নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ফ্যাসিবাদ ও নাৎসিবাদের পরিনতি......
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষ, চারিদিকে জার্মান সৈন্যরা পরাজিত। একমাত্র টিকে রয়েছে বার্লিন শহর, হিটলারের রাজধানী।
দীর্ঘদিন যাবৎ হিটলারের বাস ৫০ ফুট মাটির নিচে অবস্থিত বাংকারে। উপরের কোন খবর তিনি রাখতে পারতেন না, কারণ কেউ তাকে সত্যি কথা বলতে সাহস পায় না। ১৯৪৫ সালের ২০ এপ্রিল বার্লিনে সোভিয়েত গোলন্দাজ বাহিনী বোমা বর্ষণ শুরু করে। ২১ এপ্রিল তারা বার্লিনে প্রবেশ করতে শুরু করে। ২২ এপ্রিল হিটলার মিত্রপক্ষকে আটকানোর আদেশ দেন।
কিন্তু হিটলারের জানা ছিল না, তাদের কাছে আক্রমণ করার মতো সৈন্য বা বোমারু বিমান কিছুই নেই। এই সংবাদ জানার পর রাগে ক্ষোভে চিৎকারে, চিৎকারে গলা ফাটিয়ে হঠাৎ করেই শান্ত হয়ে বসলেন, বুঝলেন যুদ্ধে তাঁর পরাজয় নিশ্চিত।
তখন তিনি সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করবেন। শুধু তিনি একা নন কিছু বিশ্বস্ত সঙ্গী ও তার সাথে আত্মহত্যা করবে ঠিক করলেন।
এরপর হিটলার দুটো উইল প্রস্তুত করলেন। প্রথম উইল খানা রাজনৈতিক, দ্বিতীয় খানা ব্যক্তিগত সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। তরপর তিনি এস এস বাহিনীর ডাক্তার হাসের কাছে জানতে চাইলেন আত্মহত্যা করার সবচেয়ে সহজ উপায় কি? হাস উপদেশ দিলেন পিস্তলের গুলি ও বিষ একই সাথে প্রয়োগ করা উচিত। এর পরেই তিনি তাঁর ১৫ বছরের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করেন।
১৯৪৫ সালের ৩০ এপ্রিল বেলা তিনটের অল্প কিছু সময় আগে হিটলার মাটির ৫০ ফুট নিচে তার বাঙ্কারের করিডোরে বেরিয়ে এলেন সঙ্গে তাঁর নবপরিণীতা বধূ ইভা ব্রাউন। আরও সাথে আছে অতি বিশ্বস্ত কিছু মন্ত্রী, সেক্রেটারি এবং সেনাপতি। হিটলার সবার হাতে বিষের ক্যাপসুল তুলে দিলেন এবং তিনি ইভাকে নিয়ে খাস কামরায় ঢুকে পড়েন। অনুচরেরা বাইরে প্রতীক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর একটি মাত্র গুলির শব্দ শোনা গেল, অনুচরেরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারা ভেবেছিলেন দুটো শব্দ হবে, কিছু সময় পর তারা ঘরে ঢুকে দেখতে পেলেন, হিটলার সামনের দিকে ঝুঁকে বসে আছেন কিংবা পড়ে আছেন বলা যায়। তার খুলি মুখ এবং যে সোফাটিতে তিনি বসে ছিলেন সব রক্তাক্ত। তার কাঁধে ইভার মাথা হেলে পড়েছে।
হিটলারের ইচ্ছা ছিল তার দেহ যেন পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যাতে তার মৃতদেহ মিত্রপক্ষের হাতে না পড়ে। কিন্তু সম্ভবত হিটলারের জানা ছিল না পেট্রোল নিজে জ্বলে কিন্তু মৃতদেহ জ্বালাতে পারে না।
তাই মিত্রপক্ষ তার দেহ খুঁজে পেয়েছিল। এবং সোভিয়েত নথিপত্রের তথ্য অনুসারে ১৯৭০ সাল পর্যন্ত তার পোড়া দেহাবশেষ জায়গায় জায়গায় পুঁতে দেওয়া হয়। তার পরেও তার দেহকে পুড়িয়ে ছাই ভষ্ম জার্মানির এলবি নদীর উপনদী বিটারিটজ্ নদীর পানিতে ছুড়ে ফেলা হয।
২ রা মে ১৯৪৫। রাশিয়ানরা বাংকারে প্রবেশ করে। জার্মান শ্রেষ্ঠত্বের উগ্রবাদী দর্শনে বিশ্বাসী পৃথিবীর অধিকর্তা হবার দুঃসাহসী স্বপ্নের জন্য কোটি কোটি মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন দায়ী, হিটলারের মৃত্যু হল কাপুরুষের মত আত্মহননে। হয়ত তেমন একটা করুণ পরিনতি দেখতে হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের।
(ঘটনাটা সবার জানা, তারপরও আমি আমার একটু চর্বিত চর্বন করেছি আমার মতো করে)
২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: আর ভাল লাগে না এত ক্ষমতার লোভী এত বুঝার পরও বিদ্বেষীরূপ কি লাভ মৃত্যু সুনিশ্চিত
২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:২২
জুল ভার্ন বলেছেন: মানুষ হয়েও যদি হুশ না হয়- তাহলে আর মানুষ থাকে না!
৩| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন:
কিছু বুঝলেন?
২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৭
জুল ভার্ন বলেছেন: হ্যা, এই জিনিষ গত একমাস যাবত ফেসবুকে দেখতেছি- কিন্তু আমি মনযোগ দিয়ে দেখিনি।
৪| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: দেরীতে হলেও ফ্যাসিবাদের পতন অনিবার্য।
২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: একান্তই হওয়া উচিত।
৫| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৮:২১
বংগল কক বলেছেন: হিটলারের পারমানবিক বোমা ছিল না, ব্যালেসটিক মিসাইল ছিল না। রাশিয়ার মত বিশাল প্রাকৃতিক সম্পদ ছিল না। হিটলার উগ্রবাদি ছিল। পুতিনের সাথে হিটলারের অনেক পার্থক্য আছে।
আফগান যুদ্ধে হারার পরে ল্যাংড়া লুলা বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট - এই সুযোগে পুতিন কোপ দিছে। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নর্থ কোরিয়া, ইরান বহাল তবিয়তে টিকে আছে। রাশিয়ান ভাল্লুকের কাছে মার্কিন নিষেধাজ্ঞা কতটা গুরুত্ব পায় তা সময়ই বলে দিবে।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নর্থ কোরিয়া, ইরান বহাল তবিয়তে টিকে আছে[/sb কিভাবে যে টিকে আছে তা উল্লেখিত দেশের জনগন এবং সরকার হাড়ে হাড়ে টের পাচ্ছে!
অন্যদিকে পারমানবিক বোমা থাকলেই তা প্রয়োগ করা খুব সহজসাধ্য নয়- যার প্রমাণ, রুশ-মার্কিন বাহিনী লজ্জস্কর পরাজয় বরণ করেছিলো আফগানিস্তানে, তারপরেও পারমানবিক বোমার ব্যবহার করতে পারেনি।
রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনের কাছে হেরে "কৌশগত পশ্চাদপসরণ" করার পথ খুঁজতেছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৯
অক্পটে বলেছেন: সুন্দর বর্ণনা করেছেন। সময়েপযোগি।