নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

নমানুষ......

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৭

নমানুষ........


বিষয় হিসেবে 'বই' আমার বরাবর আগ্রহের। কতো কতো বিখ্যাত এবং অখ্যাত লেখকদের লেখা কত বই যে আমি সংগ্রহ করেছি তার ইয়ত্তা নেই। যখন যেমন সন্ধান পেয়েছি জোগাড় করেছি। একজায়গায় সেগুলো রাখলে হয়তো ছোটখাটো লাইব্রেরি হয়ে যাবে।

তবে আজ একটি বই নিয়ে আমার মুগ্ধতার কথা জানাব। বইয়ের নাম নমানুষ। লেখক আমাদের সবার পরিচিত ব্লগার, অনুজ প্রতিম মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ।

"নমানুষ"- প্রকৌশল পেশায় আত্মনিবেদিত লেখক যুনায়েদ (ব্লগার নীল আকাশ) এর লেখা 'বই'। 'বই' বলার কারণ- এই বই কোনো প্রেমের উপন্যাস নয়, কোনো ভ্রমণ কাহিনী নয়, কোনো থ্রিলার, গোয়েন্দা উপন্যাসও নয়। তাই আমি কোনো উপন্যাসের ক্যাটাগরিতে ফেলতে পারছিনা, তাই 'বই' বলেছি। কোনো বিশেষায়িত ক্যাটাগরির নাহলেও এই বইয়ে আছে ভালোবাসার কোলাজ, আছে লোভ-লালসা, প্রতারণা, হত্যা রহস্য এবং যথারীতি পুলিশের গোয়েন্দা তৎপরতায় হত্যা রহস্যের উদঘাটন এবং দায়িত্বশীল আদর্শ পুলিশ অফিসারের কর্মতৎপরতা প্রমাণ।

এই লেখকের প্রথম প্রকাশিত বই প্রেমের উপন্যাস "শবনম"ও আমি পড়েছিলাম বছর দেড়েক আগে। প্রথম বই হিসাবে লেখকের লেখা অনেক পরিপক্বতার পরিচয় দিয়ে ছিলেন- তখনই ধারণা করেছিলাম, লেখক হিসেবে যুনাইদ অনেকদূর যাবেন, যা নমানুষ বইয়ে প্রমাণ করেছেন।

গল্পের শুরু হয় নদীতে ভাসমান একটি লাশ পাওয়ার ঘটনা দিয়ে। অজ্ঞাতনামা সেই নারীর লাশের হত্যা রহস্য উদঘাটনের দায়িত্ব পায় এস আই মারুফ। লাশটি কার, কিভাবে মারা গেল তদন্ত করতে যেয়ে আইও মারুফ নিজেই মানষিক অসুস্থ হয়ে মনোবিশারদ এর দারস্থ হতে হয়। কিছুদিন পর আরও একটা লাশ পাওয়া যায় একটা ফ্লাটে। এবারের লাশটি পুরুষের। এই লাশের তদন্ত করতে গিয়ে ঘটনার পরম্পরা আবিষ্কার করে। অনেকগুলো আলাদা আলাদা ঘটনা নিয়ে কাহিনী এগিয়ে যেতে থাকে এবং বিচ্ছিন্ন ঘটনাগুলো যতই এগিয়ে যায়, সেই বিচ্ছিন্ন ঘটনা গুলো একে অন্যের সাথে সেতুবন্ধ ঘটে।

প্রাথমিক ভাবে বইয়ের কাহিনী অগোছালো মনে হলেও ঘটনার গুলো পরম্পরায় যুক্ত হতে থাকে। লেখক এই বইয়ের নানান ঘটনায় অসংখ্য চরিত্রের(অন্তত ২০ জন) সমাবেশ ঘটিয়েছেন, অনেক গুলো চরিত্র ঘটনার সাথে যুক্ত না করলেও কাহিনীর কোনো ত্রুটি হতোনা- বরং পাঠক অসংখ্য চরিত্রের বেড়াজাল থেকে রিলিফ পেতেন- এটা একান্তই আমার নিজস্ব মতামত!

চমতকার বই!
লেখক গল্পের ঢঙ্গয়ে কতো মানুষের গোপণ জীবনের অপ্রকাশিত কথা তুলে ধরেছেন- অনেকগুলো চরিত্র রুপায়ণে আমাদের বর্ধিঞ্চু শহুরে জীবন সমাজের ঘটনার ক্ষয়িষ্ণু প্রেক্ষিত। যা পেয়েছি তা আমাদের সমাজেরই একটা পরিচিত চিত্র।

আর বই নিয়েই যাঁদের যাপন;
বই কেনা থেকে না-কেনা, পড়া থেকে না-পড়া
এবং
বই চুরি পর্যন্ত
গ্রন্থ চর্চার সাতকাহন 'নমানুষ'!

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন:
বইটি পড়বার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গল্পকারের জন্য শুভকামনা রইলো।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:০৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: বইটির লেখক মহিউদ্দিন মোহাম্মদ জুনায়ে দক্ষ শল্যচিকিৎসকের মতই সমাজদেহের গভীর থেকে গভীরের ক্ষতগুলি কি অসীম মমতার সাথে তুলে এনেছেন তার তুলনা হয়না।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখকের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:০৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

সোবুজ বলেছেন: বইটি পড়া হয় নাই।এখানে কোন দিন পাওয়া যাবে কিনা তাও জানি না।আপনার লেখা পড়ে কিছুটা জানতে পারলাম।বিস্তারিত লিখলে আরো কিছু জানা যেতো।

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১১

জুল ভার্ন বলেছেন: আপনি কোথায় থাকেন? (ব্যক্তিগত বিষয় উত্তর দেওয়া বাধ্যবাধকতা নাই)

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:০৫

মাস্টারদা বলেছেন: প্রথমত, আপনার অনেক অনেক বই আছে শুনে হাতের তলা চুলকায় ;)

পরকথা, কেউ মনসুরের কাবাব খেয়ে এসে কোনো এক ভোজন-রসিকের সামনে সেটায় আরেকটু রসের সস লাগায়ে রসিয়ে রসিয়ে বলল। আর তাতে যদি শ্রোতার জিভে জল আসে, এর দ্বারা কাবাবের ভালো-মন্দ স্বাদ হয়তো বুঝা যায় না, কিন্তু বর্ণনাকারীর লাগানো সসের স্বাদ কোনো রসিক জনের চোখ এড়াবে না।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: কাউকে ভালো বলতে হয় উদার দিলে =p~

৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: বইটা আমারও পড়া হয়েছে । বই সম্পর্কে আমার মতামতও আপনার মতামতের কাছাকাছি .....
বইটি না প্রেমের না থ্রিলার । প্রথমে কেবল এলোমেলো কিছু ঘটনার সমাবেশ মনে হবে কেবল কিন্তু আস্তে আস্তে কাহিনী একটা নির্দিষ্ট দিকে ধাবিত হবে......

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: নমানুষ নিয়ে তোমার রিভিউ পড়েছিলাম এবং তার কিছুটা প্রভাব আমার লেখায়ও পরেছে।

৭| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৪:৩০

সোবুজ বলেছেন: আমি কানাডায় থাকি।ছোট মেয়ে আমি ও আমার স্ত্রী।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৮

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

৮| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৪:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর কাহিনী। দেশে আসলে সংগ্রহ করে পড়তে হবে।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৯| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

নীল আকাশ বলেছেন: দেরি করে আসার জন্য লজ্জিত।
আমি আসলে অভিভূত ব্লগে প্রায় পরিচিত সবাই এই বইটা সংগ্রহ করে ব্লগে রিভিউ দেয়ার জন্য।
শবনম লেখার পর আমি আর কোন প্রেমের উপন্যাস লিখতে চাইছিলাম না। নমানূষ কোন প্রেমের উপন্যাস না।
এটা মূলত আমাদের চারপাশের সমাজ জীবনের পোড় খাওয়া বিভিন্ন মানুষজনের যাপিত জীবনের কাহিনী। যা আমরা কোনদিন নিজের চোখে দেখতে পাই না। অন্দরের গোপন কাহিনী কেউ ফাঁস করতে চায় না। আমি করেছি। এটা একটা এক্সমেরিমেন্ট ছিল। নমানুষ প্রকাশ থেকে আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি।
আপনাকে সংগ্রহ এবং পড়ার জন্য ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: যাক, আমার পাঠপ্রতিক্রিয়ার সাথে লেখকের বক্তব্য মিলে যাওয়ায় ভালো লাগছে।

১০| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

নীল আকাশ বলেছেন: এই পোস্ট লাইকড এবং সোজা প্রিয়তে।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

নীল আকাশ বলেছেন: যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য নমানূষ পাবার দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।
খুব শিঘ্রই আপনার এটা নিজের হাতে পাবেন ইনশা আল্লাহ।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.