নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ঘর মন জানালা......

২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৭

ঘর মন জানালা ......

খবরের কাগজ পড়া এবং রেডিওতে দেশ বিদেশের সংবাদ শোনার নেশা আমার সেই ছেলে বেলা থেকেই। স্বাধীনতার আগে রেডিও পাকিস্তান ঢাকা, করাচি এবং ইসলামাবাদ থেকে বাংলা, উর্দু এবং ইংরেজিতে সংবাদ প্রচারিত হতো। এর মধ্যে 'রেডিও পাকিস্তান' থেকে অনুষ্ঠান প্রচারিত হতো পশ্চিম পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ থেকে।

আসলে সেই শিশু কিশোর বয়সে সংবাদে ততটা নয়, রেডিওর রহস্যময় যান্ত্রিক কৌশল, বিজ্ঞাপনের জিংগেল এবং সংবাদ পাঠকেরা আমাকে খুব আকর্ষণ করতো। তৎকালীন রেডিও পাকিস্তানে বাংলা সংবাদ পাঠের ক্ষেত্রে সরকার কবীরউদ্দীন, ইমরুল চৌধুরী, নূরুল ইসলাম সরকার এবং নারী কণ্ঠে দিলারা হাশেমের সংবাদ পাঠ আমার ভালো লাগতো। ইংরেজি নিউজ তেমন শুনতাম না(আসলে বুঝতাম না, তবুও পরিবারের বড়োদের নির্দেশে ইংরেজি নিউজও শোনা হতো)। ইংরেজী সংবাদ পাঠে এরিক বোনার, রিজওয়ান ওয়াস্তির নাম আমার মনে আছে।

'আকাশবানী'র' দেব দুলাল বন্দোপধ্যায়, বিজন বোসের গম্ গমে্ কণ্ঠ শুনতে যা ভালো লাগতো। সেই সময়ে বাংলায় যে দু'জন নারী সংবাদ পাঠকের কথা আমার স্মৃতিতে আছে, তাঁরা হচ্ছেন 'আকাশবাণীর' নীলিমা স্যান্ন্যাল ও ইভা নাগ। ইভা নাগের কণ্ঠে এক যাদুকরী আমেজ ছিলো। মনে হতো তিনি এইমাত্র ঘুম থেকে উঠে আদ্র কণ্ঠে সংবাদ পাঠ করছেন।

রেডিও পাকিস্তান থেকে 'খবর পড়ছি দিলারা হাশেম'- কণ্ঠের সঙ্গে কৈশোরে আমার পরিচিতি যখন তিনি রেডিও পাকিস্তান করাচী থেকে সংবাদ পাঠ করতেন। কী মিষ্টি মোহনীয় ছিলো সেই কণ্ঠস্বর! সত্তুর দশকে বিবিসি বাংলা অনুষ্ঠানে এবং পরবর্তীতে ভয়েস অব আমেরিকা থেকেও দিলারা হাসেম সংবাদ পাঠ শুনেছি।

আমার কাজীন অকাল প্রয়াত কবি আবুল হাসান। খুব স্বল্প সময়ের জন্য হলেও আমি ছিলাম তার ন্যাওটা। সম্ভবত ৭৫ সনে ঈদের ছুটিতে ক্যাডেট কলেজ থেকে বাড়ি এসে হাসান ভাইয়ের হাতীরপোল মেসে(হাসান ভাই এবং তার কয়েকজন কমুনিস্ট বন্ধুদের নিয়ে একটা টিনশেড ঘর ভাড়া নিলেও বেশীর ভাগ সময় তিনি একাই থাকতেন) দেখা করতে যাই। হাসান ভাই আমাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান সুরাইয়া খানমের রুমে যান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হট টপিকস এবং শহরের সাহিত্যাংগনে রমরমা আলোচ্য বিষয় ছিলো- সুরাইয়া ম্যাডামের সাথে তাঁর ৮ বছরের ছোট ছাত্র কবি আবুল হাসানের প্রেম! সেখানেই সামনা সামনি দেখা হয় বিখ্যাত সংবাদ পাঠিকা দিলারা হাশেমের সংগে! ততদিনে দিলারা হাশেমের একাধিক বই বেরিয়েছে। এতোদিন যার সংবাদ পাঠ শুনে বিমোহিত হয়েছিলাম- সেই দিলারা হাশেম আমার চোখের সামনে! ইতোমধ্যেই তাঁর প্রথম উপন্যাস 'ঘর মন জানালা' বইটি আমাকে ভীষণ রকম আকর্ষণ করেছিল। দিলারা-সুরাইয়া-হাসান মূলত কবিতা-সাহিত্য নিয়েই কথা বলছিলেন। এই সব কথার মাঝেই ঝকঝকে সুন্দরী তন্বী এক মহিলা ঢুকেন। আমি মহিলাকে চিনি মনে হচ্ছে- কিন্তু নিশ্চিত হতে পারছিনা। তখন হাসান ভাই আমাকে তার সাথেও পরিচয় করিয়ে দিলেন- "ইনি হচ্ছেন দীলশাদ খানম, রক্ত কবরীর নায়িকা- এনারা তিন বোন। সবার ছোট দীলশাদ"!

দিলারা হাশেমের ছোট বোন নাট্যশিল্পী দিলশাদ খানমের অভিনয় আশির দশকে তরুণদের পাগলপারা করে দিয়েছিলো। দিলারা হাশেম, সুরাইয়া খানম এবং দীলশাদ খানম তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের ছাত্রী ছিলেন।

দিলারা হাশেম ছিলেন এক পরিশীলিত আধুনিক মানুষ। তাঁর সাজ-সজ্জায়, কথা-বার্তায়, চলনে-বলনে, জীবন-যাপনে একজন আধুনিক ব্যাক্তিত্বের ছাপ ছিল পরিস্ফুট। সেই সঙ্গে মিশেছিলো তাঁর পরিশীলিত রুচি - লেখা-পড়ায়, গান ও চিত্রকলায় তথা পেশাগত জীবনে। এ সব মিলিয়ে দিলারা হাসেম ছিলেন তাঁর সময়ের থেকে এগিয়ে থাকা এক অনন্য মানুষ।

দুই দিন আগে, অর্থাৎ ১৯ শে মার্চ ইন্তেকাল করেন 'ঘর মন জানালা'র দিলারা হাশেম। আমার চেতনায় ভেসে ওঠা 'রেডিও পাকিস্তান। খবর পড়ছি দিলারা হাসেম'।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।

২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৮

জুল ভার্ন বলেছেন: আমীন।

২| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক কিছুই জানলাম দাদা ভাল থাকবেন

২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: ঘর মন জানালা'র আমি একজন নিয়মিত পাঠক ছিলাম।

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৬

জুল ভার্ন বলেছেন: ইশ! কী যে ভালো লাগত!
যতদূর মনে পরে এই উপন্যাস অবলম্বনে কবরী একটা সিনেমা তৈরী করেছিলেন।

৪| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আত্মার শান্তি কামনা করছি। সুন্দর স্মৃতি চারণ।

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে স্থান দিন

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫২

জুল ভার্ন বলেছেন: আমীন।

৬| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯

জটিল ভাই বলেছেন:
নস্টালজিক হয়ে গেলুম.......

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৭| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোদের পাঠ্যবইয়ে একজন লেখকের নাম দেখতাম - দিলারা হাশেম। এতটুকুই। এর বেশি জানা ছিল না। ফেইসবুকের বিভিন্ন পোস্ট ও আপনার এ পোস্ট থেকে তার সম্পর্কে বেশ ভালো তথ্যই জানতে পারলাম। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:১২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৮| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১১

শূন্য সারমর্ম বলেছেন:

এখন রেডিও শোনা হয়?

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: যতদূর মনে পরে, এরশাদ বিরোধী আন্দোলনের পর রেডিও শোনা হয়নি।

৯| ২১ শে মার্চ, ২০২২ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: আমীন।

১০| ২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৫১

সোবুজ বলেছেন: তার খবর পড়া শুনেছি ,বইটি পড়া হয় নাই।প্রমের গল্প বলাতে মৃত্যু সংবাদটি একটু ফিকে হয়ে গেছে।

২২ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: আমি মূলত শ্রদ্ধেয় দিলারা হাশেম এবং তাঁর অন্য দুই বোনকে একসাথে দেখেছিলাম- সেই স্মৃতিচারণ করতে চেয়েছিলাম।

১১| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ইশ! কী যে ভালো লাগত!
যতদূর মনে পরে এই উপন্যাস অবলম্বনে কবরী একটা সিনেমা তৈরী করেছিলেন।

সিনেমার খবর জানি না। তবে এই তথ্য আমার মা ভালো জানে নিশ্চয়ই। কারন মা কোনো সিনেমা মিস দিতো না। এমন কি কোনো কোনো সিনেমা দুইবার করে দেখতো।

৮৮ সালের আগের কোনো ঘটনা আমি খুব একটা মনে করতে পারি না।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: মনে পরেছে, 'ঘর মন জানালা' নিয়ে চিত্রনায়িকা প্রয়াত কবরী সারওয়ারের প্রযোজনায় পরিচালক প্রয়াত সুভাষ দত্ত 'বলাকা মন' নামে একটি ছবি করেছিলেন।

১২| ২২ শে মার্চ, ২০২২ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আত্মার শান্তি কামনা করি। ১৯ তারিখে পেপারে পড়ে উনাকে জানলাম

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে পরেছে, 'ঘর মন জানালা' নিয়ে চিত্রনায়িকা প্রয়াত কবরী সারওয়ারের প্রযোজনায় পরিচালক প্রয়াত সুভাষ দত্ত 'বলাকা মন' নামে একটি ছবি করেছিলেন।

ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০২২ রাত ১০:০৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ রাজীব।

১৪| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫২

নীল আকাশ বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে স্থান দিন
অনেক পুরাতন স্মৃতি আপনার মনে আছে।

২২ শে মার্চ, ২০২২ রাত ১০:০৮

জুল ভার্ন বলেছেন: খুব পুরনো স্মৃতি মনে রাখা/মনে পরা সম্ভবত আমার একটা অসুখ। কারণ, আমি সাম্প্রতিক অনেক কিছুই ভুলে যাই, বা মনে রাখতে পারিনা। অথচ খুব ছেলে বেলার অনেক স্মৃতিই মনে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.