারণা পোক্ত হয়ে গেছিল- বর্তমান জীবনে ভবিষ্যৎ জীবনের জন্য খুব একটা পরিশ্রমের দরকার কী!
যতটুকু পড়লে ঠিক পাশ করা যায় ততটুকুই পাঠ্যপুস্তকে থাকতাম। অনেক সময়ে যতটুকু উত্তর দিলে পরীক্ষায় পাশ করা যায় ততটুকুই দিতাম।
একেবারেই কেরিয়ারিস্ট ছিলাম না সত্য কিন্তু আমি দেশী বিদেশি অজস্র বই পড়েছি, জীবনীগ্রন্থ, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, দর্শন, ধর্মীয় সহ নানান রকমের বই এবং এখনো পড়ি। এই জীবনে আমি অসংখ্য বিশ্ববিখ্যাত মুভি দেখেছি। দেশ বিদেশের অসংখ্য মানুষের সাথে মিশেছি-সেটাই বোধহয় আমার জীবনের অনেক বড়ো অর্জন।
আত্মীয় স্বজন, সহকর্মী বা ওপরঅলাদের ততোটা প্রিয় আমি কোনদিনই ছিলাম না, যতোটা প্রিয় ছিলাম অধস্তনদের কাছে। কোনো প্রকার দু’নম্বরী জীবনে করিনি- করবোও না- যা হয় হোক। তারপরও অনেক কিছু অর্জন হয়েছে। অনেকের এতোটাও হয় না। নিজের মতো থাকায় অনেক সুখ। মেপে মেপে চলতে গেলে অনেক অসুবিধে। জীবনও অনেকটাই কাটিয়ে এলাম। অনেক মায়ার বন্ধনে জড়িয়েছি- কিন্তু এখন আর কোনো বন্ধন আমাকে টানে না।
আত্মীয়-বন্ধুবান্ধব-দেশ-বিদেশ মানুষজন জীবজগৎ সবার নিরন্তর মঙ্গল হোক।
অনর্থক হানাহানি বন্ধ হোক।
মানুষ মানুষকে ভালোবাসুক- সব সময় এই চিন্তাই আমাকে চালিত করে।।
১৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:২০
জুল ভার্ন বলেছেন: প্রথমত, আমি কি তা আপনি বা অন্য কেউ বিচার বিশ্লেষণ করার কেউ না।
দ্বিতীয়ত, আমি এমন কেউ না যে আমাকে নিয়ে কেউ কিছু ভাববে।
আমি ভালো কিম্বা মন্দ-সেটা একান্তই আমার নিজস্বতা।
২| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: মাইন্ড সেট করে রাখা ঠিক না। তাহলে একটা জায়গা আটকে থাকতে হয়।
১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২২
জুল ভার্ন বলেছেন: অন্যদিকে মাইন্ডসেট না থাকলে দোদুল্যমানতায় ভুগতে হয়। নিজের উপর কনফিডেন্স থাকেনা।
৩| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৬
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় না মাইন্ডসেট বলে কিছু আছে । শৈশবে যে মাইন্ডসেট ছিলো কৈশরে এসে তা পরিবর্তন, যৌবনের মাইন্ড অন্য কিছু বলতো , পৌঢ়ের মাইন্ডসেট অন্য বিষয়ে বাকি সময়ের বিষোয় জানা নাই ।
১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬
জুল ভার্ন বলেছেন: রাইট, সময়ের ব্যাবধানে মাইন্ডসেট চেঞ্জ হয়।
৪| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজ সম্পর্কে একটু একটু লিখুন সবারই লিখা উচিৎ যাতে করে অন্যরা জানতে পারে।
১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:২২
প্রতিদিন বাংলা বলেছেন: একদিকে বলা যায় গদবাধা জীবন (ভালো অর্থে )
মাইন্ডসেট বিষয়টা আপেক্ষিক (আমার কাছে )
১৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
জীবন হোক আরো সুন্দর
১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাইন্ডসেট না হলে কোনকিছুই সঠিক ভাবে করা যায়না।
১৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: একমত।
৮| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৩
এইচ তালুকদার বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো,
১৭ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: আমার নিজের ভেতরেও এই সামজের মাইনন্ডসেট নেই । একদম নেই । সবাই যেমনটা ভাবে সমাজের ভাবনা মতে আমার চলতে ইচ্ছে করে না । এখনও পর্যন্ত সেগুলো এড়িয়েই চলছি ...
১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন: যেকোনো বিষয়ে মাইন্ডসেট থাকা ভালো।
১০| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অন্যদিকে মাইন্ডসেট না থাকলে দোদুল্যমানতায় ভুগতে হয়। নিজের উপর কনফিডেন্স থাকেনা।
মেডিটেশন করা যেতে পারে।
১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ১৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:১৩
গরল বলেছেন: মাইন্ডসেট বলতে এখানে কি বুঝাতে চেয়েছেন আপনি? Goal of life নাকি Purpose of life? আমার চিন্তা মতে মাইন্ডসেট হচ্ছে ক্ষনস্থায়ী এবং সেটা কয়েক মিনিটের জন্য বা কখনও দিন বা বড়জোড় কয়েক মাসের জন্য হতে পারে। আপনি কি পুরো জীবনের জন্য মাইন্ডসেট এর কথা বুঝিয়েছেন?
১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমেই বলবো - সারাজীবন এর জন্য মাইন্ডসেট করা সম্ভব নয়।
মাইন্ডসেট হল, কোন বিষয় সম্পর্কে মনের একটি স্পষ্ট ধারণা। ধরুন আপনাকে একটি ম্যাট্রিক্স অংক সমাধান করতে দেওয়া হল। আর আপনি এই অংকটি সমাধান করতে দুই ধরণের চিন্তা করতে পারেন।
১। আমি তো কোনদিন এই অংক করিনি। তাই আমার দ্বারা এই অংক সমাধান করা সম্ভব না।
২। আমি কোনদিন এই অংক সমাধান করিনি কিন্তু আমাকে এই অংক কিভাবে সমাধান করতে হয় তা শিখতে হবে এবং সমাধান করতে হবে।
অর্থাৎ মাইন্ডসেট ২ ধরণের।
১। ফিক্সড মাইন্ডসেটঃ যেটা আপনি ইতিমধ্যে ধরে নিয়েছেন আপনি এই অংক কোনদিন করেন নাই তাই সমাধান করতে পারবেন না। এটাকে আবার অন্য রকমভাবে বলা যায়, আপনি হয়ত কোন একটি অংক একটি পদ্ধতিতে সমাধান করতে পারেন এবং আজীবন সেই পদ্ধতিতেই সমাধান করেন। কিন্তু সেই অংকটি যে ভিন্ন পদ্ধতির মাধ্যমে আরো সহজে সমাধান করা যায়, তা কখনো চিন্তা করেন না। এইটাই হল ফিক্সড মাইন্ডসেট।
২। গ্রোথ মাইন্ডসেটঃ আপনি কোন একটি সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা হয়ত জানেন না কিন্তু সেটা সমাধান করার জন্য চেষ্টা করতেছেন। আবার আপনি কোন একটি সমস্যা একটি উপায়ে সমাধান করতে পারেন কিন্তু চেষ্টা করতেছেন এই সমাস্যাটি কিভাবে আরো দ্রুত এবং সহজে সমাধান করা যায়। এইটাই হচ্ছে গ্রোথ মাইন্ডসেট।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৪
সোবুজ বলেছেন: আপনার লেখা থেকেই আপনার সম্পর্কে জানা যা।নিজের সম্পর্কে আপনি যা ভাবছেন আপনি তা না।আপনার সম্পর্কে অন্যরা কি ভাবছে আপনি তাই।নিজের সম্পর্কে উচ্চ ধারনা থাকা ভাল,তাতে কনফিডেন্স বাড়ে।জেনে ভাল লাগলো।