নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

চাই আদর্শের দখলদারিত্ব .........

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭

চাই আদর্শের দখলদারিত্ব .........

দেশের সর্বত্র আজ পেশীশক্তির দাপট। উপযুক্ত পরিবেশের অভাবে ন্যায় কথা বলার লোক আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ফলে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে তা ক্রমান্বয়ে সংঘর্ষের রূপ পরিগ্রহ করছে। আর স্বার্থবাদীদের যাঁতাকলে পিষ্ট হয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। স্বার্থবাদী মিডিয়া চলছে বাতাসের অনুকুলে! তাই আমাদেরমত সাধারন মানুষদেরকে এই সংকট এড়াতে এবং প্রভাব সুদীর্ঘকাল স্থায়ী করতে কিছু কথা বলতে চাইঃ-

ব্যক্তি, দল কিংবা ত্রাসের দখলদারিত্ব ক্ষণস্থায়ী। আদর্শের দীর্ঘস্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করুন সর্বত্র। কেননা, ব্যক্তির দখলদারিত্ব ব্যক্তির অনুপস্থিতিতেই শেষ হয়ে যায়। চমৎকার ব্যক্তিত্ব থাকলেও রক্ত সম্পর্কের কেউ বা অতিআন্তরিক কেউ প্রতিনিধিত্ব না করলে তাও স্বল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। দলের দখলদারিত্ব দলের ক্ষমতা হারানোর পূর্ব পর্যন্ত বহাল থাকে। দলীয় প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কেউ কেউ দলকে আলিঙ্গন করলেও তারাই ক্ষমতা হারানোর পর বিরোধী শিবিরে অবস্থান নেয়। আর ত্রাসের মাধ্যমে দখলদারিত্ব ভালো মানুষ পছন্দ করে না, করতে পারে না। করলে সেখানে সুন্দর নিহত হয়। সন্ত্রাস সৃষ্টি করে কোথাও দখলদারিত্ব চালালে ভুক্তভোগীরা সুবিধামতো তার প্রতিশোধ নিতে চাইবেই। ঘৃণাবোধ ও প্রতিশোধপরায়ণতা সর্বক্ষণ বিষিয়ে তোলে ত্রাসের শিকার মানুষদের। সুতরাং এই দখলদারিত্ব স্থায়ীও নয়, কাম্যও নয়।

পৃথিবীর সকল ধর্মের ধর্ম যাযকগন সর্বদা শান্তি এবং সহমর্মিতার কথা বলেছেন। প্রায় দেড় হাজার বছর আগে অশান্তির দুনিয়ায় শান্তির ধর্ম নিয়ে এসেছিলেন হযরত মুহম্মদ(সঃ)। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই- যেখানে শান্তির কথা বলা হয়নি। প্রায় আড়াই হাজার তিন হাজার বছর আগে জন্মগ্রহণ করার পরও যীশুখৃস্ট, গৌতম বুদ্ধ, সক্রেটিস, প্লেটো, এরিস্টোটলের পরবর্তীতে স্বামী বিবেকানন্দ 'র আদর্শ আজ জগদ্ব্যাপী প্রচারিত। পাশাপাশি মীরজাফর ক্ষমতায় এসেছিল ত্রাসের দখলদারিত্ব নিয়ে। তাকে মানুষ ঘৃণাভরে স্মরণ করে। সুতরাং আসুন আদর্শের দখলদারিত্ব প্রতিষ্ঠা করি সর্বত্র। ব্যক্তি, দল ও ত্রাসের দখলদারিত্বকে বিসর্জন দিই চিরতরে।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: আদর্শের দখলদারিত্বের একটি উদা হরণ দিন
কি করতে পারি !?বা করা যায় !?
যার যার অবস্থান থ্যেকে

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৬

জুল ভার্ন বলেছেন: প্রতিদিনের জীবনচারিতা থেকেই শুরু হোক- কারোর প্রতি বিরাগভাজন না হয়ে সদা সত্যের পথে থাকবো।

২| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: এখনকার মানুষ আদর্শের কথা বলে কিন্তু সেই মতে চলে না।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬

জুল ভার্ন বলেছেন: আদর্শ পালনে পদে পদে বাঁধাই শুধু নয়, জীবনহানীর আশংকা থাকায় ইচ্ছা থাকা সত্যেও এমন অবস্থা।

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: আদর্শের মুখে লজ্জার বাতি আর ক্ষমতার হাতে হিংসার কাশি
ভাল থাকবেন দাদা

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৫

জ্যাকেল বলেছেন: শান্তির পথে থাকার জন্য দরকার জ্ঞান, বিনয় ও প্রজ্ঞা। তবেই আর ত্রাস/মীরজাফরের কবলে থেকে নিজেকে অসন্তুষ্ট রাখা লাগবে না।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪

জুল ভার্ন বলেছেন: একমত।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে ধর্ম না থাকলে মানুষের আচার-আচরন কেমন হত ?

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: প্রাগঐতিহাসিক যুগের আদীম বর্বরদের মতো।

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সবই পালাবদলের খেলা

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৬

জুল ভার্ন বলেছেন: কথায় বলে না- "যে যায় লংকা- সে হয় হনুমাণ"!

৭| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনে হয় বাংলাদেশের মানুষই সবচেয়ে বেশি আদর্শের কথা বলে অথচ রোজগারের ক্ষেত্রে সবচেয়ে অসাধু।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশে রাজনৈতিক দলের নেতা, তথাকথিত বুদ্ধিজীবিরাই বেশী আদর্শ কপচায়, অথচ তারাই সব চাইতে অসাধু।

৮| ০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



পেশীশক্তি নামক নাটকের সিরিয়াল চলছে। এই সিরিয়াল চলতে থাকবে - চলতেই থাকবে।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: এগুলো পরম্পরা!

৯| ০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

জটিল ভাই বলেছেন:
লাঠি যার মাটি তার!
এছাড়া কোনো সচল থিউরি আছে?

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: একদম তাই!

১০| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: জোর যার মুল্লুক তার আর কি?

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আদর্শের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হোক।
জাজাকুমুল্লাহ।

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১০:৩২

জুল ভার্ন বলেছেন: আমাদের চেষ্টা অব্যাহত থাকুক।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রাগঐতিহাসিক যুগের আদীম বর্বরদের মতো।

ভুল কথা।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪

মরুর ধুলি বলেছেন: ব্যক্তি জীবনে আদর্শের চর্চা অবিরত রাখা বর্তমান সময়ের সবচে বড় দাবী। পাশাপাশি অপরাধ, শৃঙ্খলাহীনতা, অন্যায়-জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবী আরো প্রকট। বর্তমান সমাজে আদর্শ আর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী মানুষ হাতে গোনা। প্রাণ হারানোর ভয়, খুন-গুম, নির্যাতিত হওয়ার আশংকা ক্রমশ সমাজের মানুষগুলোকে অসহায় থেকে নিঃস্ব করে দিচ্ছে। এই সময় জাতিকে সঠিক পথের দিশা দানে একজন রাহবারের বহিঃপ্রকাশ অন্ত্যন্ত কাম্য। পাশাপাশি সঠিক আদর্শের চর্চাই ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনে হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে পারে। ধন্যবাদ। আপনার লেখাটি পড়ে ভাল লাগলো।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮

জুল ভার্ন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.